আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

নেত্রকোনায় সড়কে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:রবিবার ১৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:রবিবার ১৯ মার্চ ২০২৩ | অনলাইন সংস্করণ
নেত্রকোনা প্রতিনিধি

Image

নেত্রকোনা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন কর্তৃক চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন। প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন কর্মসূচি পালন করেছে জেলার ট্রাক, ট্রাক্টর, কভার্ডভ্যান সমিতি শ্রমিক ইউনিয়ন। আজ দুপুরে জেলার পুর্বধলা উপজেলার বিরিশিরি-দূর্গাপুর সড়কের লাল মিয়া বাজারে শতশত শ্রমিক সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় বক্তারা বলেন, মটরযান শ্রমিক ইউনিয়ন বাস, মাইক্রোবাসের নিয়ন্ত্রণ করার কথা থাকলেও তারা বেপরোয়াভাবে বালুর ট্রাক থেকে প্রতি গাড়ি বাবত ৪০০ টাকা করে জোরপূর্বক আদায় করছে। চাঁদা না দিলে চালকদের মারধরের অভিযোগও করেন ট্রাক চালকরা।

এ সময় শ্রমিক নেতারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে মোটরযান শ্রমিক ইউনিয়ন কর্তৃক সড়কে চাঁদাবাজি বন্ধ না হলে কঠোর আন্দোলনের মতো কর্মসূচি পালন করা হবে বলে জানান নেতারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ট্রাক, ট্রাক্টর, কভার্ডভ্যান সমিতির সভাপতি সাইফুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ শ্রমিক নেতারা।

নিউজ ট্যাগ: নেত্রকোনা

আরও খবর