আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

লোডশেডিং স্বাভাবিক হতে লাগবে আরও এক মাস: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২২ মে ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দেশের লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক হতে আরও অন্তত ১ মাস সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ভোলায় সদ্যপ্রাপ্ত ইলিশা গ্যাসক্ষেত্র নিয়ে ব্রিফিংয়ে এসে সোমবার একথা বলেন প্রতিমন্ত্রী। নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দেশের ২৯তম এ গ্যাসক্ষেত্রের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

আরও পড়ুন: ২৫ মে গাজীপুরে সাধারণ ছুটি ঘোষণা

সংবাদ সম্মেলনে জানানো হয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগের ধারাবাহিকতায় গত ৯ মার্চ ইলিশা-১ কূপের খনন কাজ শুরু হয়। বাপেক্সের তত্ত্বাবধানে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রম খননের কাজ করে।

গত ১৪ এপ্রিল কূপের ৩ হাজার ৪৭৫ মিটার গভীরতায় খনন কাজ শেষে পৃথক নতুন একটি গ্যাসের স্তর আবিষ্কার হয়। পরে সার্বিক ভূতাত্ত্বিক ও ভূপদার্থিক কারিগরি বিশ্লেষণ ও ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) সম্পন্ন করে ইলিশা কূপকে গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণা প্রদানের বিষয়ে বাপেক্স মতামত দেয়।

নসরুল হামিদ বলেন, এটি আনন্দের সংবাদ এবং সৌভাগ্যের। ইলিশা কূপ থেকে ২৬-৩০ বছর পর্যন্ত গ্যাস পাওয়া যাবে। এই কূপসহ ভোলাতে সব মিলিয়ে প্রায় ৩ টিসিএফ গ্যাস মজুদের আশা করা হচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সেনাপ্রধান

ভোলার অন্য দুটি গ্যাসক্ষেত্র হলো বোরহানউদ্দিন উপজেলার শাহাবাজপুর গ্যাসক্ষেত্র, ৬ কূপ ও সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ভোলা নর্থ, ২ কূপ। সর্বশেষ ইলিশা-১ কূপ।

প্রতিমন্ত্রী নসরুল বলেন, দ্বীপ জেলা ভোলা থেকে বরিশাল হয়ে একটি পাইপলাইন খুলনা যাবে। এই লাইনের প্রি-ফিজিবিলিটি শেষ হয়েছে। এখন ফিজিবিলিটি স্টাডির কাজ চলছে।


আরও খবর
দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




সিরিয়ায় বাশারের নতুন আতঙ্ক আল-শাম গোষ্ঠী

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নতুন আতঙ্ক দেশটির শীর্ষ বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)। বছরের পর বছর ধরে চলা দেশটির সরকারবিরোধী বিক্ষোভ-হামলা আরও জোরদার করছে দলটি।

হায়াত তাহরির আল-শামের জন্ম ২০১৭ সালে। ইদলিব শহরে। আলেপ্পোর পশ্চিশাঞ্চলীয় গ্রামাঞ্চল, লাত্তইকয়া পর্বতমালা ও উত্তর পশ্চিম হামার আল-গাব সমভমি অন্তর্ভুক্ত। জন্মের পর থেকেই যাদের একমাত্র ব্রত বাশার উৎখাত

সেই লক্ষ্য আরও জোরদার করতেই এবার অত্যাধুনিক প্রযুক্তি আর ড্রোন নিয়ে নেমেছেন বিক্ষোভ মাঠে। দলের শীর্ষস্থানীয় একজন জানান, তারা সরকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবেন। কারণ সরকারি বাহিনী ও তাদের মিত্র রাশিয়া তাদের অঞ্চলে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। আলজাজিরা।

গত কয়েক বছর ধরে নিজেকে পুনরুদ্ধার করেছে এইচটিএস। দলটি একসময় আল কায়দার সাথে যুক্ত ছিল। ধীরে ধীরে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীতে পরিণত হয়েছে।

সিরিয়ার রাজনৈতিক বিষয়ক বিশ্লেষক আব্বাস শরিফার মতে, এ অঞ্চলের সশস্ত্র বিরোধী দলগুলোর মধ্যে এই গোষ্ঠীর সবচেয়ে বেশি যোদ্ধা রয়েছে।

তাদের যোদ্ধাদের সম্পর্কে কোনো সরাসরি পরিসংখ্যান না থাকলেও শরিফা অনুমান করেন, তাদের সংখ্যা সাত হাজার। এইচটিএস-এর কমান্ডার ইমাদ্দিন আল-খতিবের মতে, সরকারের কর্মকাণ্ড ইদলিবের স্থিতিশীলতা ও উন্নয়নের বিরুদ্ধে পরিচালিত। আরও বলেন, শত্রুরা কয়েকবার আমাদের জায়গায় প্রবেশের চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে।

