আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

নারায়ণগঞ্জে এ্যালুমিনিয়াম কারখানায় বিস্ফোরণ, নিহত ১

প্রকাশিত:সোমবার ২৮ মার্চ ২০২২ | হালনাগাদ:সোমবার ২৮ মার্চ ২০২২ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

নারায়ণগঞ্জ ফতুল্লায় হাঁড়ি পাতিল উৎপাদনকারী একটি এ্যালুমিনিয়াম কারখানায় ভাট্টি বিস্ফোরণে মোখলেস (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় দগ্ধ হয়েছে রিপন ফকির (২৫) নামে আরও একজন শ্রমিক। সোমবার (২৮ মার্চ) সকাল সাতটায় সদর উপজেলার ফতুল্লা থানার পাগলা নন্দলালপুর এলাকায় আরাফাত মেটাল নামে এ্যালুমিনিয়াম কারখানায় এই বিস্ফোরণ ঘটে।

কারখানার ম্যানেজার জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কারখানায় দিনে ও রাতে গ্যাস ছিলো না। সোমবার সকালে হঠাৎ গ্যাস আসার পর এ্যালুমিনিয়াম গলানোর ভাট্টিতে গ্যাস জমাট বেঁধে থাকে। সকালে শ্রমিকরা কাজে এসে বিষয়টি বুঝতে না পেরে ভাট্টিতে আগুন দেয়। এ সময় বিকট শব্দে ভাট্টি বিস্ফোরণ ঘটে। তখন কাছে থাকা দুই শ্রমিক মোখলেস ও রিপন ফকির দগ্ধ হলে তাদের রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোখলেসকে মৃত ঘোষণা করেন এবং রিপন ফকিরকে চিকিৎসা দেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান বলেন, ভাট্টি বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন নিহত ও একজন দগ্ধ হয়েছে। এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর
স্বরূপকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




বিশ্ব সম্প্রদায়ের কাছে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়ের কাছে পাঁচটি প্রস্তাব তুলে ধরে মহামারী প্রতিরোধের অংশ হিসেবে একটি বৈশ্বিক সহযোগিতা কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারী আমাদের সকলের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে হাজির হয়েছে। আমরা সারা বিশ্বে অনেককে হারিয়েছি। আমরা বুঝতে পেরেছি যে মানুষের হস্তক্ষেপের জন্য প্রকৃতির নিজস্ব সীমা রয়েছে। আমরা বিশ্ব সংহতির অভূতপূর্ব অভিজ্ঞতাও পেয়েছি। আমরা স্বীকার করেছি যে সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত আমরা কেউই নিরাপদ নই।

গতকাল বুধবার জাতিসংঘ সদর দপ্তরের সম্মেলন কক্ষে মহামারী প্রতিরোধ, প্রস্তুতি ও প্রতিক্রিয়া (পিপিপিআর) বিষয়ে ৭৮তম ইউএনজিএ উচ্চ-পর্যায়ের বৈঠকে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের অবশ্যই উত্তম চর্চা বাড়িয়ে এবং অতীতের ভুলগুলো এড়িয়ে আমাদের সম্মিলিত শিক্ষা নিতে হবে। সমতা ও সংহতি অবশ্যই আমাদের প্রচেষ্টার প্রাণভ্রমরা তৈরি করবে।

মহামারী প্রতিরোধে প্রধানমন্ত্রী পাঁচটি অগ্রাধিকার তুলে ধরেছেন। পাঁচটির মধ্যে তিনটি অগ্রাধিকার হলো- উন্নয়নশীল দেশগুলোতে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য রেয়াতযোগ্য আন্তর্জাতিক অর্থায়ন, মহামারী নজরদারি, প্রতিরোধ, প্রস্তুতি ও বিজ্ঞান-ভিত্তিক পদ্ধতিতে মোকাবিলার জন্য সম্পদ ও দক্ষতা একত্রিত করা ; সকলের জন্য ভ্যাকসিনসহ মানসম্পন্ন, সাশ্রয়ী ও কার্যকর মহামারী পণ্যগুলোর ন্যায়সঙ্গত ও অবাধ প্রাপ্যতা নিশ্চিত করা।

অবশিষ্ট দুটি অগ্রাধিকার হলো- প্রযুক্তির প্রাপ্যতা ও বাস্তব জ্ঞানের মাধ্যমে মহামারী পণ্যগুলোর উৎপাদন বৈচিত্রকরণ; এবং ডব্লিউএইচওর নেতৃত্বে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে প্রাপ্যতা ও সুবিধা ভাগ করে নেওয়ার জন্য একটি আন্তর্জাতিক সহযোগিতা কাঠামো তৈরি করা।

