আজঃ বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

হবিগঞ্জে দুলাভাইয়ের হাতে শ্যালক নিহত

প্রকাশিত:রবিবার ১৭ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৭ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি

Image

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর চা-বাগানে ভাত খাওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে দুলা ভাইয়ের কুড়ালের আঘাতে শ্যালক সম্রাট তাতী (২৮) নিহত হয়েছে। নিহত সম্রাট তাতী ওই চা বাগানের মানিক তাতীর ছেলে।

শনিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ডার ঘটনা ঘটে।

নিহত সম্রাট তাতীর ছেলে মানিক তাতী জানান, রাত ১১টার দিকে তার ছেলে নিজ ঘরে ভাত খাইতে বসে। এসময় ভাত খাওয়া নিয়ে সম্রাটের সাথে তার বোন জামাই দুর্লব চাষার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সে উত্তেজিত হয়ে কুড়াল দিয়ে সম্রাটকে আঘাত করে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার (ওসি) মোঃ মশিউর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।


আরও খবর



দুদকের ১০ পরিচালক ও ৪২ উপপরিচালক পদে রদবদল

প্রকাশিত:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১০ পরিচালক ও ৪২ উপপরিচালক পদে রদবদল করা হয়েছে। সোমবার দুদকের কার্যালয়ের বদলি আদেশ সংক্রান্ত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।



এতে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম, দিনাজপুর, নওগাঁ, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন অফিসে বদলি করা হয়েছে।







আরও খবর



প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রীদের লিখিত অভিযোগ

প্রকাশিত:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
জুয়েল বসুনীয়া, নীলফামারী

Image

নীলফামারী ডোমার উপজেলার বামুনিয়া বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসরণের দাবি তুলেছে বিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্রীরা। সোমবার দুপুরে বিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্রীরা লিখিত অভিযোগ তুলে দেন ডোমার উপজেলা নির্বাহী অফিসারের হাতে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বামুনিয়া বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়বুল ইসলাম বিগত সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনকে সরিয়ে দিয়ে নিজেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে। এরই মধ্যে তিনি বিদ্যালয়ের এলএডি টিভি, ক্লাসরুমের ফ্যান, পানির পাম্প, ওয়াশরুমের সরঞ্জাম, গাছ কর্তন ও বিদ্যালয় এর টাকা হরিলুট করে আসছে। এছাড়াও তিনি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ছাত্রীদের সাথে অসৎ আচরণ করে থাকে। ময়বুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর তার নিজস্ব মনগড়া লোক দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করে বিদ্যালয় স্বেচ্ছাচারিতা কায়েম করারও অনেক অভিযোগ রয়েছে।

ইতিপূর্বে তিনি তার মেয়ের নামে ভুয়া প্রতিবন্ধী টাকা তুলে আত্মসাৎ করে। তারই অনিয়ম দুর্নীতি দিন দিন বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকরা একাধিকবার অভিযোগ দায়ের করেও কোন ফল পায়নি। অবশেষে বৈষম্যবিরোধী ছাত্রীরা স্বহস্তে লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দিয়ে ওই শিক্ষকের অপসারণের জোর দাবি জানান।

ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম জানান, বামুনিয়া বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দায়িত্বরত প্রধান শিক্ষকের নামে অনেক অভিযোগ রয়েছে। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে জরুরি ভিত্তিক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

নিউজ ট্যাগ: নীলফামারী

আরও খবর



দুই দিন পর জয়ন্তের মরদেহ ফেরত দিল বিএসএফ

প্রকাশিত:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও

Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হওয়ার দুই দিন পর স্কুলছাত্র জয়ন্ত কুমারের (১৫) মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ।

মঙ্গলবার ( ১০ সেপ্টেম্বর) রাত পৌনে দুটায় উপজেলার ধনতলা সীমান্তের নিটালডোবা গ্রামের ৩৯৩ নম্বর পিলারের কাছে তাঁর মরদেহ হস্তান্তর করা হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহাম্মদ লাশ হস্তান্তরের বিষয়টি মুঠোফোনের মাধ্যমে নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার দুপুর থেকেই মরদেহ ফেরত দেবে বলে কয়েক দফায় সময়ক্ষেপণ করা হয়।

মরদেহ ফেরতের সময় ভারতের পুলিশ ও বিএসএফ এবং বাংলাদেশের পক্ষে বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী, এসআই শামীম, বিজিবির ধনতলা বিওপির ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলমসহ জয়ন্তের স্বজন ও প্রতিবেশী উপস্থিত ছিলেন। মরদেহ ফেরতের পরপরই রাত আড়াইটার সময় জয়ন্তের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

