আজঃ বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪
শিরোনাম

ইতিহাসে আজকের এই দিনে: ১৫ আগস্ট

প্রকাশিত:সোমবার ১৫ আগস্ট ২০২২ | হালনাগাদ:সোমবার ১৫ আগস্ট ২০২২ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

১৫ আগস্ট, ২০২২ ইংরেজি। রোজ সোমবার।

৩১ শ্রাবণ, ১৪২৯, বঙ্গাব্দ।

১৬ মহররম, ১৪৪৪ হিজরী।

১৫ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২৭ তম

( অধিবর্ষে ২২৮ তম ) দিন। বছর শেষ হতে আরো ১৩৮ দিন বাকি রয়েছে।

ইতিহাসের প্রতিটি দিনেই ঘটে কিছু না কিছু যুগান্তকারী ঘটনা। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস।

পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণীজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই।

মানব জীবনের প্রতিদিনকার বেশ কিছু বাস্তবতা কিংবা ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। ইতিহাস জাতীয় জীবনে সবসময় গুরুত্ব বহন করে।

একদিন ২৪ ঘন্টা, ১৪৪০ মিনিট, ৮৬ হাজার ৪০০ সেকেন্ড, সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা।

চলুন তাহলে জেনে নেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা,

বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু এবং দিবস সমূহ।

ইতিহাসে_আজকের_ঘটনাবলী:

*  ১২৮১ জাপান আক্রমণ করতে গিয়ে কুবলাই খানের নৌবহর ঝড়ে পতিত হয়ে ধ্বংস হয়। ইতিহাসে এ ঘটনা ডিভাইন উইন্ড বা দৈব বাতাস বলে পরিচিত।

*  ১৮৫৪ বাংলায় প্রথম রেলপথ স্থাপন।

*  ১৮৭২ ইংল্যান্ডে প্রথম গোপন ব্যালটে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

*  ১৮৭৫ ব্রিটিশবিরোধী রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান লীগের জন্ম।

*  ১৮৮৯ কলকাতায় মোহনবাগান ভিলায় মোহনবাগান কাব প্রতিষ্ঠিত হয়।

*  ১৯৪১ পানামা খালের আনুষ্ঠানিক উদ্বোধন।

*  ১৯৪৭ পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ গভর্ণর জেনারেলর হিসাবে শপথ গ্রহণ করেন।

*  ১৯৪৭ ব্রিটিশ শাসন হতে মুক্তি পেয়ে ভারত স্বাধীন রাষ্ট্র হিসাবে জন্ম নেয়।

*  ১৯৪৮ কোরিয় উপদ্বীপ বিভক্ত হয়ে দক্ষিণ কোরিয়া স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।

*  ১৯৬০ আফ্রিকার দেশ কঙ্গো ফরাসী উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷

*  ১৯৪৭ ভারতে ব্রিটিশ শাসনে অবসান হয় ও ভারত স্বাধীনতা লাভ করে।

*  ১৯৬৫ ভারতে প্রথম দূরদশর্ন প্রদর্শিত হয়।

*  ১৯৭৫ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সৌদি আরব।

*  ১৯৭৫ সেনা অভ্যুত্থানে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সপরিবারে নিহত হন।

*  ২০০৫ ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনীদের প্রতিরোধের মুখে গাজা উপত্যকা থেতে পিছু হটতে বাধ্য হয়৷

*  ২০০৬ বাংলাদেশের কাছে পরপর দুইবার হোয়াইট ওয়াশ হয় কেনিয়া।

*  ২০০৮ ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে নারীদের ১০০০০মিটার দৌড়ের ফাইনালে তিরুনেশ দিবাবা ২৯:৫৪.৬৬ সময়ে নতুন অলিম্পিক রেকর্ড স্থাপন করেন।একই দিনে মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হবার সাথে সাথে মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

ইতিহাসে_আজকে_যাদের_জন্ম:

*  ১৭৭১ জন্মগ্রহণ করেছিলেন ওয়াল্টার স্কট, তিনি ছিলেন স্কটল্যান্ডীয় ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি।

