আজঃ বুধবার ০৮ মে ২০২৪
শিরোনাম

হৃদয় কিন্তু আপনার একটাই : মাকসুদা আক্তার প্রিয়তী

প্রকাশিত:সোমবার ৩০ নভেম্বর ২০২০ | হালনাগাদ:মঙ্গলবার ১৬ ফেব্রুয়ারী ২০২১ | অনলাইন সংস্করণ
Image

বাঙালি সমাজে মানুষদের মধ্যে যে একটা মূল উপাদানের ঘাটতি রয়েছে, তা হলো কোন পরিবর্তনকে গ্রহণ করা। তারা কেনো যেনো একই বুদ্বুদের ভিতর থাকতে চায় এবং অন্যদেরও রাখতে চায়। যেখানে প্রকৃতি নিজে পরিবর্তনশীল।

 

উদাহরণ গুলো যদি ছোট্ট পরিসর থেকেই শুরু করি, কেউ নতুন বিয়ে করে ব্যস্ত হয়ে পড়লে বলি, বিয়ের পর সে চেঞ্জ হয়ে গিয়েছে, আগের মতো আর নাই। কেউ নতুন চাকরি করা শুরু করলে বলি, চাকরীর পর থেকে সে চেঞ্জ হয়ে গিয়েছে, তার স্টাইল চেঞ্জ হয়েছে, আগের মতো আর সময় দেয় না , কিংবা কারোর সংসারে নতুন সন্তানের আগমন কিংবা কারোর সাথে প্রেম। সবচেয়ে বেশী মানুষের চেঞ্জের কথা বলি যখন কেউ দেশের বাইরে চলে যায় বা বিদেশ ফেরত। আমরা বেশীরভাগ সময়ে তাদের পরিবর্তন গ্রহণ করতে রাজী নই। আমরা চাই, আমি যেই জায়গায় আছি, ছিলাম, সেই ব্যাক্তিকেও সেই একই জায়গায় রাখতে। আমরা মাঝে মাঝে খোঁচা মেরে কথা বলা বা টিটকারি মেরে কথা বলাও ছাড়ি না।

 

কখনো ভাবিনি আমরা নিজেরা আসলে ঐ মুহূর্তে কোন স্টেটে অবস্থান করছি, কতখানি নিজে এগিয়েছি, কি নিজের থলিতে অর্জন করেছি।

 

আমরা আসলে ভাবি না, কেউ নতুন বিয়ে করলে বা প্রেম করলে বা সন্তানের আগমন হলে, জীবনের সেই নতুন সংযোজনের পর্বটি একটা বিশাল স্পেস নেয়, সেই ব্যক্তির নতুনের সাথে কোপ করতে হয়, নতুনের সাথে বেড়ে উঠতে হয়, নতুন কে সময় দিতে হয়, কম্প্রোমাইজ করতে হয় তার নিজের হেড স্পেসকেও। এটি সেই ব্যাক্তির জীবনে পরিবর্তনের ধাপ।

 

কেউ দেশের বাইরে গেলে/ থাকলে/ ফেরত আসলে সে শিখে, নতুন কালচার, নতুন ভাষা, নতুন সংস্কৃতি, নতুন করে জীবনচালনা/ পদ্ধতি, নতুন করে অনেক কিছু। তখন সেই ব্যাক্তি তার নিজের স্বভাব/ চরিত্রের আইডেন্টিটি অনুযায়ী নতুন উপদান রিপ্লেস করে পুরাতনের সাথে, অনেক কিছু যা তার প্রয়োজন নেই, তা ঝেরে ফেলে দিয়ে নতুনকে জায়গা করে দেয় ঠিক শরৎ ও বসন্তের মতো। এটা পরিবর্তনের নিয়ম।

 

এটা জরুরী নয় যে, আপনার কাছে ব্যক্তিগতভাবে সেই পরিবর্তন ভালো লাগলো কি লাগলো না। বিশ্বাস করুন, কেউ নিজের পরিবর্তনকে স্বাগত জানালে আপনার ব্যাক্তিগত অভিমতে তার কিছু আসে যায় না।  কিন্তু আপনি আরেকজনের পরিবর্তনকে গ্রহণ করে বা না করে আপনার মনের এবং জীবনের কি প্রভাব পড়ছে (নেগেটিভ/পজিটিভ অনুভূতি) সেটার উপর নজর দেয়া বেশী গুরুত্পূর্ণ , আপনার নিজের জন্য।

 

আপনার হৃদয়ে ভালোবাসায় পূর্ণ করার পরিবর্তে বিষাদ/ঘৃণা/হিংসা/বিতৃষ্ণা অনুভূতিগুলোকে বেশী জায়গা দিয়ে ভরিয়ে তুলছেন কিনা সেদিকে লক্ষ্য করুন, কারণ ক্ষতিটা কিন্তু আপনারই হবে, ঐ ব্যক্তির কিছুই হবে না যার পরিবর্তন হচ্ছে। হৃদয় কিন্তু আপনার একটাই, আর আপনার মস্তিষ্কে স্পেস কোন অনুভূতির ক্যামিক্যাল দিয়ে নিয়ন্ত্রণ করবেন তা-ও আপনার হাতে।

 

সময়, প্রকৃতি পরিবর্তনশীল, মানুষ তার সাথে সাথে নিজেকে ভাঙ্গে, গড়ে ... কেউ পজিটিভ্লি কেউ নেগেটিভ্লি... আপনি কোন ফর্মে নিজেকে পরিবর্তন করবেন বা গ্রহণ করবেন তা আপনারই নিয়ন্ত্রণে?


