আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

কিশোরগঞ্জে মিলল গাঁজার বালিশ!

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ | ৫৩০জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

কিশোরগঞ্জের ভৈরবে এবার বালিশের ভেতর ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম রুহুল আমিন।

বুধবার বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট-ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। রুহুল আমিন কুমিল্লা সদর থানার আবদুর রহমানের ছেলে।

ভৈরব থানার পরিদর্শক (অপারেশন) মো. কায়ছার আহমেদ জানান, রুহুল আমিন অভিনব কায়দায় বালিশের ভেতর ৩ কেজি গাঁজা ভরে যাত্রীবেশে ঢাকা যাচ্ছিলেন। পুলিশ তাকে বাস থেকে আটক করে।  এ ব্যাপারে থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

নিউজ ট্যাগ: গাঁজার বালিশ

আরও খবর