*  ১৮৭২ জন্মগ্রহণ করেছিলেন অরবিন্দ ঘোষ, তিনি ছিলেন বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মিক সাধক এবং দার্শনিক।

*  ১৮৭৩ জন্মগ্রহণ করেছিলেন রমাপ্রসাদ চন্দ , তিনি ছিলেন ভারতীয় বাঙালি ইতিহাসবিদ এবং পুরাতত্ত্ববিদ।

*  ১৮৭৯ জন্মগ্রহণ করেছিলেন ইথেল ব্যারিমোর, তিনি ছিলেন মার্কিন অভিনেত্রী, অস্কার বিজয়ী।

*  ১৮৯২ জন্মগ্রহণ করেছিলেন লুই দ্য ব্রোয়ি, তিনি ছিলেন ফরাসি পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

*  ১৮৯৫ জন্মগ্রহণ করেছিলেন গোপালচন্দ্র ভট্টাচার্য , তিনি ছিলেন বাঙালি প্রকৃতিপ্রেমিক ও স্বভাববিজ্ঞানী।

*  ১৯০০ জন্মগ্রহণ করেছিলেন সন্তোষ কুমার মিত্র, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী শহীদ।

*  ১৯১২ জন্মগ্রহণ করেছিলেন আমির খাঁ, তিনি ছিলেন ভারতীয় সঙ্গীতশিল্পী।

*  ১৯১২ জন্মগ্রহণ করেছিলেন ওয়েন্ডি হিলার, তিনি ছিলেন ইংরেজ অভিনেত্রী, ডেম উপাধি প্রাপ্ত ও অস্কার বিজয়ী।

*  ১৯১৫ জন্মগ্রহণ করেছিলেন সত্যেন্দ্রনাথ মৈত্র, তিনি ছিলেন সারা ভারতে আধুনিক রীতিতে সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ।

*  ১৯১৭ জন্মগ্রহণ করেছিলেন খোদেজা খাতুন, তিনি ছিলেন বাংলাদেশী শিক্ষাবিদ, লেখক ও সমাজ কর্মী।

*  ১৯২২ জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ ওয়ালীউল্লাহ, তিনি ছিলেন একজন বাঙালি কথাশিল্পী।

*  ১৯২৬ জন্মগ্রহণ করেছিলেন সুকান্ত ভট্টাচার্য, তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার কিশোর কবি।

*  ১৯৩৭ জন্মগ্রহণ করেছিলেন নয়ীম গহর, তিনি ছিলেন বাংলাদেশী গীতিকার।

*  ১৯৪৫ জন্মগ্রহণ করেছিলেন আল্যাঁ জুপে, তিনি ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।

*  ১৯৪৫ জন্মগ্রহণ করেছিলেন বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশী রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপারসন, সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী।

*  ১৯৪৭ জন্মগ্রহণ করেছিলেন রাখী গুলজার, তিনি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

*  ১৯৫১ জন্মগ্রহণ করেছিলেন লায়লা আরজুমান বানু, তিনি বাংলাদেশী রাজনীতিবিদ।

*  ১৯৬৮ জন্মগ্রহণ করেছিলেন আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, তিনি বাংলাদেশী রাজনীতিবিদ।

*  ১৯৮৯ জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বর পাণ্ডে, তিনি ভারতীয় ক্রিকেটার।

ইতিহাসে_আজকে_যাদের_মৃত্যু:

*  ০৭৬৭ মৃত্যুবরণ করেন আবু হানিফা, তিনি ছিলেন ফিকহশাস্ত্রের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ এবং হিজরী প্রথম শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্ব।

*  ১৮৩৬ মৃত্যুবরণ করেন গার্সিয়া ডেলেডা, তিনি ছিলেন ইতালীয় নোবেল বিজয়ী লেখক।

*  ১৯১০ মৃত্যুবরণ করেন ভাই গিরিশ চন্দ্র সেন, তিনি ছিলেন ইসলামবিষয়ক পন্ডিত ও ব্রাম্মধর্ম-প্রচারক।

*  ১৯৪২ মৃত্যুবরণ করেন মহাদেব দেশাই, তিনি ছিলেন মহাত্মা গান্ধীর পারসনাল সেক্রেটারি।

