
মোংলা থেকে নূর আলম(বাচ্চু),
মেট্রোরেলের ১৪তম চালান নিয়ে বাগেরহাটের
মোংলা বন্দরে পৌঁছেছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি হরিজন-৯। বুধবার (১৮ জানুয়ারি) বেলা
১১টায় জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করেছে।
জাহাজটিতে মেট্রোরেলের ৪টি ইঞ্জিন ও ৮টি
কোচসহ আনুষঙ্গিক ৮৮ প্যাকেজ মেশিনারি এবং বেশকিছু ইলেকট্রিকাল পণ্য রয়েছে। এর আগে,
জাপানের কোবে বন্দর থেকে গত ২৭ ডিসেম্বর মেট্রোরেলের মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে
ছেড়ে আসে জাহাজটি।
এমভি হরিজন-৯ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট
এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে
ভিড়েছে। দুপুরের পর থেকে মেট্রোরেলের মালামাল খালাসের কাজ শুরু হয়েছে। খালাসের সঙ্গে
সঙ্গে নদী পথে বিশেষ নৌযানে (বার্জ) করে তা নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের
ডিপোতে।’
উল্লেখ্য, বুধবার পর্যন্ত আসা ১৪টি চালানে
মেট্রোরেলের ১৩৮টি কোচ ও ইঞ্জিন এ বন্দর দিয়ে আমদানি, খালাস ও পরিবহন হয়েছে। এরই ধারাবাহিকতায়
বাকি কোচ ও ইঞ্জিন এই বন্দর দিয়েই আমদানি, খালাস ও পরিবহণ করা হবে।