আজঃ শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

কমল সোনার দাম

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে বলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি জানায়।

নতুন দাম অনুযায়ী সব থেকে ভালো মানের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ২৮৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ৯৯ হাজার ৯৬০ টাকা। র আগে ২৫ আগস্ট ভালো মানের এক ভরি সোনার দাম ২ হাজার ২২২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয় এক লাখ এক হাজার ২৪৪ টাকা।

এক মাসের বেশি সময় ধরে রেকর্ড এই দামে দেশের বাজারে সোনা বিক্রি হয়েছে। এক মাস পর এখন দাম কিছুটা কমানো হলো। অবশ্য সোনার গয়না কিনতে ক্রেতাদের বাজুস নির্ধারিত দামের থেকেও বাড়তি অর্থ গুণতে হবে। কারণ বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে সোনার গয়না বিক্রি করা হয়। এর সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী ভালো মানের এক ভরি সোনার গয়না কিনতে ক্রেতাদের এক লাখ ৮ হাজার ৪৫৭ টাকা গুণতে হবে।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২৮৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯৬০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২২৪ টাকা কমিয়ে ৯৫ হাজার ৪১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪৯ টাকা কমিয়ে ৮১ হাজার ৭৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৮ হাজার ১১৮ টাকা।

এখন সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা এক হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।


আরও খবর



সাকিবের বছরে আয় সাড়ে ৫ কোটি, ঋণ সাড়ে ৩৩ কোটি

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
খুলনা প্রতিনিধি

Image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্রিকেটার সাকিব আল হাসান। তাঁর দেওয়া হলফনামার তথ্যমতে তার বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লক্ষ ৭১ হাজার ২৬২ টাকা।

অন্যদিকে, হলফনামায় নিজের দায় হিসেবে সিকিউরিটিজ এর বিপরীতে ব্যাংক থেকে নেওয়ার ঋণের পরিমাণ উল্লেখ করেছেন যথাক্রমে ৩১ কোটি ৯৮ লক্ষ ৬১ হাজার ৩৮২ এবং ১ কোটি ৫০ লক্ষ ২০ হাজার ৩৬৩ টাকা উল্লেখ করা হয়েছে।

মাগুরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্রের সঙ্গে দাখিলকৃত প্রার্থীদের হলফনামায় সংযুক্ত তথ্য যাচাই করে থেকে দেখা গেছে, সাকিব শুধু ক্রিকেট খেলেই প্রতি বছর আয় করেন ৫ কোটি ৩২ লক্ষ ৭৪ হাজার ৭৬৯ টাকা। এছাড়া শেয়ার বাজারে আমানত থেকে বছরে আয় করেছেন ২২ লক্ষ ৯৬ হাজার ৪৯৩ টাকা।

হলফনামায় সাকিব অস্থাবর সম্পদের বিবরণীতে বৈদেশিক মুদ্রার পরিমাণ দেখিয়েছেন ২৪ হাজার ২৬১ আমেরিকান ডলার। এছাড়া ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তাঁর বিনিয়োগ রয়েছে ৪৩ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ৮৭৪ টাকা। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর জমার পরিমাণ ১১ কোটি ৫৬ লক্ষ ৯৯ হাজার ৮৭৬ টাকা।

স্থাবর সম্পত্তিতে ২৫ ভরি স্বর্ণালঙ্কারের কথা উল্লেখ থাকলেও হলফনামায় স্ত্রীর কোনো সম্পদের বর্ণনা দেওয়া হয়নি। তবে নিজের ঘরে প্রায় ১৩ লক্ষ টাকার টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কেবিনেট, খাট, আলমারি ইত্যাদির রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।


আরও খবর



বঙ্গোপসাগরে ৩০০ জেলেসহ ২০ ট্রলার নিখোঁজ

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
অলিউল্লাহ্ ইমরান, বরগুনা

Image

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মিধিলি-তে পরিণত হয়েছে। এর প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার  সমুদ্র বন্দরসমূহকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তবে গভীর বঙ্গোপসাগরের ৩০০ জেলেসহ মাছ ধরার ২০টি ট্রলার নিখোঁজ রয়েছে। এতে জেলে পল্লীতে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরি এই তথ্য নিশ্চিত করেছেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি জানায়, জেলায় প্রায় দেড় হাজার ট্রলার সাগর মোহনায় ও গভীর সাগরে মাছ শিকার করেন। বর্তমানে সকল ট্রলার কিনারায় ফিরলেও ২০টি ট্রলারের কোনও সন্ধান পাওয়ার যাচ্ছে না।