*  ১৯৬০ মৃত্যুবরণ করেন এরল হোমস, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।

*  ১৯৭৫ মৃত্যুবরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি।

*  ১৯৭৫ মৃত্যুবরণ করেন বেগম ফজিলাতুন্নেসা, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম ফার্স্ট লেডি এবং প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্ত্রী।

*  ১৯৭৫ মৃত্যুবরণ করেন শেখ কামাল, তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ঢাকা আবাহানী লিমিটেডের প্রতিষ্ঠাতা।

*  ১৯৭৫ মৃত্যুবরণ করেন শেখ জামাল, তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ও বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার।

*  ১৯৭৫ মৃত্যুবরণ করেন শেখ রাসেল, তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র।

*  ১৯৭৫ মৃত্যুবরণ করেন সুলতানা কামাল খুকী, তিনি ছিলেন বাংলাদেশী ক্রীড়াবিদ।

*  ১৯৭৫ মৃত্যুবরণ করেন আবদুর রব সেরনিয়াবাত, তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতিবিদ এবং প্রাক্তন ভূমি প্রশাসন, ভূমি সংস্কার ও ভূমি রাজস্ব ও বন্যানিয়ন্ত্রণ, পানিসম্পদ ও বিদ্যুৎ মন্ত্রী।

*  ১৯৭৫ মৃত্যুবরণ করেন শেখ ফজলুল হক মনি, তিনি ছিলেন বাংলাদেশী রাজনীতিবিদ, সাংবাদিক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা।

*  ১৯৯৪ মৃত্যুবরণ করেন হরপ্রসাদ মিত্র, তিনি ছিলেন বাঙালি কবি ও সাহিত্য সমালোচক।

*  ১৯৭৮ মৃত্যুবরণ করেন বাণীকুমার নামে সুপরিচিত বৈদ্যনাথ ভট্টাচার্য, তিনি ছিলেন ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, গীতিকার, প্রযোজক ও নাট্য পরিচালক।

*  ২০২০ মৃত্যুবরণ করেন মুর্তজা বশীর, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী।

ইতিহাসে_আজকে_দিবস_সমূহ_ও_অন্যান্য:

*  আজ জাতীয় শোক দিবস ( বাংলাদেশ ) ।

*  আজ স্বাধীনতা দিবস ( বাহরাইন ) ।

*  আজ স্বাধীনতা দিবস ( ভারত ) ।

*  আজ স্বাধীনতা দিবস ( দক্ষিণ কোরিয়া ) ।


আরও খবর
ইতিহাসে আজকের এই দিনে

শুক্রবার ২৬ জানুয়ারী ২০২৪

২৫ জানুয়ারি : ইতিহাসে আজকের এই দিনে

বৃহস্পতিবার ২৫ জানুয়ারী ২০২৪




ভোলায় ঘূর্ণিঝড়ে নিহত ২, শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

প্রকাশিত:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
ভোলা প্রতিনিধি

Image

ভোলা জেলার লালমোহন, মনপুরা ও তজুমদ্দিন উপজেলায়  আজ সকালে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক বাড়ি-ঘর, গাছপালা, বিদ্যুৎ লাইন, মাঠের ফসল  ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ আকস্মিক ঝড়ে লালমোহন উপজেলায় ঘর চাপা পড়ে হারিস (৬৮) ও বজ্রপাতে বাচ্চু (৪০) নিহত হন।

নিহত দুজনের পরিবারকে সরকারিভাবে ২৫ হাজার করে  মোট ৫০ হাজার টাকা প্রদান করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, আজকের ঝড়ে লালমোহন উপজেলায় দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বদরপুর ইউনিয়নে হারিস ঘর চাপা পড়ে মারা গেছেন। তার বাড়ি ফরাজগঞ্জ ইউনিয়নে। তিনি ভিক্ষা করতেন। এছাড়া  চরভুতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামে বজ্রপাতে বাচ্চু নামে একজন নিহত হয়েছেন।