আল-খতিব বলেন, তাদের গোষ্ঠীটি শত্রুদের মনোবল ভাঙতে সফল হয়েছে। আরও বলেন, চলতি মাসে আইন আল-বায়দা ও নবী ইউনূসে সফলভাবে দুটি অপারেশন হয়েছে। আমাদের যোদ্ধারা প্রায় ৩০ জন শত্রু  সৈন্য ও অফিসারকে গুলি করতে সক্ষম হয়েছে। আমাদের কাছে অনেক প্রতিরোধক সরঞ্জাম ও অস্ত্র রয়েছে। ক্ষেপণাস্ত্র ও মর্টার শেল সিরিয়া ও রাশিয়ার অপারেশন ও মিটিং সাইটগুলোতে পৌঁছাতে পারে।

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন কৌশল অবলম্বন করে সামনের গতিপথকে আরও শক্তিশালী করা হয়েছে বলেও জানান। সরকারি বাহিনী গত সপ্তাহে সিরিয়ার উত্তর-পশ্চিমের ইদলিব গভর্নরেটকে লক্ষ্যবস্তু করে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এইচটিএস-এর ২৩ জন যোদ্ধার হত্যাকাণ্ডের নথিভুক্ত করে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, হামলায় কয়েকডজন এইচটিএস যোদ্ধা আহত ও নিহত হয়েছে। তবে নিহতদের সংখ্যা জানাতে অস্বীকৃতি জানায় এইচটিএস।

সিরিয়ান সিভিল ডিফেন্স জানান, এ বছর ইদলিব গভর্নরেটে কমপক্ষে ৫২ জন বেসামরিক লোক নিহত হয়েছে ও ২০৮ জন আহত হয়েছে।


আরও খবর



সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতায় শেরপুরে পঞ্চম নুঝাত

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
মো. নাজমুল হোসাইন, শেরপুর

Image

শেরপুরের নকলা উপজেলার ছোট্ট বন্ধু মোশফিরাত তানিম নুঝাত সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতায় জেলার মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্কাউট এর ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের আয়োজনে সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে জেলার সব কয়টি উপজেলা থেকে ৪০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে।

সুন্দর হস্তাক্ষর প্রতিযোগিতা শেষে বিচারকগণের রায়ে জেলার নকলা উপজেলার পৌরশহরের নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোশফিরাত তাসনিম নুঝাত জেলার মধ্যে পঞ্চম স্থান অধিকারী হিসেবে নির্বাচিত হয়।

পরে বিজয়ী বন্ধুদের মাঝে পুরষ্কার বিতরণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ স্কাউট শেরপুর জেলার ব্যবস্থাপনায় এ পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

এসময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এবিষয়ে মোশফিরাত তানিম নুঝাত এর বাবা মো. মোশারফ হোসাইন তার মেয়েকে অভিনন্দন জানিয়ে বলেন- আমার ছোট্ট মা মণি এভাবেই আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলবে এমনটাই কামনা করি। তাদের মতো আজকের শিশুরা হবে আগামী দিনের দেশের কান্ডারী। মোশফিরাত তাসনিম নুঝাতের মতো সকল শিশুদের উজ্জল ভবিষ্যৎ কামনায় নুঝাতের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করছি।


আরও খবর
স্বরূপকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




রাজকীয় ক্ষমার আবেদন জানিয়েছেন থাকসিন

প্রকাশিত:শুক্রবার ০১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০১ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

রাজকীয় ক্ষমা চেয়ে আবেদন জমা দিয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা (৭৪)। বৃহস্পতিবার দেশটির বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম।

থাকসিনের এক প্রতিনিধির কাছ থেকে আবেদনপত্র জমা দেওয়ার তথ্য নিশ্চিত হতে চেয়েছিল রয়টার্স। যদিও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায় সেই প্রতিনিধি।

আগের দিন থাকসিনের আইনজীবী জানিয়েছিলেন, থাকসিন নিজেই আবেদনের প্রস্তুতি নিচ্ছেন। তবে থাকসিনের রাজকীয় ক্ষমা চেয়ে আবেদনের তথ্য এএফপিকে নিশ্চিত করেছেন তত্ত্বাবধায়ক বিচারমন্ত্রী উইসানুর সিনিয়র সহকারী উইসানু ক্রি-এনগাম। 

রাজকীয় ক্ষমার অনুরোধ প্রথমে সংশোধন বিভাগের মাধ্যমে বিচারমন্ত্রীর কাছে জমা দিতে হবে। এরপর এটি বিবেচনা করবেন প্রধানমন্ত্রী। বিবেচনার পর প্রধানমন্ত্রীকে অবশ্যই থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের কাছে তা জমা দিতে হবে।


আরও খবর



আ.লীগের নির্বাচনী ইশতেহার নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতা এলে দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে। তাই যেমন কুকুর, তেমন মুগুর’— ওই রকম ইশতেহার করতে বললেন তিনি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ের দলের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে হলে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এখন জুঁই ফুলের গান গেয়ে লাভ নেই। আমাদের এখন কঠিন সময়। তাই যেমন কুকুর, তেমন মুগুর- ওইরকম ইশতেহার করুন। 

