
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে কবির মন্ডল হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার(২০ নভেম্বর) সকালে উপজেলার মীর্জাপুর মান্দারতলা গ্রামে এ কর্মসূচীর আয়োজন করে নিহতের স্বজন ও এলাকাবাসীরা।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের পরিবারের সদস্যসহ স্থানীয়রা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে নিহতের বাবা কাওছার, স্ত্রী ও ভাইসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা কবির মন্ডলকে পিটিয়ে হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মান্দারতলা গ্রাম থেকে শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
গত ২ নভেম্বর জমাজমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মীর্জাপুর মাঠে কবির মন্ডলকে পিটিয়ে গুরুতর আহত করে আলাউদ্দিন, ইন্তাজুল মিন্টু, রাকিবুল, আকাশসহ তাদের পরিবারের লোকজন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থয় তার মৃত্যু হয়।
এ ঘটনায় কবির মন্ডলের পিতা কাওছার হোসেন বাদী হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তবে আসামিদের এখনো আটক করতে পারেনি পুলিশ।