আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

ময়মনসিংহে বজ্রপাতে নিহত ২

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ২২ মে ২০২৩ | অনলাইন সংস্করণ
ময়মনসিংহ প্রতিনিধি

Image

ময়মনসিংহের ত্রিশাল ও গফরগাঁও উপজেলায় বজ্রপাতে দুই শিশু নিহত এবং আহত হয়েছে আরও দুজন। রোববার (২১ মে) বিকেলে আলাদা বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ত্রিশাল উপজেলার কোটপাড়া গ্রামের জুনায়েদ (৯) এবং গফরগাঁও উপজেলার কোনাপাড়া গ্রামের মাদ্রাসাছাত্র মোহাম্মদ আসিফ (১৫)।

আরও পড়ুন>> ধর্মপাশায় বজ্রপাতে দুজনের মৃত্যু

জানা গেছে, ত্রিশালের জুনায়েদ ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে এবং মোহাম্মদ আসিফ ফুটবল খেলার সময় বজ্রপাতে নিহত হয়।

ত্রিশালে আহত আরও দুই শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এবং গফরগাঁওয়ের স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরও খবর