আজঃ মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩
শিরোনাম

কুড়িগ্রামে পুলিশি অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ১৪

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ | ৪১০জন দেখেছেন
কুড়িগ্রাম প্রতিনিধি


Image

কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল দশটার দিকে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে সিআর ওয়ারেন্টে তিনজন আসামীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে উলিপুর থানায় দুইজন, চিলমারী থানায় একজন।

এছাড়াও নিয়মিত মামলায় সদর থানায় তিনজন, উলিপুর থানায় একজন, ফুলবাড়ী থানায় দুইজন, ভুরুঙ্গামারী থানায় একজন, চিলমারী থানায় দুইজন, পূর্বের মামলায় একজন, ১৫১ ধারায় একজনসহ গত ২৪ ঘন্টায় মোট ১৪ জন আসামী গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন- চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তিনবিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।


আরও খবর
রেল স্টেশনে নারীর আত্মহত্যা

মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