আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

নরসিংদীতে কাভার্ডভ্যানের চাপায় তিন পথচারী নিহত

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ জুন ২০২২ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরার নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের চাপায় তিন পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচ পথচারী। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মহাসড়কের মাহমুদাবাদে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রায়পুরার মিঠাবনহাটি এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া (৩০), একই উপজেলার মির্জাপুর এলাকার মোহর আলীয়র ছেলে ফারুক (৫০) এবং নিলকুটি এলাকার সাইদ মিয়ার ছেলে মাছাকিন (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাহমুদাবাদ বাজারে ঢুকে পড়ে। এসময় বেশ কিছু দোকান, ইজিবাইককে চাপা দেয়। এময়ে দুই পথচারী ঘটনাস্থলেই নিহত এবং হাসপাতালে নেয়ার পর আরও এক পথচারীর মৃত্যু হয়। এঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ পথচারী। আহতদের পুলিশের সহায়তায় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা। 

ভৈরব হাইওয়ে পুলিশ পরিদর্শক ওসি মোজাম্মেল হোসেন জানান, সকাল ৬টার দিকে মহাসড়কের মহামুদাবাদে নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনসহ তিনজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পাড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিস্তারিত জানার চেষ্টা করছি বলে জানান ওসি।


আরও খবর



আফগানদের বিপক্ষে বাংলাদেশের অগ্নিপরীক্ষা

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপে শুরু করায় ইতোমধ্যেই খাদের কিনারায় নিজেদের নিয়ে দাঁড় করিয়েছে বাংলাদেশ। অবস্থাটা এখন বললেও খুব একটা ভুল হইবে না যে ইতোমধ্যেই খাদে পড়েই গেছে বাংলাদেশ। অনেক কষ্টে কিছু একটা আকড়ে ধরে ঝুলে রয়েছে এশিয়া কাপের মিশনে।

আফগানিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারলেই সব আশা শেষ বাংলাদেশের। পা হড়কে আফগানদের বিপক্ষে পরাজিত হলেও টাইগারদের হারিয়ে যেতে হবে খাঁদের অতলে। নিতে হবে এশিয়া কাপ থেকে বিদায়।

এমনই এক পরিস্থিতিতে দাঁড়িয়ে রোববার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার মিশনে নামতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। 

আরও পড়ুন>> বৃষ্টিতে ভেসে গেল ভারত-পাকিস্তান ম্যাচ

শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হারার কারণে আফগানিস্তানের বিপক্ষে জয় ভিন্ন পথ খোলা নেই বাংলাদেশের। কেননা এই ম্যাচ হারলেই বি-গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। তখন লঙ্কান ও আফুগানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হয়ে যাবে কেবলই নিয়মরক্ষার ম্যাচ।

তবে জিতলেও যে খুব একটা স্বস্তিতে থাকবে বাংলাদেশ তেমনটা কিন্তু নয়। কেননা তখন বাংলাদেশের প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে লঙ্কানদের জয়ের জন্য। যদি কোনোভাবে সেই ম্যাচে আফগানিস্তান জিতে যায় তাহলে হিসেব হবে রান রেটের।

সেক্ষেত্রে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও থাকবে টাইগারদের। তবে সেই মারপ্যাচে যেতে হলে আগে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে সাকিব এন্ড কোংদের। তাই বলাই চলে আফগানদের বিপক্ষে রীতিমতো এক অগ্নিপরীক্ষা দিতে হবে চান্ডিকা হাথুরুসিংহে ও তার দলকে।

এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ১৪টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এর ভেতর বাংলাদেশ এগিয়ে থাকলেও ব্যবধানটা খুব একটা বেশি না। টাইগারদের ৮ জয়ের বিপরীতে আফগানদের জয় ৬ ম্যাচে।