আরও পড়ুন>> সারাদেশে নৌযান চলাচল বন্ধ ঘোষণা

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে পাথরঘাটা উপজেলার ২০ মাছ ধরার ট্রলারসহ ৩০০ জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজের ঘটনায় জেলে পল্লীতে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। আমরা তাদের সন্ধানে চেষ্টা চালাচ্ছি।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, ২০টি ট্রলারসহ জেলে নিখোঁজের বিষয়টি জেনেছি। তাদের সন্ধানে কোস্টগার্ড, স্থানীয় প্রশাসন ও মৎস্য সমিতিকে নিখোঁজ জেলেদের সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।


আরও খবর



রাবিতে তীর্থকের প্রতিবাদী নাটক 'অদ্ভুদ এই সময়' প্রদর্শন

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Image

বর্তমান সমাজে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতিতে ধনী-গরিবের মধ্যে বৈষম্য, ব্যবসায় সিন্ডিকেট ও অবৈধভাবে দেশের সম্পদ বিদেশে পাচারসহ বিভিন্ন প্রতিবাদী পর্ব নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অনুষ্ঠিত হয়েছে মুক্ত নাটক 'অদ্ভুত এই সময়'।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে বেদুইন হায়দার লিও এর রচনায় ও আব্দুল মজিদ অন্তরের নির্দেশনায় এ নাটকটি পরিবেশনা করা হয়। নাটকটির পরিবেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের নাটক সংগঠন 'তীর্থক'।

সরেজমিনে গিয়ে দেখা যায়, একদল নাট্যকর্মী গানের সুরে ও অভিনয়ের মাধ্যমে দেশের দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে জনজীবনে যে প্রভাব পড়ছে তা তুলে ধরেছেন। মূল্যের উর্ধ্বগতিতে ধনী-গরিবের যে বৈষম্য সৃষ্টি হচ্ছে তাও তুলে ধরা হয়েছে এ নাটকে। হরতাল ও অবরোধের ফলে জনগণের দুর্দশা, বাজার সিন্ডিকেট, দেশের উন্নয়ন ও ভোটের অধিকারের জন্য জনগণের জীবন দিতে হয় এমন চিত্রও নাটকে তুলে ধরা হয়। পাশাপাশি বিদেশিদের দালাল হয়ে দেশের ক্ষমতায় আসার প্রতিযোগিতা, ঋণ দেওয়ার শর্তে আইএমএফ ও বিশ্ব ব্যাংক দেশ ক্রয় করার সাহস দেখানোসহ বিভিন্ন প্রতিবাদী চরিত্র এ নাটকে ফুটিয়ে তুলেছেন তারা।

একটি ছোট গানের মাধ্যমে বর্তমান সমাজের প্রেক্ষাপট তুলে ধরেন এ নাটকের অভিনয়শিল্পীরা। গানটিতে তারা বলেন, "বৈষম্যের এই দেশে, গরীব মানুষ কান্দেরে ধনী সমাজ হাসে তাও নাকি দেশ এখন উন্নয়নে ভাসেরে উন্নয়নে ভাসে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কমিশন আর চাঁদাবাজি মরছে কারা মারছে কারা করছে কারা কারসাজি, ভোট চাইতে যুদ্ধ করে অধিকার মেলে লাশেরে, অধিকার মেলে লাশে তাও নাকি দেশ এখন উন্নয়নে ভাসেরে উন্নয়নে ভাসে"

নাটক দেখা শেষে অভিব্যক্তি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, নাটকটিতে বাস্তবতার আলোকে ফুটিয়ে তোলা হয়েছে। দেশে রাজনৈতিক পরিস্থিতির ফলে সাধারণ মানুষের উপর এর যে প্রভাব পড়ছে তাও বিভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা এগুলো দেখতে চাইনি। সুনিপুণ অভিনয়ের মাধ্যমে দেশের অবস্থা তুলে ধরার জন্য তীর্থক সংগঠনকে ধন্যবাদ।

নাটকের প্রেক্ষাপট সম্পর্কে আব্দুল মজিদ অন্তর বলেন, আমাদের এই নাটকের মাধ্যমে শ্রমজীবী মানুষের দুর্দশার চিত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব, দেশবিরোধী ষড়যন্ত্রসহ রাজনৈতিক অস্থিরতার নানা চিত্র তুলা ধরা হয়েছে। দেশকে একজন মা'য়ের চরিত্রে দেখানো হয়েছে। মাকে রক্ষার জন্য সন্তানদের প্রতি আকুতির কথা তুলে ধরা হয়েছে। আমরা মনে করি এই নাটক দর্শকদেরকে দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতি উদ্বুদ্ধ করে তুলবে। বিশ্ববিদ্যালয়ে নাট্য চর্চায় আবারও আগের মতো প্রাণ ফিরে আসুক এটাই প্রত্যাশা।

এসময় উপস্থিত ছিলেন নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজুসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী।


