আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

হ-য-ব-র-ল বাইডেনের নথি

প্রকাশিত:রবিবার ১৫ জানুয়ারী ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৫ জানুয়ারী ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে গত আগস্টে সরকারি গোপন নথি উদ্ধার হওয়া নিয়ে তোলপাড় শুরু হয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, ট্রাম্পকে সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন বলে কড়া সমালোচনা করেছিলেন। ট্রাম্পের সেই নথি উদ্ধারের বিষয়টির এখনো সুরাহা হয়নি। এর মাঝে সম্প্রতি ওয়াশিংটন ডিসিভিত্তিক পেন বাইডেন সেন্টার ফর ডিপ্লোমেসি অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্ট যেটি বাইডেন ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করতেন সেখান থেকে উদ্ধার হলো গোপন নথি। ট্রাম্পের গোপন নথি উদ্ধার নিয়ে তিরস্কার করা বাইডেনের নথি উদ্ধার নিয়ে সমালোচনার ঝড় বইছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে #বাইডেনগ্যারেজ চালু হয়ে গেছে। দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হচ্ছে, নিশ্চয়ই বাইডেনের গ্যারেজ থেকে সরকারি গোপন নথি উদ্ধারের বিষয়টি ভালো দেখায় না।

সম্প্রতি খবর ছড়িয়ে পড়ে, গত ২ নভেম্বর আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের এক সপ্তাহ আগে, বাইডেনের ব্যক্তিগত আইনজীবীরা পেন বাইডেন সেন্টার পরিষ্কার করার সময় বেশ কয়েকটি স্পর্শকাতর নথি খুঁজে পায়। পরে সেগুলো জাতীয় আর্কাইভে জমা করা হয়। এ ঘটনার পর হোয়াইট হাউজের একজন আইনজীবী রিচার্ড সাউবের আরও জানান, দ্বিতীয় দফায় গোপন নথি ডেলাওয়্যারের উইলমিংটনে বাইডেনের বাড়ির গ্যারেজ ও একটি রুম থেকে পাওয়া গেছে।

ডেমোক্র্যাটদের জন্য, যারা ডোনাল্ড ট্রাম্পকে তার মার-এ-লাগোর রিসোর্ট থেকে পাওয়া গোপন নথি ভুলভাবে পরিচালনার জন্য ফৌজদারি মামলার মুখোমুখি হওয়া উচিত বলে জোর দিচ্ছিলেন, তাদের জন্য এটি ভয়ানক সংবাদ। অপরদিকে, রিপাবলিকানদের জন্য, এটি একটি অপ্রত্যাশিত উপহার, বিশেষ করে ট্রাম্প বিষয়টি উপভোগ করছেন।

এফবিআই কি এখন জো বাইডেনের বাড়িতে, এমনকি হোয়াইট হাউজেও অভিযান চালাবে? ট্রাম্প তার সোশ্যাল-মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ এমন প্রশ্ন রেখেছেন? অন্যান্য রিপাবলিকানরাও দাবি করছেন, বিচার বিভাগ বাইডেনের সঙ্গে ট্রাম্পের মতোই যেন একই আচরণ করে। নভেম্বরেই মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড ঘটনা তদন্তের তদারকি করার জন্য বিশেষ পরামর্শক নিয়োগ দিয়েছেন। মেরিক গারল্যান্ড বাইডেনের কেস পর্যালোচনা করার জন্য বিশেষ পরামর্শক রবার্ট হুরকে নিযুক্ত করেছেন। শুধু তাই নয় তদন্ত থেকে উদ্ভূত যেকোনো ফেডারেল অপরাধের বিচার করার জন্য তাকে অনুমোদন দিয়েছেন। হুর একজন আইনজীবী যাকে ২০১৭ সালে ট্রাম্প মেরিল্যান্ডে অ্যাটর্নি হিসাবে কাজ করার জন্য মনোনীত করেছিলেন। ২০২১ সালে তার পদত্যাগ না হওয়া পর্যন্ত এ ভূমিকায় কাজ করছেন তিনি। তবে তিনি ভয়ভীতি বা পক্ষপাত ছাড়াই দ্রুত ও পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনা তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

