আজঃ সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওরে বজ্রপাতে জেলের মৃত্যু

প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | পত্রিকায় প্রকাশিত
কিশোরগঞ্জ প্রতিনিধি

Image

কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাহাদুরপুর হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে জাহাঙ্গীর আলম (১৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর আলম অষ্টগ্রাম ইউনিয়নের আড়ারপাড় গ্রামের আরজুদ আলীর ছেলে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর হাওরে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর বড়হাটি গ্রামের হারিছ মিয়া গত মঙ্গলবার রাতে হাওরে মাছ ধরার জাল পেতে রাখেন। বুধবার সকালে তাঁর শ্যালক জাহাঙ্গীরকে নিয়ে নৌকা দিয়ে জাল উত্তোলন করতে যান হাওরে।

হারিছ পানিতে নেমে জাল উত্তোলন করার সময় জাহাঙ্গীর উপরে বসে নৌকা নিয়ন্ত্রণ করছিল। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ আকাশে মেঘ করে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতের আঘাতে জাহাঙ্গীর নৌকা থেকে পড়ে পানিতে নিখোঁজ হন।

পরে, স্বজনরা ও হাওরে থাকা নৌকার অন্য জেলেরা মিলে অনেক খোঁজাখুজিঁ করে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে, অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আমিনুল ইসলাম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে।

নিউজ ট্যাগ: কিশোরগঞ্জ

আরও খবর



রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা পাকিস্তানে

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২২ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে পাকিস্তানের বিপর্যয় সামাল দেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় দিনেও দাঁড়িয়ে যান এই দুই ব্যাটার। টাইগার বোলারদের পাত্তা না দিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই দুই পাক ব্যাটার। শাকিল-রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৪৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান।

প্রথম দিন শেষে শাকিল ৫৭ ও রিজওয়ান ২৪ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে খেলতে নেমে দারুণ ব্যাটিং করেন এই দুই ব্যাটার। বাংলাদেশের বোলারদের হতাশ করে দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোটায় নিজেদের করে নেয় পাকিস্তান। এতে দুইশো পেরিয়েছে পাকিস্তান।

সেইসঙ্গে ফিফটি তুলে নেন রিজওয়ান। ফিফটির পর রানের চাকা সচল রাখেন রিজওয়ান-শাকিল। এরপরও টাইগার বোলারদের পাত্তা না দিয়ে সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। ১৪৩ বলে তিন অংকের ঘর স্পর্শ করেন তিনি।  এটি রিজওয়ানে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক।

রিজওয়ানের পর সেঞ্চুরির দেখা পান শাকিল। ১৯৫ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি। এরপরও রানের চাকা সচল রাখেন তারা। দলীয় ৩৫৪ রানে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মেহেদি হাসান মিরাজ। ২০১ বলে ১৩৭ রান করে শাকিল আউট হলে ২৪০ রানের জুটি ভাঙে।

এরপর ক্রিজে আসা আঘা সালমানকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রিজওয়ান। দেড়শো রান পূর্ণ করেন তিনি। তবে দলীয় ৩৯৮ রানে ৬৩ বলে ১৯ রান করে আউট হন সালমান। তাকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান।

এরপর ক্রিজে আসা শাহীন আফ্রিদিকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন রিজওয়ান। শেষ পর্যন্ত ১১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। রিজওয়ান ২৩৯ বলে ১৭১ ও শাহীন ২৪ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।


আরও খবর



চিকিৎসককে ধর্ষণের পর হত্যা, বিক্ষোভে উত্তাল ভারত

প্রকাশিত:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৩ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

কলকাতার এক হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদে উত্তাল ভারত। বিক্ষোভের পাশাপাশি কর্মবিরতি পালন করছেন দেশটির চিকিৎসকরা। হাসপাতালগুলোতে সীমিত আকারে শুধু জরুরি চিকিৎসা দিচ্ছেন তারা।

সোমবার চিকিৎসকদের সংগঠন দ্য ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (ফোরডা) হাসপাতালগুলোতে কর্মবিরতির ঘোষণা দেয়। এ সংক্রান্ত একটি চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকেও পাঠিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা।