তিনি জানান, লালমোহন উপজেলায় বেশ কিছু বাড়িঘর আংশিক ও সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। বিদ্যুতের তারে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, ঝড়ে লালমোহন উপজেলায় নিহত দুজনের পরিবারকে জনপ্রতি ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হবে। প্রাথমিকভাবে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রচুর গাছপালার ক্ষতি হয়েছে। বিশেষ করে তজুমদ্দিন, মনপুরা ও লালমোহন উপজেলায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি জানান,  ইতোমধ্যে প্রাথমিকভাবে লালমোহন উপজেলায় ৮ মেট্রিক টন চাল, মনপুরায় ৫ মেট্রিক টন চাল ও তজুমদ্দিনে ৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের কাজ চলছে।


আরও খবর



হিটস্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত:সোমবার ২২ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ২২ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

ঢাকা মেডিকেল নার্সিং কলেজের পেছনের রাস্তায় আব্দুল আওয়াল (৪৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে- হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে ওই রিকশা চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) সুমন বসাক বলেন, খবর পেয়ে ঢাকা নার্সিং কলেজের পেছনের রাস্তা থেকে অচেতন অবস্থায় ওই রিকশা চালককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ওই রিকশা চালক রিকশা চালিয়ে এসে নার্সিং কলেজের পেছনে কাঁপতে কাঁপতে রাস্তায় পড়ে অচেতন হয়ে যায়। পরে দ্রুত হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। ধারণা করা হচ্ছে- প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. কিশোর কুমার বলেন, এক রিকশা চালককে মৃত অবস্থায় পেয়েছি। তবে তার মৃত্যু হিট স্ট্রোকে হয়েছে কিনা ময়নাতদন্তের পর জানা যাবে।  


আরও খবর



বিরল সূর্যগ্রহণ কখন কোথায় দেখা যাবে জানাল নাসা

প্রকাশিত:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৭ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

Image

একটি বিরল মহাকাশীয় ঘটনার বাকি আর মাত্র একদিন। আগামী ৮ এপ্রিল উত্তর আমেরিকায় পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। এদিন সূর্যের পথে চলে আসবে চাঁদ এবং আলোকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেবে। ফলে উত্তর আমেরিকার আকাশ সম্পূর্ণ অন্ধকার হয়ে যাবে। এই ধরণের ঘটনা অন্তত আগামী ২০ বছরে আর ঘটবেনা।

লাইভ সায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আমেরিকার ১৫টি রাজ্যে চার মিনিটের জন্য ভয়ঙ্কর অন্ধকারের এই অভিজ্ঞতা পাওয়া যাবে। তবে সমস্ত আমেরিকান তাদের নিজ নিজ রাজ্য থেকে আংশিক গ্রহণ দেখতে পারবে।

নাসার মতে, এদিন সূর্যগ্রহণটি আংশিক গ্রহণ হিসেবে শুরু হবে এরপর সম্পূর্ণ সূর্যগ্রহণে পরিণত হবে। পরে আবার আংশিক গ্রহণ হিসেবে শেষ হবে। এটি টেক্সাসের ডালাস শহরে ১২টা ২০ মিনিটে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। দুপুর ১টা ৪০ মিনিটে চার মিনিটের জন্য পূর্ণ সূর্যগ্রহণের দেখা মিলবে।

এছাড়া, ওকলাহোমার ইডাবেলে দুপুর ১টা ৪৫ মিনিটে, আরকানসাসের লিটল রকে দুপুর ১টা ৫১ মিনিটে, পপলার ব্লাফে দুপুর ১টা ৫৬ মিনিটে, কেন্টাকির পাদুকাহে দুপুর ২টায়, ইলিনয়ের কার্বনডেলে দুপুর ১টা ৫৯ মিনিটে, ইন্ডিয়ানার ইভান্সভিলে দুপুর ২টা ২ মিনিটে, ওহাইও এর ক্লিভল্যান্ডে বিকেল ৩টা ১৩ মিনিটে, পেনসিলভেনিয়ার এরিতে বিকেল ৩টা ১৬ মিনিটে, নিউইয়র্কের বাফেলোয় বিকাল ৩টা ১৮ মিনিটে, ভারমন্টের বার্লিংটনে বিকাল ৩টা ২৬ মিনিটে, নিউ হ্যাম্পশায়ারের ল্যাঙ্কাস্টারে বিকাল ৩টা ২৭ মিনিটে ও মেইনের ক্যারিবউয়ে বিকাল ৩টা ৩২ মিনিটে চার মিনিটের জন্য পূর্ণ সূর্যগ্রহণ দেখা দেবে।