স্পষ্টতই ট্রাম্প ও বাইডেন উভয়েই একই জায়গায় নেমে এলেন। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, সরকারি গোপন নথি গ্যারেজ বা ক্লাবে নয়, সুরক্ষিত স্থানে সংরক্ষণ করার কথা। সমস্ত হোয়াইট হাউজ রেকর্ড সরাসরি জাতীয় আর্কাইভে যাওয়া উচিত যখন প্রেসিডেন্টের পদের দায়িত্ব শেষ হয়। যদিও বাইডেনের অফিস ও বাড়ি থেকে পাওয়া নথিগুলোর বিষয়বস্তু এখনো জানা যায়নি। তার আইনজীবীরা দাবি করেছেন তারা উদ্ধার হওয়া নথি হস্তান্তর করার আগে সেগুলোতে উঁকি মারেননি।

এ জাতীয় ঘটনার মিল পাওয়ায় বাইডেনের অধীনে নৈতিক উচ্চতায় ভাটা পড়েছে। যদিও দুটি কেস আলাদা হতেও পারে। তবে ডেমোক্র্যাটদের অভিপ্রায়, নথির ধরন ও পরিমাণের দিক থেকে কিছুটা হলেও বিচ্যুত হয়েছে। ডেমোক্র্যাটরা যে বিষয়টিতে চাপ দিচ্ছিলেন সেক্ষেত্রে ট্রাম্পের বিরুদ্ধে মামলা চালানোর সম্ভাবনা আরও কমে গেলো।

বাইডেন মিত্ররা জোর দিচ্ছে, দুটি কেস মৌলিকভাবে আলাদা। তারা দাবি করছে বাইডেনের জন্য এটি একটি সৎ ভুলের বিষয় ছিল, যেখানে ট্রাম্প তার বাড়িতে রাখা শত শত নথি উদ্ধার করার যে কোনো প্রচেষ্টাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং এতে অনেক সময় লেগেছিল। বাইডেনের দল আরও দাবি করছে, তারা প্রথম দফার নথিগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো হস্তান্তর করেছে। দ্বিতীয় স্থানে থাকা নথিগুলো বাইডেনের সম্পত্তির অনুসন্ধানের অংশ হিসাবে পাওয়া গেছে যা এফবিআইয়ের ওয়ারেন্টে নয় বরং বাইডেনের নিজের ইচ্ছায়।

যদিও বাইডেনের জন্য বেশ কিছু অস্বস্তিকর প্রশ্ন রয়ে যাচ্ছে। বারাক ওবামার প্রেসিডেন্সির নথিগুলো কীভাবে এসব স্থানে পৌঁছায়? কেন সেগুলো এখনো সেখানে ছিল? এসব নথি কি তথ্য ধারণ করে? প্রথম দফায় নভেম্বরের শুরুতে এবং দ্বিতীয় দফায় ২০ নভেম্বর উদ্ধার হলো, কেন এ সমস্ত কিছু প্রকাশ্যে আসতে সময় লাগলো? তবে একটি বিষয় নিশ্চিত, কংগ্রেসে নতুন ক্ষমতাপ্রাপ্ত রিপাবলিকানরা এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করাকে তাদের লক্ষ্য হিসাবে নেবে।

নিউজ ট্যাগ: জো বাইডেন

আরও খবর



ক্যারিয়ারে ব্যর্থতা, আত্মহত্যা করতে চেয়েছিলেন কমল হাসান

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

অভিনেতা ও সংগীতশিল্পী বিজয় অ্যান্টনির ১৬ বছরের কন্যা মীরার আত্মহত্যার ঘটনায় এখনো শোকাহত তামিল ইন্ডাস্ট্রি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে পড়াশোনার চাপ সইতে না-পেরে এই সিদ্ধান্ত নেয় মীরা। তবে এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, ভারতজুড়ে অনেক ছাত্রই পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিচ্ছেন। সম্প্রতি চেন্নাইয়ের এক ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে নিজের জীবনের দুর্বল এবং সংবেদনশীল এক মুহূর্তের কথা তুলে ধরলেন দক্ষিণের সুপারস্টার কমল হাসান। 