তিনি বলেন, এ লক্ষ্যে, আমরা একটি মহামারী চুক্তি এবং আন্তর্জাতিক স্বাস্থ্য বিধিমালা (২০০৫) এর সংশোধনী থেকে ন্যায্য এবং সুনির্দিষ্ট ফলাফল দেখার আশা করি। বাংলাদেশ উভয় প্রক্রিয়ার সঙ্গে গঠনমূলকভাবে জড়িত থাকবে।

ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিমেটিক দূত সায়মা ওয়াজেদের উপস্থিতিতে সভায় শেখ হাসিনা বাংলাদেশ কোভিড-১৯ এর প্রভাবের বাইরে ছিলো না উল্লেখ করে বলেন, তবু আমরা কোভিড-১৯ পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি বৈশ্বিক সূচকে পঞ্চম স্থানে রয়েছি। শুরু থেকেই, আমাদের জীবন বাঁচানো এবং জীবিকা রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়েছিল।

প্রথম দিকে ডব্লিউএইচওর সহায়তায় একটি জাতীয় প্রস্তুতি ও পরিস্থিতি মোকাবিলা পরিকল্পনা গ্রহণ করার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা গরিবদের জন্য বিনামূল্যে ওষুধ ও পিপিই সরবরাহ নিশ্চিত করি। আইসিইউ শয্যা সংখ্যা দ্বিগুণেরও বেশি করি। শূন্য থেকে ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষাগার স্থাপন করা হয়। প্রায় সমস্ত হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়।

তিনি বলেন, কয়েক মাসের মধ্যে প্রায় ১১,০০০ ডাক্তার ও ১৩,০০০ মেডিকেল সাপোর্ট স্টাফ নিয়োগ করা হয়। মৃত্যুর হার ১.৪৬% সীমিত রাখাসহ আমাদের ফ্রন্টলাইন কর্মীরা বিস্ময়করভাবে কাজ করেছে।

তিনি বলেন, সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন পরিচালনার জন্যএকটি ডেডিকেটেড ডিজিটাল অ্যাপ চালু করা হয়। আমরা কমপক্ষে দ্বিতীয় ডোজ দিয়ে ৯৩% ভ্যাকসিন কভার করেছি। আমি মহামারী ভ্যাকসিনগুলোকে বিশ্বব্যাপী জনসাধারণের পণ্য হিসাবে বিবেচনা করার আহ্বান জানিয়েছি।

আওয়ামী লীগ সরকার ২৬.৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি প্রণোদনা প্যাকেজ চালু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা ৪ কোটিরও বেশি নিন্ম আয়ের মানুষকে সরাসরি খাদ্য সহায়তা দিয়েছি। বাংলাদেশ অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোর পাশাপাশি বিদেশে অবস্থানরত অভিবাসী কর্মীদের দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।


আরও খবর
দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




শ্রীলঙ্কার কাছে হারের যে ব্যাখ্যা দিলেন সাকিব

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য অনেকটা বাঁচামরার লড়াই। টুর্নামেন্টে ভালোভাবে টিকে থাকতে হলে জিততেই হতো সাকিব আল হাসানের দলকে। এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচের টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস জেতাটা সেই সময় পক্ষেই এসেছে বলে মনে হয়েছিল তাঁর।

টসে জিতে বাংলাদেশ দল ফিল্ডিং নেয়। টসের পর সাকিব মাঠে বলেছিলেন, একজন বাড়তি বোলার নিয়ে খেলছি। আশা করছি, আমাদের বোলিংয়ের যে শক্তি, তা দিয়ে শ্রীলঙ্কাকে অল্পে আটকে দিতে পারব এবং রান তাড়ায় ভালো করব।

কিন্তু সাকিবের চাওয়া অনুযায়ী শুরুটা হয়নি। শ্রীলঙ্কা ৩৪ রানে প্রথম উইকেট হারায়। তবে ২৩.২ ওভারের মধ্যে আর কোনো উইকেট ফেলতে পারেনি বাংলাদেশের বোলাররা। এর মধ্যে ১০৮ রান তুলে ফেলে শ্রীলঙ্কা। শুরুর এই ধাক্কা কাটিয়ে বাংলাদেশের বোলাররা অবশ্য ফিরে আসে।

৩৭.১ ওভারে ১৬৪ রানের মধ্যে শ্রীলঙ্কার আরও ৪টি উইকেট তুলে নেন তাসকিন আহমেদ-হাসান মাহমুদ-শরীফুল ইসলামরা। সব মিলিয়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের চাপের মুখেই ফেলে দিতে পেরেছিলেন বাংলাদেশের বোলাররা।

