
ধর্মপাশা ( সুনামগঞ্জ ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে অগ্নিকান্ডে এক শ্রমিকের
বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার
সকাল ১১টার দিকে উপজেলার মধ্যনগর ইউনিয়নের জমশেরপুর গ্রামের নিবারণ সরকারের বাড়িতে
এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।
এতে নিবারণের ঘরে থাকা ধান, আসবাবপত্র, নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার পুড়ে ছাই হয়। এতে তিনি নিঃস্ব হয়েছেন। নিবারণ সরকারের মেয়ে পূজা সরকার এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। আগুনে তার সমস্ত বই পুড়ে ছাই হয়ে গেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ১
খবর পেয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন
প্রস্তুতি কমিটির সদস্য সচিব মবিন উদ্দিন আহমেদ ওইদিন বিকেলে তার হাতে এক সেট বই তুলে
দেন।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ
জাহিদুল হক জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। আমাদের পুলিশ
প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
'উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান
খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে
নগদ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে।,