
ধর্মপ্রাণ মুসলিমদের সিয়াম সাধনার মাস
মাহে রমজান।এই রমজান মাসজুড়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ করছে চট্টগ্রামের আনোয়ারা
উপজেলার অন্যতম সামাজিক সংগঠন ‘সারা আনোয়ারা’। উপজেলা জুড়ে
১১টি ইউনিয়নে ধাপে ধাপে রোজাদার ও মসজিদের মুসল্লী নিয়ে ইফতার এবং মসজিদের জন্য বিভিন্ন
উপকরণ উপহার দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে ‘সারা আনোয়ারা’ নামে সংগঠনটি।
তাদের মূল লক্ষ্য হচ্ছে সামাজিক সমস্যা
দূরীকরণ ও সকল সামাজিক উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ এর মাধ্যমে সুন্দর সুশৃঙ্খল সমাজ
গঠন করা এবং দেশের উন্নয়নে অবদান রাখা। সংগঠনের সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তাদের
মূল মন্ত্র ‘সারা আনোয়ারা’ সংগঠন থেকে হয়েছে পরিবার। তারা সমাজের বিভিন্ন উন্নয়ন
মূলক কাজ, আর্থিক দূর্বল পরিবারকে সহযোগিতা, মেধা বৃত্তি পরীক্ষা, রক্তদান, ঈদ উপহার
বিতরণ, চিকিৎসা সহায়তা, বাড়ি নির্মাণে সহায়তা,যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলাসহ
অনেক কার্যক্রম সম্পূর্ণ করে আেসছে।ইতি মধ্যে সংগঠনটি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুন প্রতিষ্ঠাতা
আবদুল মালেক চৌধুরী উপজেলার ১১টি ইউনিয়ন থেকে সদস্য নিয়ে ব্যতিক্রমী এই সামাজিক সংগঠন
ও অনলাইন সংবাদমাধ্যমের যাত্রা শুরু করেন। নিজস্ব ওয়েবসাইট বা পোর্টাল (নিউজ) ও সামাজিক
যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব ইত্যাদি দ্বারা নিজেদের কার্যক্রম- শিক্ষা, সামাজিকতা,
মানবতা, খেলাধুলা সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্রচার করেন এবং নিজেদের অনলাইন
সংবাদমাধ্যম দ্বারা আনোয়ারা তথা দেশ ও আন্তর্জাতিক সংবাদ প্রচার করে থাকেন।