আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

ঝিনাইগাতীতে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত:রবিবার ১৪ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৪ মে ২০২৩ | অনলাইন সংস্করণ
মো. নাজমুল হোসাইন, শেরপুর

Image

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে জরিপ আলী (৭২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রোববার (১৪ মে) সকালে উপজেলার নলকুড়া গ্রামে নিজ বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার রাত ১ টার দিকে জরিপ আলী নিজ ঘরের ছিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। জরিপ আলী নলকুড়া গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে। রোববার সকালে খবর পেয়ে পুলিশ জরিপ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আরও খবর