কিন্তু সাদিরা সামরাবিক্রমার দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ পায় শ্রীলঙ্কা। তাঁর ৭২ বলে ৬ চার ও ১ ছয়ে ৯৩ রানের ইনিংসটিতে ভর করে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ২৫৭ রান

২১ রানে ম্যাচ হারার পর সাকিব বলছেন, আমি ভেবেছিলাম টস জেতাটা আমাদের পক্ষেই এসেছে। আমরা অবশ্য বোলিংয়ে আশা অনুযায়ী ভালো করতে পারিনি। উইকেটে বোলারদের জন্য সুবিধা ছিল। কিন্তু আমরা উইকেট নিতে পারিনি। শ্রীলঙ্কাকেও কৃতিত্ব দিতে হবে।

সাকিব এরপর যোগ করেন, আমরা এরপর অবশ্য ভালোভাবেই ফিরে আসি। কিন্তু সাদিরা খুব ভালো খেলেছে। রান তাড়া করতে নেমে বাংলাদেশ ব্যাটিংটাও ভালো করতে পারেনি। সাকিব বলেছেন, আমাদের ৮০ থেকে ১০০ রানের জুটি গড়তে হতো। আমাদের শীর্ষ চার ব্যাটসম্যান পর্যাপ্ত রান পায়নি। এ ছাড়া শুরুতে আমরা ভালো বোলিং করিনি।


আরও খবর
গেইলের রেকর্ড ভেঙে রোহিতের ইতিহাস

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




ফের ফারিণের কলকাতা মিশন

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

দেশের টিভি নাটকের পরিচিত মুখ তাসনিয়া ফারিণ। ওটিটিতেও তাঁর অভিনয় জাদুতে মুগ্ধ দর্শক। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন কলকাতার সিনেমায়। সেখানে তাঁর অভিষেক হয়েছে অতনু ঘোষের আরও এক পৃথিবী সিনেমায়। নির্মাতার ১০ নম্বর সিনেমাটি পশ্চিমবঙ্গের ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ৩ ফেব্রুয়ারি। এতে ফারিণের অভিনয় বেশ প্রশংসিত হয়। আবারও এলো ঢাকার ফারিণের কলকাতা মিশনের খবর। আমির খান প্রযোজিত লাপতা লেডিসখ্যাত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর সিনেমায় নায়িকা হচ্ছেন এ তারকা অভিনেত্রী। খবরটি জানিয়েছেন নিজেই। পাত্রী চাই শিরোনামে সিনেমায় ফারিণের নায়ক কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তী। 

আরও পড়ুন>> মেকআপ ছাড়া ছবি দিয়ে কটাক্ষের শিকার মধুমিতা

ফারিণ বলেন, বিপ্লব গোস্বামী একজন গুণী চিত্রনাট্যকার। বলিউড অভিনেতা আমির খান তাঁর লেখারও একজন ভক্ত। এমন একজন মানুষের সিনেমায় কাজ করতে যাচ্ছি ভেবে ভালো লাগছে। পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দম্ভকে নাড়িয়ে দেওয়ার গল্প নিয়ে এটি নির্মিত হবে। গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত বলতে চাই না। এর আগে কলকাতার সিনেমায় আমি অভিনয় করেছি। দর্শকদের বেশ প্রশংসাও পেয়েছিলাম। আশা করছি, নতুন সিনেমাটিতেও দর্শক সাড়া মিলবে। সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্পের সিনেমাটিতে আরও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশঙ্কর। দুর্গাপূজার পরই দৃশ্য ধারণ শুরু হবে। এটি প্রযোজনায় রয়েছে প্রমোদ ফিল্ম। গত ১১ আগস্ট নতুন জীবনে পা রেখেছেন ফারিণ। বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক শেখ রেজওয়ান রাফিদ আহমেদকে। এরপর হানিমুন সারেন মালদ্বীপে। সেখান থেকে দেশে ফিরে শুটিংয়ে চলে যান অস্ট্রেলিয়ায়। ফিরেই নতুন কিছু কাজের ঘোষণা দেন। জানালেন, চরকি অরিজিনাল সিনেমা পুনর্মিলন-এ কাজ শেষ করেছেন। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন তারকা অভিনেতা সিয়াম আহমেদ। কাজিনদের বন্ধুত্বের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এটি শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছেন এ অভিনেত্রী। 

