ইবি প্রতিনিধি
:
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সভাপতি পদে মোঃ আমিরুল ইসলাম ও
মহা-সচিব পদে মীর মোঃ মোর্শেদুর রহমানকে পুনরায় নির্বাচিত করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের
অফিসারদের সংগঠন "বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ২০২১-২০২২
মেয়াদি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।
বিগত কমিটির মেয়াদ
পূর্তিতে গত ২০ মার্চ ২০২১ শনিবার প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের
টিএসসি'র মুনির চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় ফেডারেশনের উপদেষ্টা ও জাহাঙ্গীর
নগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য জনাব মো. মাসুদুর রহমান কে প্রধান নির্বাচন কমিশনার,
জনাব মোহাম্মদ নাজমুল হক ও রাধেশ্যাম কে নির্বাচন
কমিশনার করে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়।
বৈশ্বিক মহামারী
কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও ত্রিশের অধিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিসহ সাধারণ সভায় উপস্থিত ৮০ জনের অধিক কর্মকর্তার মতামতের
ভিত্তিতে সভাপতি ও মহাসচিব পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী
নির্বাচন কমিশন সভাপতি ও মহাসচিব পদে প্রার্থী হিসেবে নাম প্রস্তাবের আহ্বান জানালে
সভাপতি পদে সদ্য সাবেক সভাপতি জনাব মো. আমিরুল ইসলাম এবং মহাসচিব পদে সদ্য সাবেক মহাসচিব
জনাব মীর মো. মুর্শেদুর রহমান এর নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। সভাপতি এবং মহাসচিব
পদে আর কোন প্রার্থী আছেন কিনা আলাদাভাবে পর পর তিন বার ঘোষণা করার পরেও আর কোন প্রার্থী
না থাকায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন "বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয়
অফিসার্স ফেডারেশনের ২০২১-২০২২ মেয়াদি কেন্দ্রীয় নির্বাহী কমিটি" এর সভাপতি পদে
জনাব মো. আমিরুল ইসলাম (সভাপতি, অফিসার্স এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং মহাসচিব
পদে জনাব মীর মো. মুর্শেদুর রহমান (সাধারণ
সম্পাদক, কর্মকর্তা সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ) কে বিজয়ী ঘোষণা
করেন। উপস্থিত সকল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব কে
আন্তরিক অভিনন্দন জানান। নবনির্বাচিত সভাপতি এবং মহাসচিব এর সঙ্গে পরামর্শ করে আগামী
১৫ (পনের) দিনের মধ্যে একটি প্রতিনিধিত্বশীল
পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার আশাবাদ ব্যক্ত করেন।
গত ০৩ এপ্রিল
২০২১ শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে দেশের ৩৫ এর অধিক বিশ্ববিদ্যালয়ের শতাধিক
কর্মকর্তার উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার জনাব মো. মাসুদুর রহমান এর নেতৃত্বাধীন
নির্বাচন কমিশন ফেডারেশনের ২০২১-২০২২ মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। কমিটিতে সিনিয়র
সহসভাপতি পদে জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু (সভাপতি, অফিসার্স এসোসিয়েশন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
টাঙ্গাইল ), সহসভাপতি পদে- ১. প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম (সাবেক সভাপতি, অফিসার্স
এসোসিয়েশন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম), ২. প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ (সভাপতি, অফিসার্স এসোসিয়েশন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা),
৩. মোহাম্মদ হামিদ হাসান নোমানী (সাধারণ সম্পাদক, অফিসার সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,
চট্টগ্রাম), ৪. মো. আবু হাসান (সভাপতি, অফিসার্স এসোসিয়েশন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়),
৫. মো. খাইরুল আলম নান্নু (সভাপতি, অফিসার পরিষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ),
৬. এম তাজিম উদ্দিন (সভাপতি, অফিসার্স এসোসিয়েশন,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট), ৭. তারেক মো. রাশেদ উদ্দিন
(সাবেক সভাপতি, অফিসার সমিতি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী), যুগ্ম-মহাসচিব পদে- ১. মো. নজরুল ইসলাম হীরা (সাবেক
সভাপতি, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
গোপালগঞ্জ), ২. ...... রাজশাহী বিশ্ববিদ্যালয়,
৩. মো. রফিকুল ইসলাম (সাবেক সভাপতি, অফিসার সমিতি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা),
৪. ডাঃ আইরিন সুলতানা (সভাপতি, অফিসার্স এসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম), ৫. মো. আলতাফ হোসেন
(সাধারণ সম্পাদক, অফিসার সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়,
ঢাকা), সাংগঠনিক সম্পাদক পদে- ১. সাখাওয়াত হোসেন (সভাপতি, অফিসার সমিতি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী), ২. ডাঃ ফখর উদ্দিন (সাধারণ সম্পাদক, অফিসার পরিষদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট), ৩. এ এম শাহাদাত
হোছাইন জুয়েল (সাধারণ সম্পাদক, অফিসার্স এসোসিয়েশন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম), ৪. মোহাম্মদ সাজ্জাদ
হোসেন মোল্লা (সাধারণ সম্পাদক, অফিসার সমিতি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা), ৫. বাহাউদ্দিন গোলাপ (সভাপতি
, অফিসার্স এসোসিয়েশন, বরিশাল বিশ্ববিদ্যালয়,
বরিশাল ), ৬. মো. আসাদুজ্জামান আসাদ (সাধারণ সম্পাদক, অফিসার পরিষদ, বাংলাদেশ কৃষি
বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ), ৭. মো. মোর্শেদ উল আলম রনি (সাধারণ সম্পাদক, অফিসার্স এসোসিয়েশন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ), ৮....., কোষাধ্যক্ষ পদে মো. কামাল হোসেন সরকার (সভাপতি,
অফিসার সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা),
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. শামীম হোসেন খান (সভাপতি, অফিসার্স এসোসিয়েশন, ইসলামী
আরবী বিশ্ববিদ্যালয়, ঢাকা), দপ্তর সম্পাদক
পদে মো. জসিম উদ্দিন বাদল (সাধারণ সম্পাদক, অফিসার সমিতি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুমকি,
পটুয়াখালী ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন (সভাপতি, অফিসার সমিতি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ), শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে আবু মোহাম্মদ আরিফ (সাধারণ সম্পাদক, অফিসার সমিতি,
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, খুলশী, চট্টগ্রাম), আইন সম্পাদক
পদে মো. সিরাজুল ইসলাম উজ্জ্বল (সাধারণ সম্পাদক, অফিসার্স এসোসিয়েশন, শাহজালাল বিজ্ঞান
ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট), মহিলা বিষয়ক সম্পাদক পদে জিনাত আমান (সভাপতি, অফিসার সমিতি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোর্টবাড়ী,
কুমিল্লা), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে দিলীপ কুমার ঘোষ (সভাপতি, অফিসার্স এসোসিয়েশন, রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয়, রাজশাহী) কে নির্বাচিত ঘোষণা করা হয়। এছাড়াও সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের
নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক (যদি ফেডারেশনের কর্মকর্তা হিসেবে নির্বাচিত না
হন) পদাধিকার বলে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে পরিগনিত হবেন। যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে
নির্বাচিত কর্মকর্তা পরিষদ নাই, সে সকল বিশ্ববিদ্যালয়ে ফেডারেশনের নির্বাহী কমিটির
অনুমোদনক্রমে অনূর্ধ দুই জন এবং অন্যূন একজন সদস্য মনোনয়ন দেয়া হবে।
ফেডারেশনের উপদেষ্টামন্ডলীতে আছেনঃ
১. মো. মাসুদুর
রহমান, সাবেক সভাপতি, অফিসার্স সমিতি, জাহাঙ্গীর
নগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।
২. শেখ মুজিবুর
রহমান, সভাপতি, অফিসার্স কল্যাণ পরিষদ, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা।
৩. মো. মোক্তাদির
হোসেন রাহী, সভাপতি, অফিসার্স সমিতি, রাজশাহী
বিশ্ববিদ্যালয়, রাজশাহী।
৪. চৌধুরী এম
সাইফুল ইসলাম, সভাপতি, অফিসার সমিতি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা নগর,
ঢাকা।
৫. রশিদুল হায়দার
জাবেদ, সভাপতি, অফিসার সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
৬. ড. মো. আনোয়ারুল
ইসলাম, সাধারণ সম্পাদক, অফিসার সমিতি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা নগর,
ঢাকা।
৭. এস এম গোলাম
হায়দার, পরীক্ষা নিয়ন্ত্রক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
গোপালগঞ্জ।
আনন্দঘন পরিবেশে
কমিটি ঘোষণার পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সভাপতি মহোদয় সকলকে আন্তরিক অভিনন্দন জানান
এবং সুন্দর প্রতিনিধিত্বশীল একটি কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ফেডারেশনের
মহাসচিব সহ প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট সকলের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অফিসারদের কল্যাণার্থে ফেডারেশনের কার্যক্রম চালিয়ে নিতে
সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। ফেডারেশনের মহাসচিব অফিসারদের আট দফা দাবি নিয়ে
প্রেস ব্রিফিং করেন এবং সংবাদ মাধ্যমে প্রকাশের নিমিত্ত কমিটির কপি সাংবাদিকদের নিকট
হস্তান্তর করেন।
দাবিসমূহ হচ্ছেঃ
১. কর্মকর্তাদের
প্রারম্ভিক বেতন স্কেল পুননির্ধারণ (শাখা কর্মকর্তা/সমমান ২৩০০০/-, সহকারী রেজিস্ট্রার/চীফ
টেকনিক্যাল অফিসার/সমমান ৩৫,৫০০/- নির্বাহী প্রকৌশলী/সমমান ৪৩০০০/-, উপ-রেজিস্ট্রার/সমমান
৫০০০০/-, অতিরিক্ত রেজিস্ট্রার/সমমান ৫৬৫০০/- এবং রেজিস্ট্রার/সমমান ৬৬০০০/-);
২. দেশের সকল
পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের জন্য অভিন্ন নীতিমালা প্রণয়ন করা;
৩. সকল দপ্তর
প্রধানসহ নন-টিচিং পদে কর্মকর্তাদের নিয়োগ বাধ্যতামূলক করা;
৪. শিক্ষকদের
ন্যায় কর্মকর্তাদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৫ বৎসরে উন্নীতকরণ;
৫. সকল বিশ্ববিদ্যালয়ের
কর্মকর্তা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট সভায় অংশগ্রহণ
নিশ্চিতকরণ এবং সংবিধিবদ্ধ কমিটি সিন্ডিকেট, সিনেট ও রিজেন্ড বোর্ডে কর্মকর্তা প্রতিনিধি
নিশ্চিতকরণ;
৬. সহজ শর্তে
ও দ্রুততম সময়ের মধ্যে ৪% সরল সুদে কর্পোরেট ঋণ প্রদান;
৭. কর্মকর্তাদের
বুনিয়াদি প্রশিক্ষণ বাধ্যতামূলককরণ এবং নিয়মিত বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও বিশ্ববিদ্যালয়গুলোর
কর্মকর্তাদের উচ্চশিক্ষার জন্য অভিন্ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন এবং
৮. কর্মকর্তাদের
অতীত চাকরিকালের অভিজ্ঞতা গণনা সুষমকরণ ও বাস্তবায়ন।
এরপর বিকাল ৪
টায় বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নব-গঠিত কমিটির পক্ষ থেকে ধানমন্ডি-৩২
নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা
হয়। ওইদিন সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস-২ জনাব হাফিজুর রহমান লিকু মহোদয়ের
সঙ্গে "বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয়
অফিসার্স ফেডারেশনের নবগঠিত কমিটি" সৌজন্য সাক্ষাৎ করে। এই সময় জতির জনকের সুযোগ্য
কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে
"বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের" নবগঠিত কমিটি'র বিষয়টি
অবহিত করার জন্য নেতৃবৃন্দ তাঁকে অনুরোধ জানান।
"বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের" নবগঠিত কমিটি
এবং অফিসারদের দাবি দাওয়ার বিষয়ে সুবিধাজনক সময়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন
বলে তিনি আশ্বাস দেন।