আজঃ রবিবার ০২ এপ্রিল 2০২3
শিরোনাম

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত:শনিবার ১৭ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১৭ ডিসেম্বর ২০২২ | ৫৪০জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের চাপায় মো. রউশন জাহান সেন্টু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ব্যবসার কাজের জন্য ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ সদর উপজেলার মানোড়া এলাকার মমতাজ চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রউশন জাহান সেন্টু কুষ্টিয়া জেলার কুমারখালি থানার পাহারপুর চাপড়া গ্রামের নাছির উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, এ ঘটনার পরে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্ততি চলছে বলে জানান তিনি।


আরও খবর