আরও পড়ুন>> দুই বাংলায় নিয়মিত ব্যস্ততায় মিম

আত্মহত্যার প্রসঙ্গ উঠতেই কমল হাসান নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উদাহরণ হিসাবে তুলে ধরেন। আত্মহত্যার ভাবনা ঘিরে ধরেছিল তরুণ কমল হাসানকেও। তিনি বলেন, আমার বয়স ২০ কী ২১ হবে, তখন আমি অনেকবার আত্মহত্যা করার কথা ভেবেছি। ভেবেছি এই জীবন রেখে কী হবে।

দক্ষিণী সিনেমার তারকা হলেও কমল হাসানের জনপ্রিয়তা সারা ভারতে। শিশুশিল্পী হিসাবে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন ৬ বছর বয়সী কমল হাসান। এরপর নায়কন, দশাবতারম, ইন্ডিয়ান, তো রয়েছেই, পাশাপাশি, সাম্প্রতিক সময়ে বিক্রম-এর মতো সিনেমায় দর্শকের নজর কেড়েছেন অভিনেতা। দেখতে দেখতে শোবিজে ৬২ বছর কাটিয়ে ফেলেছেন তিনি। ক্যারিয়ারে তাঁর ঝুলিতে রয়েছে অজস্র সাফল্য। কিন্তু ক্যারিয়ারের শুরুতে এমনটা ছিল না। যৌবনে পা দেওয়ার পর কমল হাসান কাজ দিয়ে সমালোচকদের নজর কাড়লেও দর্শকমহলে নিজের স্থান করে নিতে পারছিলেন না। আর তাতেই অবসাদ ঘিরে ধরেছিল তাঁকে।

তিনি বলেন, আসলে আমার কাজ সেই সময় বাণিজ্যিক ছবির নির্মাতাদের চোখে পড়ছিল না। তখন ভেবেছিলাম আমি মরে গেলে হয়তো এই ইন্ডাস্ট্রি বুঝবে কত বড় প্রতিভাবান শিল্পী হারিয়েছে তাঁরা। তখন আমার গুরু আনানথু বলেছিলেন এ সব চিন্তা বাদ দিয়ে সঠিক সময়ের অপেক্ষা করো।

পড়ুয়াদের উদ্দেশে কমল হাসানের বার্তা, এই ধরনের নেতিবাচক চিন্তা মাথায় আসলে তাঁরা যেন সঠিক পদক্ষেপ নেয়। সবশেষে তিনি বলেন, মৃত্যু জীবনেরই একটা অংশ। আমি এখন জীবন ও মৃত্যুকে আলাদা করে দেখি না। জীবন অনন্ত নয়, মৃত্যু তো আসবেই। সেটা ডেকে আনার প্রয়োজন নেই

কমল হাসানকে আগামীতে দেখা যাবে এস শংকরের ইন্ডিয়ান ২ এবং নাগ অশ্বিনের কল্কি ২৮৯৮ সিনেমাতে।


আরও খবর
যেখানে সবার শীর্ষে ক্যাটরিনা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১২৯

প্রকাশিত:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৪ জনের, আর ঢাকার বাইরে ৮ জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১২৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৫০ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৮৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার হাসপাতালে ৪ হাজার ১৬ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৮৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ৬১ হাজার ৯৬৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৭১ হাজার ৫০৩ জন এবং ঢাকার বাইরে ৯০ হাজার ৪৬১ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫১ হাজার ২৮৩ জন। এর মধ্যে ঢাকায় ৬৬ হাজার ৯৪০ জন এবং ঢাকার বাইরে ৮৪ হাজার ৩৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ৭৯০ জনের মৃত্যু হয়েছে। বর্ষা মৌসুমের আগেই এত মৃত্যু এর আগে দেখেনি বাংলাদেশ।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে মৃত্যু হয় দুজনের। মার্চে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও এপ্রিল ও মে মাসে দুজন করে মারা যায়।

জুন মাসে এসে ভয়াবহ আকার ধারণ করে ডেঙ্গু। ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়। জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারায় ২০৪ জন। আগস্ট মাসে ৩৪২ জনের মৃত্যু হয়। আর চলতি সেপ্টেম্বর মাসের ১৫ দিনে মারা যায় ১৯৭ জন।


আরও খবর
ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৫৭

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩

দেশে এই প্রথম ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




আবারও এক হচ্ছেন সামান্থা-নাগা?

