আজঃ রবিবার ০২ এপ্রিল 2০২3
শিরোনাম

খাগড়াছড়িতে কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত ২

প্রকাশিত:মঙ্গলবার ২৩ আগস্ট ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ আগস্ট ২০২২ | ১০৩০জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

খাগড়াছড়িতে কাঠ বোঝাই ট্রাক উল্টে দুই জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে গুইমারার তৈকর্মাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোহাম্মদ রাজু ও মোহাম্মদ ইলিয়াস।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রশিদ আহমেদ বলেন, সকাল সাড়ে ৭টায় কাঠবোঝাই ট্রাকটি তৈকর্মা এলাকায় উল্টে সড়কের পাশে পড়ে যায় । এসময় ট্রাকের উপরে থাকা কাঠ বোঝাই করার শ্রমিকরা এর নিচে চাপা পড়েন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনুর আলম জানান, ট্রাকটি উল্টে পড়ে এ দুর্ঘটনা ধটে। এতে দুই জন নিহত ও চালকসহ ৮ জন আহত হয়েছেন। বর্তমানে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের চিকিত্সা চলছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিউজ ট্যাগ: খাগড়াছড়ি

আরও খবর