আরও পড়ুন>> রেড কার্পেটে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম

এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে ফারিণ বলেন, একসঙ্গে ভ্রমণে গেলে বন্ধুত্ব হয়, কর্মস্থলে-বিশ্ববিদ্যালয়ে বন্ধুত্ব হয়। তবে আরেক ধরনের বন্ধুত্বের গল্প খুব একটা দেখা হয় না, সেটা কাজিনদের বন্ধুত্বের গল্প। এর আগে নেটওয়ার্কের বাইরে ওয়েব সিনেমায় বন্ধুদের গল্পে অভিনয় করেছি। এটিও বন্ধুত্বের গল্প। তবে এর অ্যাঙ্গেলটি অন্য রকম। সময়োপযোগী একটি চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে ভালো কিছু হবে এ আশা করাই যায়। ওয়েব সিনেমাটি ছাড়াও ফারিণের হাতে রয়েছে বাবা, সামওয়ান ফলোয়িং মি, কাছের মানুষ দূরে থুইয়াসহ বেশ কয়েকটি ওটিটির কাজ। কাজল আরেফিন অমির অসময় নামে ওয়েব সিনেমায়ও অভিনয় করতে যাচ্ছেন তিনি। শিগগিরই এর শুটিং শুরু হবে। এটি ডিসেম্বরে উন্মুক্ত হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে।


আরও খবর
রণবীরের জন্মদিনে স্মৃতিকাতর আলিয়া

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩

জয়ের জন্মদিনে বীরের শুভেচ্ছা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপের মিনাহাসা উপদ্বীপে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩।

শনিবার (৯ সেপ্টেম্বর) দেশটিতে ভূমিকম্প আঘাত হানে। তবে ভূমিকম্পে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স জানায়, ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে ইন্দোনেশিয়ার ভূপদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি বলেছে, অগভীর এ ভূমিকম্পের কারণে সুনামির সম্ভাবনা নেই।

এশিয়ার বৃহত্তম দ্বীপদেশ ইন্দোনেশিয়ার জন্যসংখ্যা সাড়ে ২৭ কোটির বেশি। ভূতাত্ত্বিক অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প, অগ্নুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। সবশেষ গত ২৯ আগস্ট ভোরে দেশটির অন্যতম পর্যটনকেন্দ্র বালিসহ লম্বক অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়।

এদিকে, গত ৮ সেপ্টেম্বর রাত ১১টার কিছু পরে উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।


আরও খবর



এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন নাজমুল হোসেন শান্ত

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

বাংলাদেশ সুপার ফোরে। এ নিয়ে খুশি বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। কিন্তু হঠাৎ করেই এলো দুঃসংবাদ। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত ছিটকে গেলেন এশিয়া কাপের বাকি ম্যাচগুলো থেকে।

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন শান্ত। যে কারণে তিনি আর এশিয়া কাপে খেলতে পারবেন না। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। একই সঙ্গে জানিয়েছে, খুব দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা হবে এবং পূনর্বাসন শুরু করা হবে।

দুর্দান্ত ফর্মে ছিলেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচে বাংলাদেশের ভরাডুবি হলো, সেই ম্যাচেও ব্যাট হাতে ৮৯ রান করেছিলেন শান্ত। একদিকে একের পর এক উইকেট পড়েছে, অন্যদিকে শান্ত একাই লড়াই করে গেছেন আফগান বোলারদের বিপক্ষে।

দ্বিতীয় ম্যাচে লাহোরে মেহেদী হাসান মিরাজের সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তোলেন তিনি। তাদের দুজনের অবিচ্ছিন্ন ১৯৪ রানের জুটি (মিরাজ আহত হয়ে মাঠ ছাড়েন, যে কারণে এই জুটি ভাঙেনি) গড়ে বাংলাদেশকে বিশাল স্কোরের পথ দেখান। শেষ পর্যন্ত ১০৪ রানে গিয়ে থামেন শান্ত।

এমন একজন ব্যাটারকে হঠাৎ করেই হারিয়ে ফেলা অনেক বড় ক্ষতি হয়ে গেলো বাংলাদেশের। বিশেষ করে এশিয়া কাপের সুপার ফোর যখন সামনে।

বিসিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আফগানিস্তানের সঙ্গে ইনিংসের সময়ই অস্বস্তি বোধ করছিলেন তিনি। সোমবার এমআরআই করানো হয় শান্তর।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেন, শান্ত তার হ্যামস্ট্রিংয়ের চোটের কথা আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় জানিয়েছিল। পরে ফিল্ডিংও করতে পারেনি। আমরা এমআরআই করিয়ে একটা মাসল টিয়ার পেয়েছি। যার প্রেক্ষিতে এশিয়া কাপে তার খেলা হচ্ছে না। দেশে ফিরে পুনর্বাসন ও বিশ্বকাপ প্রস্ততি শুরু করবেন তিনি।


আরও খবর
গেইলের রেকর্ড ভেঙে রোহিতের ইতিহাস

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