আরও খবর
মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩




এমপি রমেশের আয় বেড়েছে ৮ হাজার গুণ

প্রকাশিত:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
রেদওয়ানুল হক, ঠাকুরগাঁও

Image

গত ১০ বছরে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের আয় বেড়েছে সাড়ে আট হাজার গুণ। ২০১৪ সালে তার ছিল ৩৫৯ টাকা। ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ৩ কোটি ১০ লাখ ১ হাজার ৪৯৭ টাকা। এই হিসেবে বেড়েছে ৮ হাজার ৬৩৯ গুণ। গত তিনবারের নির্বাচনী হলফনামা অনুযায়ী এই তথ্য মিলেছে।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে ষষ্ঠবারের মতো নৌকা প্রতীকে নির্বাচন করছেন রমেশ চন্দ্র সেন। নিয়ম অনুযায়ী গত ৩০ নভেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেন হলফনামা। গত ১০ বছরে তার জমির পরিমাণ বাড়েনি। তবে কিছু পরিমাণ আয় বেশি দেখানো হয়েছে এ খাতে।

২০১৪ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী, এমপি সেনের বার্ষিক আয় কৃষি থেকে ১ লাখ ৮১ হাজার টাকা, ব্যবসা থেকে ১৩ লাখ ৯৭ হাজার ৪৭৮ টাকা ও সম্মানী বাবদ ১৭ লাখ ২২ হাজার ৩০০ টাকা। এবারের হলফনামায় কৃষি খাতে ২ লাখ ৪০ হাজার টাকা, ব্যবসা থেকে ১৭ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা ও সম্মানী বাবদ ২৫ লাখ ৬০ হাজার ৫৯ টাকা, ব্যাংক মুনাফা ৫৪ হাজার ২২৪ টাকা বার্ষিক আয় দেখানো হয়েছে। ২০১৪ সালে তার স্ত্রী ও নির্ভরশীলদের কোনো আয় দেখানো হয়নি। ২০১৮ সালে নির্বাচনী হলফনামায় বিভিন্ন কোম্পানির শেয়ারে এক লাখ টাকা বিনিয়োগ ছিল; এবার হয়েছে ১০ লাখ টাকা।

এবার রমেশ চন্দ্র সেনের নামে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ৩ লাখ ৪৮ হাজার টাকার দামের বাড়ি, ঢাকার উত্তরায় ২৪ লাখ ৩৮ হাজার ৬৯০ টাকা মূল্যের ৮ শতাংশ জমির ওপর দোতলা বাণিজ্যিক ভবন দেখানো হয়েছে, যার নির্মাণ খরচ দেখানো হয়েছে ৬০ লাখ টাকা। হলফনামার বিষয়ে জিজ্ঞেস করলে রমেশ চন্দ্র সেন বলেন, আমি সব সময় হলফনামায় সঠিক তথ্যই দিয়ে থাকি। এবারও আমার যা সম্পত্তি আছে সেটাই দেখানো হয়েছে।


আরও খবর



ভোটের মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে সাত লাখ সদস্য

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০23 | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে থাকবে প্রায় সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। আজ সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, নির্বাচনে ৫ লাখ ১৬ হাজার আনসার সদস্য, ২ হাজার ৩৫০ জন কোস্টগার্ড, ৪৬ হাজার ৮৭৬ বিজিবি এবং র‍্যাবসহ পুলিশ থাকবে ১ লাখ ৮২ হাজার ৯১ জন। নির্বাচনে যারা দায়িত্ব পালন করবে তাদের সঙ্গে আজ বৈঠক হয়েছে। এটি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে নিয়মিত বৈঠকের অংশ।

ইসির অতিরিক্ত সচিব বলেন, বাজেট কখনো চূড়ান্ত হয় না। সম্ভাব্য বাজেট নিয়ে আলোচনা হয়। পার ডে, পার পারসন হিসেবে অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদিত হার অনুযায়ী, কত সংখ্যক নিয়োগ হবে সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা হয়েছে। তারা একটি বরাদ্দ অ্যাডভান্স চেয়েছে। কতটুকু আমরা বরাদ্দ দেব, বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি সচিব অশোক কুমার বলেন, সব মিলিয়ে বাজেট কত এটা বলা যাবে না। যে অনুযায়ী মোতায়েন হবে, সে অনুযায়ী বরাদ্দ হবে। অর্থ মন্ত্রণালয়ের যে হার আছে, সে অনুযায়ী তারা বরাদ্দ পাবে। সে জন্য কমিশন আলাদা কোনো হার দেয় না।

কোন বাহিনী কত দিনের জন্য মোতায়েন করা হবে, জানতে চাইলে তিনি বলেন, কত দিনের জন্য মোতায়েন হবে সেই সিদ্ধান্ত দেবে কমিশন। সে অনুযায়ী পরিপত্র জারি করা হবে।


আরও খবর
কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