বাংলাদেশ আফগানদের বিপক্ষে দ্বৈরথে এগিয়ে আছে এশিয়া কাপের ম্যাচেও। এশিয়া কাপে ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে তিনবার দেখা হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এই তিন দেখায় দুইবারই শেষ হাসি হেসেছে টাইগাররা।

তবে দুই দলের সবশেষ দ্বিপাক্ষিক সিরিজের পরিসংখ্যানটা এগিয়ে রাখছে আফগফানদের। গেল জুলাইয়ে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ।

অস্তিত্ব টিকিয়ে রাখার মিশনে বাংলাদেশের একাদশে আসতে পারে একাধীক পরিবর্তন। লঙ্কানদের বিপক্ষে অভিষেক ম্যাচে তানজিদ তামিম চাপে পড়ে পারফরম্যান্স করতে না পারায় তার পরিবর্তে একাদশে জায়গা হতে পারে আনামুল হক বিজয়ের। যদিও কোচ ভরসা রাখছেন তামিমের ওপর। তবে আনামুলকেও বাজিয়ে দেখার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন>> বাংলাদেশে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড

শেখ মাহেদীকে বিশ্রাম দেয়া হতে পারে এই ম্যাচের জন্য। সে কারণে দলে জায়গা হতে পারে আফিফ হোসেন ধ্রুব বা শামিম পাটোয়ারির।

এদিকে মোস্তাফিজের ইনজুরি শঙ্কা থাকায় হয়তো আফগানদের বিপক্ষে মাঠে দেখা যাবে বাঁহাতি এই পেসারকে। তার পরিবর্তে একাদশে জায়গা হতে পারে হাসান মাহমুদের।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ : তানজিদ তামিম/আনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব/শামিম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান/হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।


আরও খবর



কেএফসি, নতুন এক স্বপ্নের পাশে

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
প্রেস বিজ্ঞপ্তি

Image

আগামী অক্টোবরে, ভারতের চেন্নাই-এ স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ডকাপ ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে ১৭টি দেশ থেকে ১৯টি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে কেএফসি স্বপ্নের পাঠশালা ও লিডোর পথশিশুদের নিয়ে একটি দল গঠন করা হয়েছে। ওদের সমর্থনে  পাশে আছে কেএফসি।

ক্ষুদে এই ক্রিকেটারদের উৎসাহ যোগাতে কেএফসি সম্প্রতি, ওয়াশপুর গার্ডেন সিটিতে একটি বিশেষ ইভেন্টের আয়োজন করে। সেখানে জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-এর নানা রকম টেকনিক ও টিপস অ্যান্ড ট্রিক্স, শিশুদের সাথে শেয়ার করেন। যা এই নতুন প্রতিভাদের জন্য এক অনন্য সুযোগ ছিলো।

ট্রান্সকম ফুডস লিমিটেড-এর সিইও অমিত দেব থাপা বলেন এমন একটি অসাধারণ উদ্যোগের পাশে থাকতে পেরে কেএফসি বাংলাদেশ অনেক গর্বিত। স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ডকাপ ২০২৩-এ বাংলাদেশ দলটির জন্য শুভকামনা। আশা করি তারা যেনো ক্রিকেটের সর্বোচ্চ শিখরে উঠতে পারে।

নিউজ ট্যাগ: কেএফসি

আরও খবর



ইতিহাসে আজকের এই দিনে

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

আজ ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১৩ আশ্বিন ১৪৩০। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৮৬৫ - এলিজাবেথ গ্যারেট এন্ডারসন প্রথম শল্যাচিকিৎসক হিসেবে ব্রিটেনে নিবন্ধিত হন।

১৯০৬ - হংকং এ প্রবল ঘূর্ণিঝড়ে দশ হাজার লোকের মৃত্যু।

১৯২৩ - বুলগেরিয়ায় ফ্যাসিস্ট বিরোধী এক অভ্যুত্থান ঘটে।

১৯২৮ - স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা ঘোষণা করেন।

১৯২৯ - ভারতের স্বনামধন্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেন। তিনি এক হাজারের বেশি ভারতীয় চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।