আরও খবর



তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোটের তারিখ ঘোষণা

প্রকাশিত:বুধবার ১৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ১১২ উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। আজ বুধবার (১৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ মে। যাচাই-বাছাই ৫ মে। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিস্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১৩ মে ও ভোট ২৯ মে।

জাহাংগীর আলম বলেন, ১১২ উপজেলার মধ্যে ২১ উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি ৯১ উপজেলায় ভোটগ্রহণ করা হবে ব্যালটে।


আরও খবর



অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত

প্রকাশিত:শুক্রবার ০৩ মে ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৩ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
রফিকুল ইসলাম, কুষ্টিয়া

Image

কুষ্টিয়ার মিরপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

শুক্রবার (৩ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তার নাম সাইদুর রহমান (৪৫)। তিনি উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইদুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি পরীক্ষার ডিউটি শেষ করে মোটরসাইকেল যোগে ক্যাম্পে ফিরছিলেন। দুপুর দেড়টার দিকে কাটদহচর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় রেলক্রসিং পারাপারের সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা দর্শনাগামী ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার তাকে ও মোটরসাইকেলটি টেনে নিয়ে যায় ট্রেনটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, রেলক্রসিং পার হওয়ার সময় মালবাহী ট্রেনের ধাক্কায় মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইদুর রহমানের মৃত্যু হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


আরও খবর



চীনের মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯

প্রকাশিত:বুধবার ০১ মে ২০২৪ | হালনাগাদ:বুধবার ০১ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে গভীর রাতে একটি মহাসড়কের একাংশ ধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অনেকেই। বুধবার (১ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় রাত ২টা ১০ মিনিটের দিকে মেইঝো শহর এবং ডাবু কাউন্টির মধ্যে সংযোগ স্থাপনকারী এস১২ হাইওয়ের ১৭.৯ মিটার (৫৮.৭ ফুট) প্রসারিত অংশ ধসে পড়ে। এতে ১৮টি গাড়িতে কয়েক ডজন লোক সেখানে আটকা পড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ১৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং ৩০ জনকে হাসপাতালে জরুরি সেবা দেয়া হচ্ছে। তবে হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের জীবন বর্তমানে ঝুঁকির মধ্যে নেই।

এদিকে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ঘটনার পরপরই উদ্ধার অভিযানে সহায়তার জন্য কর্তৃপক্ষ প্রায় ৫০০ জনকে ঘটনাস্থলে পাঠিয়েছে। তবে ঠিক কী কারণে মহাসড়কটি ধসে পড়েছে তা এখনো স্পষ্ট না।


আরও খবর



ইসরায়েলে হামলার নিন্দা জানালেন বাইডেন

প্রকাশিত:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৪ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ইসরায়েলের মাটিতে সরাসরি হামলা চালিয়েছে ইরান। শনিবার (১৩ এপ্রিল) গভীর রাতে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তবে ইরানের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর ইরানের হামলার বিষয়ে এক বিবৃতি জারি করেছেন বাইডেন। এতে তিনি ইরানের হামলার তীব্র নিন্দা জানান।

বাইডেন বলেছেন, প্রায় সব ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে আগেই সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। তাছাড়া ইসরায়েলের নিরাপত্তার ব্যাপরেও তিনি অঙ্গীকার প্রকাশ করেন। যুক্তরাষ্ট্রের সেনা বা অবকাঠামোতে কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে যে কোনো ধরনের হুমকির ব্যাপারে আমরা সতর্ক থাকবো।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা।

ইরানের হামলা শুরু হওয়ার পরই তেল আবিব ও জেরুজালেমসহ ইসরায়েলজুড়ে সতর্ক সংকেত বাজানো হয়। তবে এঘটনায় এখনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে অনেকেই আহত হয়েছেন।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানীতে ইরানি কনস্যুলেটে হামলায় ইরানের দুই জেনারেলসহ ১৩ জন নিহত হন। কেউ দায়ভার স্বীকার না করলেও এ হামলা ইসরায়েল চালিয়েছে বলেই মনে করা হচ্ছে। এ ঘটনার পরপরই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় তেহরান।


আরও খবর



মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

প্রকাশিত:রবিবার ২১ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ২১ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
মীর ইমরান, মাদারীপুর

Image

মাদারীপুরের রাজৈরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।

রোববার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে রাজৈর উপজেলার আলমদস্তা বড় ব্রিজ এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি রাজৈর উপজেলার আলমদস্তা বড় ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী কাজী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের কমপেক্ষ ৩০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন আহত যাত্রীদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মুখোমুখি সংঘর্ষে বাস দুটির চালক আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার গণমাধ্যমকে বলেন, দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বেশি কিছু যাত্রী আহত হয়েছেন। তবে নিহতের খবর পাওয়া যায়নি। বাস দুটির চালক ভেতরে আটকা পড়েছিল। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা তাদের উদ্ধার করি।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর