আজঃ রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

মুন্সীগঞ্জে অস্ত্র-টাকাসহ ৭ ডাকাত গ্রেফতার

প্রকাশিত:বুধবার ০৩ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৩ মে ২০২৩ | অনলাইন সংস্করণ
সাকিব আহম্মেদ, মুন্সিগঞ্জ

Image

পদ্মায় গরুর ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি করে পালানোর সময় স্পিড বোটে থাকা ডাকাত দলের সদস্যদের প্রায় ৮০ কিলোমিটার নৌপথ ধাওয়া করে নৌপুলিশ ধাওয়া খেয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দী গ্রামে এসে চারটি পাইপগান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের ৭ সদস্যকে আটক করেছে নৌপুলিশ ও মুন্সীগঞ্জ জেলা পুলিশের চৌকস টিম।

মঙ্গলবার (২ মে)  রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় বিভিন্ন বাড়ি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত ডাকাতরা রাজবাড়ীর দৌলতদিয়াঘাট এলাকায় ডাকাতি করে পালিয়ে যাচ্ছিলো। এসময় তাদের পিছু নিয়ে মুন্সিগঞ্জে এসে আটক করা হয় বলে জানিয়েছে নৌপুলিশ। ডাকাতদলের কাছ থেকে অস্ত্র ছাড়াও গুলি, বিপুল পরিমাণ নগদ অর্থ ৩৩ লাখ টাকা ও একটি স্পিডবোট জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে এ পর্যন্ত এবাদুল (৩৫), তাজুল ইসলাম(৩০), মহসিন (৩০) সহ তিন জনের নাম সনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন >> ক্ষেতলালে দুই দিনের শিশুকে নিয়ে দাখিল পরীক্ষা দিচ্ছে মা

নৌপুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো: কামরুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে আন্ত জেলা ডাকাত দলের সঙ্ঘবদ্ধ ২০ সদস্য ডাকাতির পরিকল্পনা করে মুন্সীগঞ্জে মাওয়া ঘাট থেকে একটি ২০০ হর্সপাওয়ারের স্পিডবোট নিয়ে আরিচা ঘাটে রওনা হয় ।

আরিচা ঘাটে দুইটা পঞ্চাশের দিকে পৌঁছে তারা একটি গরুর ট্রলারে ডাকাতি করে। ডাকাতের খবর পেয়ে মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ি, মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ডাকাতদের ধাওয়া করে। ডাকাত দল মাওয়ার দিকে আসলে পুলিশের সাথে গুলি বিনিময় হয় এরপর তারা পথ পরিবর্তন করে কালিরচরের শাখা নদী ব্যবহার করে ঢুকে মেঘনা নদীতে চলে আসে। ধাওয়া কালে ডাকাতরা পুলিশের উপর গুলি করে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টাগুলি চালায়। এতে তারা মেঘনা নদী থেকে মুন্সীগঞ্জের ভি ভীতর খাল হয়ে ঢুকে যায়। পরে  চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি এসে পৌঁছে তারা স্পিডবোট টি রেখে গ্রামে ঢুকে পড়েন। এ সময় অভিযান চালিয়ে গ্রামবাসীর সহযোগিতায় ৭ জনকে আটক করা হয়।

এলাকাবাসী জানান, ডাকাত দল গ্রামে ডুকে পড়লে একটি বাড়িতে অবস্থান নেন। সে সময়ে গ্রামে মসজিদের মাইকে ঘোষণা করা হলে গ্রামে আতংক ছড়িয়ে পড়লে ডাকাত দলের সদস্য রা গ্রুপে ভাগ হয়ে পড়ে তখনি আটক করতে সক্ষম হন ৭ ডাকাত দলের সক্রিয় ডাকাত চক্রের সদস্যরা।

এদিকে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন জানান, ৪টি পাইপগান, দেশী অস্ত্র, ১১ রাউন্ড গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত স্পীডবোট জব্দ করা হয়েছে। একই সাথে দুই ধাপে ডাকাতিতে খোয়া যাওয়া ৩৩ লক্ষ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোট জড়িত ২০ জনের মধ্যে বাকি ১৩ জন ডাকাতকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।


আরও খবর



অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

প্রকাশিত:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

বিশ্বকাপের ৩৬তম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হচ্ছে ম্যাচ। যেখানে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি ইংল্যান্ড। অন্যদিকে, প্রত্যাশিতভাবেই দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া। ইনজুরি আক্রান্ত গ্লেন ম্যাক্সওয়েল ও বাড়ি ফিরে যাওয়া মিচেল মার্শের বদলে দলে ঢুকেছেন ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টোয়নিস।

সেমিফাইনালে যেতে এই ম্যাচে জয় দরকার অস্ট্রেলিয়ার। অন্যদিকে, পয়েন্ট টেবিলের তলানির দল ইংল্যান্ড। যদিও এখনো খাতা-কলমে টিকে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে এই ম্যাচে জয় কম গুরুত্বপূর্ণ নয় ইংলিশদের জন্যও।

দুই দলের একাদশ

ইংল্যান্ড: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), ক্যামেরন গ্রিন, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।


আরও খবর
ইউরো ২০২৪ এর ড্র অনুষ্ঠিত

রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩




বাংলাদেশকে সাপোর্ট দিতে মাঠে হানি সিং, আল্লু অর্জুন ও সুনিল নারিন

প্রকাশিত:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (৬ নভেম্বর) টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে সাকিব আল হাসানদের বিদায় নিশ্চিত হলেও ম্যাচ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এমনকি ভারতীয় দর্শকদের অনেকেই এসেছেন বাংলাদেশকে সমর্থন দিতে।

ম্যাচ শুরুর আগে অরুণ জেটলি স্টেডিয়ামের গেটে দেখা গেছে হানি সিং, আল্লু অর্জুন ও সুনিল নারিনকে। তারা প্রত্যেকেই আজ বাংলাদেশের সমর্থক। যদিও, তিনজনই নকল! তারা সেজে এসেছেন হানি সিং, আল্লু অর্জুন ও সুনিল নারিনের মতো।

নারিনের সাজে সেজে আসা সমর্থক বলেন, আমি বাংলাদেশকে সমর্থন দিচ্ছি সাকিব ও লিটন দাসের জন্য। ওরা কলকাতায় নারিন ভাইয়ের দলে খেলে। আমিও কলকাতার সমর্থক। তাই, আজ বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছি।

দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়ক আল্লু অর্জুনের পুষ্পা সিনেমার লুক নিয়ে এসেছেন এক ভক্ত। সেই সিনেমার জনপ্রিয় সংলাপ ঝুকেগা নেহি, বাংলায় যা মাথা নোয়াবো না। সেটি বলে বাংলাদেশকে সমর্থন দিচ্ছেন এই ভক্ত। আর হানি সিং সেজে আসা ভক্ত গান গেয়ে উজ্জীবিত করেছেন বাংলাদেশকে।

তারা তিনজন নকল তারকা হলেও, বাংলাদেশ জিতুক সেটি আসলেই তারা চায়।


আরও খবর



মেহেরপুরে ট্রলির ধাক্কায় কৃষকের মৃত্যু

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আব্দুল আলিম, মেহেরপুর

Image

মেহেরপুরের মুজিবনগরে ইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় ওয়াজেদ আলী(৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়াজেদ আলী মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের পুকুরপাড়ার মৃত আব্দুল শেখের ছেলে।

নিহতের ভাইয়ের ছেলে রবিউল ইসলাম জানান, ধান মাড়ায় শেষে একটি নসিমনে বাড়ি ফেরার পথে অপর একটি পাওয়ার ট্রেলারের ধাক্কায় গুরুতর আহত হন তার চাচা। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মেহেরপুর ২৫০ শষ্য বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিত্বে এই দূর্ঘটনার আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।


আরও খবর



ভারতকে ডোবানো সেই আম্পায়ার ফাইনালে

প্রকাশিত:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

তিনি ম্যাচ পরিচালনা করলেই আইসিসি ট্রফি বা বিশ্বকাপের নক আউট পর্বে ভারত হেরে যায়। এটি কিন্তু কাকতালীয় কোনো ঘটনা নয়। একটি দুটি ম্যাচে এমন হতেই পারে। কিন্তু তাই বলে টানা পাঁচবার তো আর এমন হতে পারে না। কিন্তু ঠিক এমনটাই ঘটেছে ভারতের সঙ্গে। নক আউটে এই আম্পায়ার থাকলেই ভারত ম্যাচ হারে!