আরও পড়ুন>> প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ড. আবদুর রাজ্জাক সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, তথ্য ও গবেষণা সম্পাদক ও ইশতেহার প্রণয়ন কমিটির সদস্য সচিব ড. সেলিম মাহমুদ, ড. বজলুল হক খন্দকার, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. শামসুল আলম, ডা. দীপু মনি, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, শেখর দত্ত, ড. মাকসুদ কামাল, ড. মাহফুজুর রহমান, অধ্যাপক খায়রুল হোসেন, সাজ্জাদুল হাসান, তারানা হালিম, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জুনায়েদ আহমেদ পলক, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।


আরও খবর
খালেদা জিয়ার কোনও উন্নতি দেখছেন না চিকিৎসকরা

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




‘নাইট শিফট’ এর চাকরিজীবীরা যে বিপদ ডেকে আনছেন

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | অনলাইন সংস্করণ
জীবন ধারা ডেস্ক

Image

যারা শিফটভিত্তিক চাকরি করেন, তারা ঘুম ও বিপাকক্রিয়াজনিত সমস্যায় ভোগেন বলে জানিয়েছেন গবেষকরা। আর এ সমস্যা দীর্ঘায়িত হতে থাকলে ব্যক্তি বড় ধরনের বিপদ ডেকে আনছেন বলে সতর্ক করেছেন তারা। পালাবদলের চাকরি করে ঘুমের সমস্যায় ভুগতে ভুগতে একসময় হৃদরোগীতে পরিণত হতে হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৌরো ইউনিভার্সিটির এক দল গবেষক পালাবদল করে চাকরি করা ব্যক্তিদের ওপর গবেষণা করে এমন ফলই পেয়েছে। দ্য জার্নাল অব দি আমেরিকান অস্টিওপ্যাথিক অ্যাসোসিয়েশনে গবেষণাটি প্রকাশিত হয়।

তারা জানিয়েছেন, নাইট শিফটের চাকরি একজন মানুষকে ক্রমেই হৃদরোগ, স্ট্রোকটাইপ-টু ডায়াবেটিসয়ের দিকে নিয়ে যেতে থাকে।

গবেষণার প্রধান তৌরো ইউনিভার্সিটির ভারতীয় বংশোদ্ভূত শামা কুলকার্নি বলেন, পালাবদলের চাকরি আর রাতের ঘুমকে ত্যাগ করে যারা কোম্পানির জন্য নিবেদিত প্রাণ হয়ে ওঠেন, তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করা খুবই জরুরি। 

তিনি বলেন, এসব চাকরিজীবীকে নিয়ে আমাদের এক গবেষণায় দেখা গেছে, রাতের শিফট-এ কাজ করেন এমন নার্সদের ৯  শতাংশ বিপাকক্রিয়াজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত হন। আর দিনের শিফটের নার্সরা এই সমস্যায় আক্রান্ত হয় মাত্র ১.৮ শতাংশ। যেসব নার্স যত বেশি শিফটভিত্তিক কাজ করে, তার হৃদরোগে আক্রান্তের ঝুঁকির মাত্রা ততই বাড়ে।

এর ব্যাখ্যায় গবেষক শামা কুলকার্নি বলেন, রাতের শিফটে কাজ করার কারণে শরীরের স্বাভাবিক চক্রতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিজ্ঞানের ভাষায় একে সার্কাডিয়ান রিদম বলে। এই চক্রটি স্নায়ু ও হরমোনজনিত বিষয়গুলো নিয়ন্ত্রণ করে।  ঘুম ও জেগে থাকার সময় নির্ধারিত না থাকলে চক্রটি তাল হারিয়ে ফেলে। যে কারণে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। ফলে কর্টিসল, ঘ্রেলিনইনসুলিন বেড়ে যায়। আর কমে যায় সেরোটনিন ও অন্যান্য হরমোন। আর হরমোনের এই ভারসাম্যহীনতাই বিপাকক্রিয়াজনিত সমস্যা তৈরি করে এবং ব্যক্তিকে হৃদরোগ ও ডায়াবেটিসের দিকে নিয়ে যেতে থাকে।

এমন সমস্যার সমাধানও দেয়া হয়েছে ওই গবেষণাপত্রে। যেখানে বলা হয়েছে, এমন শিফটভিত্তিক চাকরিজীবীতের উচিত প্রতিদিন একই সময়ে সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর আর রাতে না পারলেও সময়টা সন্ধ্যা অর্থাৎ রাতের কাছাকাছি রাখার চেষ্টা করা। এতে সার্কাডিয়ান রিদমে ব্যাঘাত কম ঘটবে।

নিউজ ট্যাগ: নাইট শিফট

আরও খবর
আজকের রাশিফল: বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