
হোটেল কক্ষ থেকে ভোজপুরি সিনেমা নির্মাতা
সুভাষ চন্দ্র তিওয়ারির মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের উত্তর প্রদেশের সোনভদ্রের একটি
হোটেল থেকে উদ্ধার করা হয় তার মরদেহটি।
আরও পড়ুন<< বিশ্বের সবচেয়ে দুর্দশাগ্রস্ত দেশ জিম্বাবুয়ে
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন
থেকে জানা যায়, সোনভদ্রের এসপি জশবীর সিং জানিয়েছেন নির্মাতা তার গোটা দল নিয়ে এই
হোটেলে উঠেছিলেন। একটি সিনেমার শুটিংয়ের জন্য তারা এখানে এসেছিলেন। বুধবার (২৪ মে)
তার মৃত্যু হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন<< হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল ১০০ কোটি টাকা, বিড়ম্বনায় দিনমজুর
জশবীর সিং তার বক্তব্যে আরও জানিয়েছেন,
নির্মাতার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আপাতত মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য
পাঠানো হয়েছে।