তিনি হচ্ছেন রিচার্ড অ্যালান কেটেলবরা। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার তিনি। খেলার মাঠে খারাপ সিদ্ধান্ত নিতে তাকে খুবই কম দেখা গেছে। এবার ফাইনালের আগের ভারত সমর্থকদের আতঙ্কের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই আম্পায়ার।

ভারতীয়রা স্বপ্ন দেখছেন, এবার ওয়ানডে বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হবে ভারত। আজ রোববার ঘরের মাঠের ফাইনালে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই সেই স্বপ্ন ছুঁতে পারবেন কোহলি-রোহিতরা। স্বপ্ন ছোঁয়ার আনন্দ স্পর্শ করবে শতকোটি ভারতীয়দের। কিন্তু সেই স্বপ্নের সিঁড়িতে কাঁটা হয়ে যেন বসে আছেন কেটেলবরা। ভারতীয় ক্রিকেটভক্তরা তাকে অপয়া আম্পায়ার বলেই ডাকেন।

শুরুটা ২০১৪ থেকে। সে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ভারত-শ্রীলঙ্কা। ম্যাচে আম্পায়ার ছিলেন কেটেলবরো। ম্যাচটা হেরে বসে ভারত। তার ঠিক পরের বছরই ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল ভারত-অস্ট্রেলিয়া। আম্পায়ার ছিলেন এই কেটেলবরোই। এ ম্যাচও হারে ভারত।

এর পরের গল্প ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের। খেলা ছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজের। আম্পায়ার কে বুঝতেই পারছেন। ভারত জিততে পারেনি ম্যাচটা। ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও  রচনা হয় একই স্মৃতি। ভারত ম্যাচ হারে পাকিস্তানের কাছে। এতগুলো পরিসংখ্যানকে কেউই হেলা করতে পারবে না। কাকতালীয়, মন্দভাগ্য নাকি অপয়া আম্পায়ার সে কারণ তাই ভাবনার বিষয়।

২০১৯ এ ফিরে তাকানো যাক, সে বছরের বিশ্বকাপ সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে যায় নিউজিল্যান্ড। আম্পায়ার কেটেলবরো। আর ম্যাচটা সেবারও হেরেছিল ভারত। অর্থাৎ টানা পাঁচটি ম্যাচেই তিনি আম্পায়ার, আর পাঁচ ম্যাচেই ভারতের হার।

তবে ২০২৩ এর ভারত যতটা অপ্রতিরুদ্ধ তাতে কোহলি ভক্তরা আশা করতেই পারেন এবার অন্তত কাপটা জিতুক। মিথ্যে প্রমাণ করুক আম্পায়ারিং অপয়াতত্ত্ব। এখন দেখার বিষয় কতটুকু পারেন ভিরাট, শুভমনরা।


আরও খবর
ইউরো ২০২৪ এর ড্র অনুষ্ঠিত

রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩




ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

নির্বাচন নিয়ে কোনো আলাপ করতে ভারতের রাজধানী নয়াদিল্লি সফরে যাচ্ছেন না বলে জানালেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার নয়াদিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রসচিব। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক করতে তিনি দিল্লি যাচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে পররাষ্ট্রসচিবের দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা।

ভারত-বাংলাদেশের যৌথ পরামর্শক সভার পাশাপাশি চলমান রাজনৈতিক সম্পর্ক বা প্রধানমন্ত্রীর কোনো রাজনৈতিক বার্তা নিয়ে ভারত যাচ্ছেন কি না জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, আপনারা মেলাতে পারেন। সাধারণত গত এক বছরে আমাদের অগ্রগতি রয়েছে। সেগুলোর একটা টেকিং টকস এবং নির্বাচনের পরে বা আগামী বছরে আমরা কোন কোন জায়গায় আরও বেশি জোর দিতে পারি। যেন সময় নষ্ট না হয়, বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে। সেগুলো থাকতে পারে।

মাসুদ বিন মোমেন বলেন, আমি মনে করি না অপ্রয়োজনীয় অন্য কোনো হিডেন (লুকোনো) এজেন্ডা আছে। যেহেতু নির্বাচন সামনে, তাদের পক্ষ থেকে যদি কোনো কিছু জানার থাকে সেটা অবহিত করতে পারব। তবে আমি প্রধানমন্ত্রী থেকে আলাদা কোনো বার্তা নিয়ে যাচ্ছি না।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল ঘোষণার সময় সিইসি বলেন, ২০২৪ সালের জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। মনোনপত্র বাতিল হলে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।


আরও খবর
নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে

রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