চিঠিতে কর্তব্যরত চিকিৎসকের সম্ভ্রম ও জীবন রক্ষায় ব্যর্থতার জন্য ফোরডা সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করা হয়েছে। একইসঙ্গে বিক্ষোভরত চিকিৎসকদের ওপর যেন কোনো ধরনের দমন-পীড়ন চালানো না হয় এবং অপরাধীদের বিচারে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, সেই দাবিও জানায় সংগঠনটি।

চিকিৎসকদের কর্মবিরতির ফলে কলকাতার বেশিরভাগ হাসপাতালের কার্যক্রম বিঘ্নিত হয়েছে। অসংখ্য রোগী ও তাদের আত্মীয়স্বজন বিক্ষোভের কারণে বিপাকে পড়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি আর জি কর হাসপাতালের চারতলায় দায়িত্ব পালন শেষে বিশ্রাম নেওয়া এক চিকিৎসকের (৩১) মরদেহ পাওয়া যায়। সেদিন থেকেই ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ তুলেন সহকর্মীরা।


আরও খবর



ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৮

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
স্বাস্থ্য ডেস্ক

Image

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হলো ৭৪ জনের। এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৮ জন।

যার মধ্যে ঢাকার ১২০ জন, চট্টগ্রামের ৫০ জন, বরিশালের ৪২ জন, খুলনার ৯ জন, ময়মনসিংহের ছয় ও রাজশাহীর এক জন।

বুধবার ২৩৩ রোগী শনাক্তের সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ১৩৮ জন পুরুষ ও ৯০ জন নারী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আট হাজার ৯৩০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা চার হাজার ৪৫৩ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন চার হাজার ৪৭৭ জন।

দেশের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

২০২২ সালে ডেঙ্গুতে দেশে ২৮১ জন মারা যান। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গু সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে এডিস মশাবাহী এই রোগে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। সে বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিলো।


আরও খবর
ডেঙ্গুতে ৮ মাসে মারা গেছেন ৯২ জন

রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪




পিরোজপুরে চার যুবদল নেতা বহিষ্কার

প্রকাশিত:রবিবার ১১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
মশিউর রহমান রাহাত, পিরোজপুর

Image

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসানসহ চার নেতাকে বহিষ্কার করেছেন যুব দলের কেন্দ্রীয় কমিটি। 

শনিবার (১০ আগস্ট) রাতে দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন-জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসান, যুগ্ম আহ্বায়ক শেখ বদিউজ্জামান রুবেল, যুগ্ম আহ্বায়ক মো.রিয়াজ শিকদার, জেলার ভান্ডারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব শামিম হাওলাদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত মোতাবেক তাদের দলীয় পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে। এতে বলা হয়েছে - বহিষ্কৃত নেতাদের অপকর্মের কোনো দায় দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল ও তার ভাই পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজীর বাড়িসহ বিভিন্ন স্থানে অগ্নি সংযোগ ও ভাঙচুরসহ লুটপাটের অভিযোগ আনা হয়। এছাড়া জিয়াউল আহসানের গাড়ি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পরবর্তীতে জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন গাড়ীর ড্রাইভারের কাছে গাড়ির চাবি হস্তান্তর করে গাড়িটি ফেরত দেন। 

জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসান বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। আমি ষড়যন্ত্রের শিকার।


আরও খবর



কারাগারে সাংবাদিক দম্পতি শাকিল-রুপা

প্রকাশিত:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
আদালত প্রতিবেদক

Image

রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাংবাদিক দম্পতি একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক-উপস্থাপক ফারজানা রুপাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন দ্বিতীয় দফার রিমান্ড শেষে তাদের আদালতে হাজিরা করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষ তাদের জামিন চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২১ আগস্ট শাহজালাল বিমানবন্দর থেক শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন ২২ আগস্ট উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে গত ২৬ আগস্ট রুবেল হত্যা মামলায় তাদের আরও পাঁচদিনের রিমান্ডে পাঠানো হয়।

ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করেন। এসময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষক লীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হন। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস ও ব্যারিস্টার সায়েদুল হক সুমন।


আরও খবর