আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

মানিকগঞ্জে ৩ লাখ ৩০ হাজার শিক্ষার্থী পেল নতুন বই

প্রকাশিত:সোমবার ০২ জানুয়ারী 2০২3 | হালনাগাদ:সোমবার ০২ জানুয়ারী 2০২3 | ৫৪৫জন দেখেছেন
মানিকগঞ্জ প্রতিনিধি


Image

মানিকগঞ্জে প্রাথমিক পর্যায়ে একলাখ নব্বই হাজার এবং মাধ্যমিক পর্যায়ে একলাখ চল্লিশ হাজার শিক্ষার্থীসহ মোট ৩ লাখ ৩০ হাজার শিক্ষার্থী নতুন বই পেয়েছে।

জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান আজকের দর্পণকে জানান, সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে, শুরুতেই অধিকাংশ বিষয়ের বই বিতরণ করা হয়েছে তবে যে বিষয় গুলোর বই শুরুতে দেওয়া হয়নি সেগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে বলে জানান তিনি।

রোববার (১ জানুয়ারি) সকাল ১১টায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বই বিতরণ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সারাদেশে প্রাথামিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ৩৫ কোটি বই বিতরণ করা হচ্ছে। মন্ত্রী বলেন বই বিতরণ করতে সরকারের অনেক ব্যায় হয় এবং বৈশ্বিক মন্দার এরকম পরিস্থিতিতে যা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল তবুও সরকার শিক্ষাকে প্রাধান্য দিয়ে অন্য অনেক বিষয়ে খরচ সাশ্রয় করে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাতীত পৃথিবীর কোথাও বিনামূল্যে বই দেওয়ার নজির নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে বই দেওয়ার কার্যক্রম স্থাপন করেছেন। দেশের ৪ কোটি শিক্ষার্থী বই পাবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী মাকসুদা আহম্মেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভবকরা উপস্থিত ছিলেন।

নিউজ ট্যাগ: মানিকগঞ্জ

আরও খবর