১৯৪৭ - বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেন।

১৯৯৬ - জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক প্রস্তাব পাশ করে মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদের নিচে খননকাজ পরিচালনা বন্ধ করার জন্য ইহুদীবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানায়।

জন্ম:

১৫৭৩ - ইতালীয় অনন্য চিত্রশিল্পী মাইকেলাঞ্জেলোর জন্ম।

১৭৪৬ - প্রাচ্য তত্ত্ববিদ ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোনসের জন্ম।

১৯২৯ - ভারতের স্বনামধন্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর জন্মগ্রহণ করেন।

১৯৩৬ - সাহিত্যিক শেখ ফজলল করিমের ইন্তেকাল।

১৯৪৭ - বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেন।

১৯৭৫ - অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ক্লার্ক জন্মগ্রহণ করেন।

১৯৮২ - ভারতীয় ক্রিড়াবিদ অভিনভ বিন্দ্রা জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৮৯৫ - ফরাসি রসায়নবিদ ও অণুজীববিজ্ঞানী লুই পাস্তুরের মৃত্যু হয়।

১৯০২ - ফরাসি ঔপন্যাসিক এমিল জোলার মৃত্যু হয়।

১৯৫৩ - মার্কিন জ্যোতির্বিদ এডউইন হাবলের মৃত্যু হয়।

১৯৭০ - মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুন নাসের মৃত্যু হয়।

১৯৮৯ - ফিলিপিন্সের সাবেক রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোসের মৃত্যু হয়।

১৯৯৬ - আফগান সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাজিবুল্লাহ মৃত্যু হয়।


আরও খবর
ইতিহাসে আজকের এই দিনে

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩

ইতিহাসে আজকের এই দিনে

মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩




বিদেশি মদসহ ২ যুবক গ্রেফতার

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | অনলাইন সংস্করণ
Image

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে ৫৯ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পুর্ব সমশ্চুড়া গ্রামের মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের আসকর আলীর ছেলে রফিকুল ইসলাম (২৫) ও পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া মারুয়াপাড়া গ্রামের মৃত কছর আলীর ছেলে রফিকুল ইসলাম (৩০)।

থানা পুলিশ জানায়, উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পুর্ব সমশ্চুড়া গ্রামের মধুটিলা ইকোপার্ক এলাকায় প্রাইভেটকার যোগে মাদক পাচার হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩৫ বোতল এসি ব্লাক ও ২৪ বোতল রয়েল স্ট্যাজ ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে মাদক কারবারি নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের রফিকুল ইসলাম ও ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া মারুয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামকে আটক করে। একইসাথে তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেফতারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও ওসি জানান।


আরও খবর



পদ্মার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপরে

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

রাজবাড়ীতে তিনটি গেজ স্টেশন পয়েন্টের মধ্যে একটি পয়েন্টে পদ্মার পানি ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রোববার (৩ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়ার পানি পরিমাপক (গেজ রিডার) সালমা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার বেড়ে এখন জেলার গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

আরও পড়ুন>> গাইবান্ধায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

ইতোমধ্যে গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে শনিবার (২ সেপ্টেম্বর) পানি  বিপদ্সীমা অতিক্রম করে। অন্যদিকে মহেন্দ্রপুর ও সেনগ্রাম পয়েন্টে পদ্মার পানি এখনও  বিপদসীমার নিচে রয়েছে।

পানি পরিমাপক (গেজ রিডার) সালমা খাতুন জানান, পদ্মা নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি পরিমাপের জন্য রাজবাড়ী সদরের মহেন্দ্রপুর, পাংশার সেনগ্রাম ও গোয়ালন্দের দৌলতদিয়ায় গেজ পয়েন্ট রয়েছে। 

আরও পড়ুন>> উদ্বোধনের অপেক্ষায় আখাউড়া-আগরতলা রেলপথ


আরও খবর