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

এক হতে চলেছেন নাগা চৈতন্য-সামান্থা রুথ প্রভু, এমনটাই শোনা যাচ্ছে বিনোদন অঙ্গনে। ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন তারা। কিন্তু মাত্র চার বছরের মাথায় ভাঙে সংসার। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা থেকে প্রাক্তন স্বামী নাগার সব ছবি মুছে ফেলেন অভিনেত্রী।

কিন্তু সম্প্রতি আবারও তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেল নাগার সঙ্গে বিয়ের ছবি। তাই ভক্তদের কৌতূহল এখন তাদের দিয়ে। প্রশ্ন উঠেছেআবারও কি এক হচ্ছেন তারা?

অন্যদিকে শোনা যাচ্ছিল, সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন অভিনেতা। সেই সম্পর্ককেই গুরুত্ব দিতে চান তিনি। সঠিক সময় এলে নাকি পরের ধাপে পা বাড়াবেন। কিন্তু এসবের মধ্যেই হঠাৎ সামান্থার ওই পোস্ট তাদের পুনর্মিলনের জল্পনা উসকে দিয়েছে।

সামান্থার অনুরাগীদের মতে, হয়তো সামান্থা তাদের বিচ্ছেদটা মন থেকে মেনে নিয়েছে। কারও মতে, সামান্থা-নাগা হয়তো এক হতে চলেছেন, সেই আভাসই দিলেন অভিনেত্রী।

নাগার সঙ্গে বিচ্ছেদের পর বিভিন্ন অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি তার ছবি খুশির সংগীত প্রকাশ অনুষ্ঠানে সানগ্লাসের আড়ালে অশ্রু ধরে রাখার চেষ্টা করেন অভিনেত্রী। তবে তারা সত্যিই এক হতে চলেছেন কিনা, তা সময়ই বলবে।

নিউজ ট্যাগ: সামান্থা-নাগা

আরও খবর
যেখানে সবার শীর্ষে ক্যাটরিনা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




অবশেষে আজ মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

সকল অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে আজ স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল। ঘরের মাঠে জয়ের বিকল্প ভাবছে না বাবর-আফ্রিদিরা। এদিকে পাকিস্তানের মাঠে চমক দেখাতে মুখিয়ে আছে বাছাইপর্বে দুর্দান্ত খেলা নেপাল। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার দুপর সাড়ে তিনটায়।

এশিয়ার বিশ্বকাপখ্যাত টুর্নামেন্ট এশিয়া কাপ। যেখানে সর্বশেষ ২০০৮ সালের আয়োজক ছিল পাকিস্তান। নানা চড়াই উতরাই পার করে অবশেষে হাইব্রিড মডেলে ১৫ বছর পর আয়োজনের দায়িত্ব পেয়েছে দেশটি। 

আরও পড়ুন>> এশিয়া কাপের খেলা কখন কোথায় শুরু

মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। যেখানে ১৪ বার অংশ নিয়েছে পাকিন্তান। চ্যাম্পিয়ন হয়েছে মাত্র ২বার। সবশেষটা ২০১২ সালে। ২০০৮ সালের পর আবারও ঘরের মাঠে খেলবে পাকিস্তানিরা। এবারের লক্ষ্যটাও শিরোপা জয়। প্রথম ম্যাচে তাই কোনো ভুল করতে চায় না বাবর আজমের দল।

