
মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হেরোইনসহ তিন জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটকৃতরা হলেন- সদর উপজেলার পশ্চিম সেওতা এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে মো. আজিজুল হক ওরফে আশিক (২৮), পশ্চিম সেওতা এলাকার এনাম আলীর ছেলে মো. আব্দুল্লাহ (৩৪), উকিয়ারা এলাকার মৃত ফজল হকের ছেলে মো. শামছুল ইসলাম (৩৬)।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. মোশারফ হোসেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তিন জনকে ৩০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বর্তমান বাজার মূল্য তিন লাখ টাকা।
মো. মোশারফ হোসেন আরও বলেন, আটকৃত আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরে প্রক্রিয়াধীন রয়েছে।