
বছর পাঁচেক আগে যেদিন ন্যু ক্যাম্পে শেষ
ম্যাচটি খেলেছিলেন– সেদিন সবাই চলে যাওয়ার পর খালি মাঠে বসে
কেঁদেছিলেন আন্দ্রে ইনিয়েস্তা। বৃহস্পতিবারও কাঁদলেন তিনি। এবার জাপানকে বিদায় বলেছেন
ইনিয়েস্তা।
ভিসেল কোবের হয়ে ১ জুলাই লিগের শেষ ম্যাচটি
খেলতে নামছেন তিনি। তার আগে গণমাধ্যমকে বলেন, এত বছর এখানে কাটানোর পর বার্সেলোনার
আপন ঠিকানায়?
আরও পড়ুন<< এশিয়া কাপের চূড়ান্ত সিদ্ধান্ত ২৮ মে
শোনা যাচ্ছে, সৌদি আরবের একটি ক্লাব থেকে
নাকি লোভনীয় প্রস্তাব রয়েছে বিশ্বকাপজয়ী স্পেনের সাবেক এই মিডফিল্ডারের। সংবাদ সম্মেলনে
জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। উত্তরে ইনিয়েস্তা– আমি আপনাদের সত্য কথা বলছি, আমি আসলেই
জানি না এর পর কোথায় খেলব।
কিছুদিন আগেই চল্লিশে পা রেখেছেন ইনিয়েস্তা। বয়সের একটা ছাপ মাঠে পড়েছে তো অবশ্যই। কোবের হয়ে এই মৌসুমে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। কোচ তাকাউকি উসুহিদাই আর চাচ্ছেন না ইনিয়েস্তাকে। কোচের নতুন পরিকল্পনায় অনেক কিছুই বদলেছে। তাঁর সেই সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।