গত সোমবার ভোর রাতে ধনতলা সীমান্তের নিটালডোবা গ্রামের ৩৯৩ নম্বর পিলার এলাকা দিয়ে জয়ন্ত কুমার ও তার বাবা মহাদেব চন্দ্র (৪৩) এবং প্রতিবেশী দরবার হোসেনসহ (৫০) আরও ১৫-২০ জন অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতের ডিঙ্গাপাড়া বিএসএফর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় জয়ন্ত কুমার। তার বাবা মহাদেব ও প্রতিবেশী দরবার হোসেন গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসেন। পরে সোমবার সকালেই জয়ন্তের মরদেহ নিয়ে যায় বিএসএফ।

নিহত জয়ন্ত কুমার উপজেলার ধনতলা ইউনিয়নের ঠুমনিয়া গ্রামের বাসিন্দা ও লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

ঘটনার পর সোমবার ও মঙ্গলবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যকার কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন পর্যায়ে কমান্ডারদের চারটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সীমান্ত হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় বিজিবি।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহাম্মদ সোমবার সন্ধ্যায় জানিয়েছিলেন, পতাকা বৈঠকে বিএসএফকে বলা হয়েছে, এমন ঘটনার পুনরাবৃত্তি হলে পাল্টা জবাব দেবে বিজিবি।


আরও খবর



বিক্ষোভ সমাবেশের ডাক দিলেন সারজিস

প্রকাশিত:সোমবার ২৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৬ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

ফ্যাসিস্টদের মদদপুষ্ট কতিপয় আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ ও ষড়যন্ত্রকারী সাবেক ডিজিসহ সবার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে সারজিস এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে সারজিস আলম জানান, আজ সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে এ সমাবেশ করা হবে। ছাত্রদের ওপর ফ্যাসিস্টদের মদদপুষ্ট কতিপয় আনসার সদস্যদের রক্তাক্ত হামলার প্রতিবাদ, ষড়যন্ত্রকারী সাবেক ডিজিসহ সবার বিচার, প্রশাসনকে ফ্যাসিবাদ মুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ।

প্রসঙ্গেত, নিজেদের চাকরি জাতীয়করণের দাবি আদায়ে রোববার (২৬ আগস্ট) প্রায় ১০ হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করেন এবং অন্তর্বর্তী সরকারের সাতজন উপদেষ্টাসহ সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিম্মি করে রাখেন। উত্তেজিত আনসার সদস্যদের শান্ত করার জন্য বিকালে আনসার ও ভিডিপি মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সচিবালয়ে আসেন।

এরপর আন্দোলনরত আনসারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন আনসার ডিজি এবং উপদেষ্টারা। বৈঠক শেষে দাবি মেনে নেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় আনসার ডিজি ও আন্দোলনরত আনসারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কিন্তু তারপরেও উত্তেজিত আনসার সদস্যরা সচিবালয় এলাকা ত্যাগ না করে সচিবালয় ঘেরাও করে রাখেন।

রাত ৯টার দিকে সচিবালয়ের সামনে সাধারণ আনসার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।


আরও খবর



বন্যা দুর্গত ৭৫০ পরিবারের মাঝে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নে ত্রাণ বিতরণ

প্রকাশিত:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
মনীষা আচার্য, চট্টগ্রাম

Image

সারাদেশের মতো নোয়াখালী, লক্ষীপুর, ফেনীসহ বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যায় বিপদর্যস্ত হয়েছে। বন্যা দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়ন।

শুক্রবার সকালে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের পক্ষ থেকে নোয়াখালী, লক্ষীপুর, ফেনী জেলার প্রত্যন্ত এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

বন্যা দুর্গত ৭৫০ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, বিস্কুট, তেল, বিশুদ্ধ খাবার পানিসহ নিত্য প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন, রিহ্যাব পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) মোরশেদুল হাসান, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য এ্যাডভোকেট আবদুল কাইয়ূম ভূইঁয়া, নূর উদ্দীন আহমদ, মাঈনুল হাসান প্রমুখ।

ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, নোয়াখালী, ফেনীসহ বিভিন্ন অঞ্চলের মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে। যতটুকু সম্ভব এসব ঘরবন্দি মানুষের কাছে খাদ্য, পানি পৌঁছানো জরুরী। আমরা বন্যা দূর্গতদের জন্য রিহ্যাব এর পক্ষ থেকে উপহার হিসেবে সাধারণ মানুষকে সহায়তা করে যাচ্ছি।

নিউজ ট্যাগ: চট্টগ্রাম

আরও খবর