
মোনায়েম খান নেত্রকোনা
চতুর্থ ধাপে নেত্রকোনা পৌরসভা নির্বাচনে প্রতীক বুধবার দুপুরে জেলা নির্বাচন অফিসের হলরুমে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ শেখ মেয়র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম খান এর হাতে নৌকার প্রতীক তুলেদেন।
এ উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব মতিউর রহমান খান, সহ-সভাপতি অধ্যাপক গোলাম রসুল তালুকদার, যুগ্ম সম্পাদক নুর খান মিঠু, যুগ্ম সম্পাদক প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি এম খান পাঠান বিমল, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহাররুল ইসলাম খান, অর্থ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান খান, জেলা কৃষকলীগের সভাপতি কেশবরঞ্জন সরকারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। পরে দলীয় ও স্বতন্ত্র মেয়র প্রার্থী ৩ জন, সাধারণ কাউন্সিল প্রার্থী ৫১ জন এবং সংরক্ষিত নারী আসনে ১২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি নেত্রকোনা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার রয়েছে ৬৭ হাজার ৪৪৩ জন।