নিউজ ট্যাগ: সূর্যগ্রহণ

আরও খবর



আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের আবু রায়হান

প্রকাশিত:সোমবার ০৮ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৮ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ১১ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে আবু রায়হান পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ মিলিয়ন ফ্রান্ক বা ১৬ হাজার ৬০০ শত মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৯ লাখ টাকা।

এই কেরাত প্রতিযোগিতায় ৩০টি দেশকে পেছনে ফেলে প্রথম হয়েছেন তিনি।

রবিবার (৭ এপ্রিল) স্থানীয় সময় রাত ১০টায় চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

গত ২ এপ্রিল প্রতিযোগিতায় অংশ নিতে সেনেগালের উদ্দেশে রওনা দেন হাফেজ আবু রায়হান। তিনি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার একজন শিক্ষার্থী।

গত ডিসেম্বরে লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের বাছাইপর্ব। সেখানে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ নির্বাচিত করে রায়হানকে। মূল প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে মিসর ও সেনেগালের প্রতিযোগী।

২০১৮ সালে কাতারে অনুষ্ঠিত টেলিভিশনভিত্তিক রিয়েলিটি শো তিজানুন নূর তথা জিম টিভিতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছিলেন রায়হান।

আবু রায়হানের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে। তার কোরআন পড়ার সূচনা হয় মুফতি আবদুল কাইয়ুম প্রতিষ্ঠিত বল্লভদী আল ইসরাহ একাডেমি মাদরাসায়। তিনি মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার ছাত্র।


আরও খবর



ঈদে সংবাদপত্রেও মিলতে পারে টানা ৬ দিনের ছুটি

প্রকাশিত:রবিবার ৩১ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ৩১ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা এবারের ঈদুল ফিতরে টানা ৬ দিনের ছুটি পেতে পারেন। বিষয়টি নিয়ে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) আলোচনা চলছে।

নোয়াবের কোষাধ্যক্ষ ও মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী গণমাধ্যমকে বলেন, ঈদের ছুটির মধ্যে একদিনের ব্যবধানে পহেলা বৈশাখ পড়েছে। তাই মাঝে ১৩ এপ্রিল বিশেষ ছুটি দেওয়া যায় কি না তা নিয়ে আলোচনা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

সাধারণত সংবাদপত্র কর্মচারীরা সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ছুটি ভোগ করেন। সেই হিসেবে এবার ঈদে সরকারি ছুটি ১০ থেকে ১২ এপ্রিল। তবে, ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সরকারি ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সেটি হলে ৯ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হয়ে ১২ এপ্রিল শেষ হবে। এরপর ১৩ এপ্রিল সংবাদপত্রে অফিস খোলা থাকলেও ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি। এ অবস্থায় নোয়াব যদি ১৩ এপ্রিল ছুটি ঘোষণা করে তাহলে ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিন ছুটি পাবেন সংবাদকর্মীরা।

এদিকে, এবার সরকারি চাকরিজীবীরা টানা ১০ দিন ঈদে ছুটি পেতে পারেন। অর্থাৎ সরকারি ক্যালেন্ডারে ঈদের ছুটি ধরা হয়েছে ১০, ১১ ও ১২ এপ্রিল। ঈদের ছুটির পর ১৩ এপ্রিল শনিবার ও ১৪ এপ্রিল নববর্ষের ছুটি।

এ ছাড়া ঈদের আগে ৫ ও ৬ এপ্রিল সাপ্তাহিক ও ৭ এপ্রিল শবে কদরের ছুটি। ফলে ৮ ও ৯ এপ্রিল ছুটি পেলে সরকারি চাকরিজীবীরা টানা ১০ দিন পাবেন। এরমধ্য ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করা হয়েছে।


আরও খবর