আজঃ রবিবার ২৬ মার্চ ২০২৩
শিরোনাম

মানিকগঞ্জে গাড়ি চাপা পড়ে ১ জন নিহত

প্রকাশিত:বুধবার ২১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২১ ডিসেম্বর ২০২২ | ৬০০জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় কাঠের লাকড়ি বোঝাই ট্রলি গাড়ির নিচে চাপা পরে মোহাম্মদ আইয়ুব আলী (৪৮) নামের এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন বজলু গায়ান নামের আরও জন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর ব্রীজর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি খালে মধ্যে পরে গেলে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির বাড়ি হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে। সে এই গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে। আহত ব্যক্তির বাড়ি একই গ্রামে। সে নুরুল হক গায়ানের ছেলে।

হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান নিহত ব্যক্তি কাঠের লাকড়ি ট্রলির মধ্যে বোঝাই করে ঢাকার নবাবগঞ্জে নিয়ে যাচ্ছিলেন। পথে মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি খাদে পরে গেলে ট্রলিতে থাকা কাঠের ব্যবসায়ী আইয়ুব আলী ঘটনাস্থলেই নিহত হন এবং তার সহযোগি বজলু গায়েন গুরতর আহত হন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পুঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

 

 

 

 


আরও খবর