একদিনের ক্রিকেটে দারুণ ছন্দের আছে পাকিস্তান। র‌্যাঙ্কিয়েও শীর্ষে রয়েছে তারাই। প্রথম ম্যাচের প্রতিপক্ষও অপেক্ষাকৃত দুর্বল নেপাল। জয়ছাড়া তাই অন্য কিছুই ভাবছে না পাকিস্তান। 

আরও পড়ুন>> বিশ্বকাপের বর্ণিল উদ্বোধনী আহমেদাবাদে

এদিকে, প্রথমবারের মতো এশিয়া কাপের মঞ্চে খেলতে নামছে নেপাল। বাছাইপর্বে দুর্দান্ত খেলেছে দলটি। এবার মূলপর্বে পাকিমস্তানের বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় হিমালয়ের দেশটি।


আরও খবর



বসুন্ধরা রেডিমিক্সের পঞ্চম ইউনিট উদ্বোধন

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
প্রেস বিজ্ঞপ্তি

Image

বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিআরএমসিআইএল) কনস্ট্রাকশন-এর রেডি কংক্রিটপণ্য উৎপাদনের জন্য নতুন এই পঞ্চম রেডিমিক্স প্ল্যান্ট চালু করেছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বসুন্ধরা গ্রুপের এর মির্জা মুজাহিদুল ইসলাম, সিওও (বসুন্ধরা রেডিমিক্স, বসুন্ধরা মাল্টি ট্রেডিং, টগি সার্ভিসেস), নারায়ণগঞ্জের ভুলতায় আনুষ্ঠানিকভাবে প্ল্যান্টের শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের টেকনিক্যাল অ্যাডভাইজর ও বুয়েটের সাবেক প্রফেসর ড. সৈয়দ ফখরুল আমিন আমিন।

অনুষ্ঠানে পরিচালিত কর্মকর্তারা জানিয়েছেন যে, এই প্ল্যান্টপ্রতি ঘন্টায় ১২০ ঘনমিটার কংক্রিটউৎপাদন করার ধারণক্ষমতা সম্পন্নএবং ভুলতা, আড়াইহাজার, গাউছিয়া, জাপানিজ ইপিজেড, নরসিংদি এবং আশেপাশের অন্যান্যএলাকায় ছোট থেকে বড়আকারের নির্মাণ প্রকল্পে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মির্জা মুজাহিদুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের ভুলতা ও তার আশে পাশের এলাকাগুলোর বিস্তৃতঅঞ্চলের মানুষের সেবার জন্যই আরো বেশি ধারণক্ষমতাসম্পন্ন এই প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন গ্রাহকদের প্রাপ্য PSI শক্তির সাথে মানসম্পন্ন রেডিমিক্সতৈরি করে এবং সেইসাথে খরচ কমিয়ে আরো মজবুত নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আসছে আমাদের রেডিমিক্স কংক্রিট। প্ল্যান্টটি প্রতি মাসে ৮ লক্ষসিএফটি (কংক্রিট ভরা টিউব) উৎপাদন করবে।

এ সময় উপস্থিত ছিলেন গোলাম সরওয়ার নওশাদ (হেড অফ ডিভিশন, সেলস, বসুন্ধরা রেডিমিক্স, বসুন্ধরা মাল্টি ট্রেডিং), মোহাম্মদ আলাউদ্দিন, হেড অব মার্কেটিং (সেক্টর সি, বসুন্ধরা গ্রুপ); ইঞ্জি বিশ্বজিৎ ধর (চিফ ইঞ্জিনিয়ার), ইঞ্জি শিশির কুমার বিশ্বাস (ডিজিএম, ইরেকশনস্‌, বসুন্ধরা রেডিমিক্স), সীমান্ত বিশ্বাস (ডিজিএম, এসসিএম-লোকাল), ইঞ্জি মোঃ মাসুদুল হক (হেড অফ অপারেশনস, বসুন্ধরা রেডিমিক্স)-সহ প্রতিষ্ঠানটির বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ।


আরও খবর
আরও কোমল টিস্যু নিয়ে বাজারে এলো বসুন্ধরা

বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