শ্রীলঙ্কার
বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপে শুরু করায় ইতোমধ্যেই খাদের কিনারায় নিজেদের নিয়ে দাঁড়
করিয়েছে বাংলাদেশ। অবস্থাটা এখন বললেও খুব একটা ভুল হইবে না যে ইতোমধ্যেই খাদে পড়েই
গেছে বাংলাদেশ। অনেক কষ্টে কিছু একটা আকড়ে ধরে ঝুলে রয়েছে এশিয়া কাপের মিশনে।
আফগানিস্তানের
বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারলেই সব আশা শেষ বাংলাদেশের। পা হড়কে আফগানদের বিপক্ষে
পরাজিত হলেও টাইগারদের হারিয়ে যেতে হবে খাঁদের অতলে। নিতে হবে এশিয়া কাপ থেকে বিদায়।
এমনই এক পরিস্থিতিতে
দাঁড়িয়ে রোববার (৩ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের অস্তিত্ব
টিকিয়ে রাখার মিশনে নামতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি।
আরও পড়ুন>> বৃষ্টিতে ভেসে গেল ভারত-পাকিস্তান ম্যাচ
শ্রীলঙ্কার
বিপক্ষে বাজেভাবে হারার কারণে আফগানিস্তানের বিপক্ষে জয় ভিন্ন পথ খোলা নেই বাংলাদেশের।
কেননা এই ম্যাচ হারলেই বি-গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের।
তখন লঙ্কান ও আফুগানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হয়ে যাবে কেবলই নিয়মরক্ষার
ম্যাচ।
তবে জিতলেও
যে খুব একটা স্বস্তিতে থাকবে বাংলাদেশ তেমনটা কিন্তু নয়। কেননা তখন বাংলাদেশের প্রার্থনা
করতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে লঙ্কানদের জয়ের জন্য। যদি কোনোভাবে সেই ম্যাচে
আফগানিস্তান জিতে যায় তাহলে হিসেব হবে রান রেটের।
সেক্ষেত্রে
এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও থাকবে টাইগারদের। তবে সেই মারপ্যাচে
যেতে হলে আগে আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে সাকিব এন্ড কোংদের। তাই বলাই
চলে আফগানদের বিপক্ষে রীতিমতো এক অগ্নিপরীক্ষা দিতে হবে চান্ডিকা হাথুরুসিংহে ও তার
দলকে।
এখন পর্যন্ত
আফগানিস্তানের বিপক্ষে ১৪টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। এর ভেতর বাংলাদেশ এগিয়ে থাকলেও
ব্যবধানটা খুব একটা বেশি না। টাইগারদের ৮ জয়ের বিপরীতে আফগানদের জয় ৬ ম্যাচে।
বাংলাদেশ আফগানদের
বিপক্ষে দ্বৈরথে এগিয়ে আছে এশিয়া কাপের ম্যাচেও। এশিয়া কাপে ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত
আফগানিস্তানের সঙ্গে তিনবার দেখা হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এই তিন দেখায় দুইবারই
শেষ হাসি হেসেছে টাইগাররা।
তবে দুই দলের
সবশেষ দ্বিপাক্ষিক সিরিজের পরিসংখ্যানটা এগিয়ে রাখছে আফগফানদের। গেল জুলাইয়ে ঘরের মাঠে
আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ।
অস্তিত্ব টিকিয়ে
রাখার মিশনে বাংলাদেশের একাদশে আসতে পারে একাধীক পরিবর্তন। লঙ্কানদের বিপক্ষে অভিষেক
ম্যাচে তানজিদ তামিম চাপে পড়ে পারফরম্যান্স করতে না পারায় তার পরিবর্তে একাদশে জায়গা
হতে পারে আনামুল হক বিজয়ের। যদিও কোচ ভরসা রাখছেন তামিমের ওপর। তবে আনামুলকেও বাজিয়ে
দেখার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন>> বাংলাদেশে দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড
শেখ মাহেদীকে
বিশ্রাম দেয়া হতে পারে এই ম্যাচের জন্য। সে কারণে দলে জায়গা হতে পারে আফিফ হোসেন ধ্রুব
বা শামিম পাটোয়ারির।
এদিকে মোস্তাফিজের
ইনজুরি শঙ্কা থাকায় হয়তো আফগানদের বিপক্ষে মাঠে দেখা যাবে বাঁহাতি এই পেসারকে। তার
পরিবর্তে একাদশে জায়গা হতে পারে হাসান মাহমুদের।
বাংলাদেশ সম্ভাব্য
একাদশ : তানজিদ তামিম/আনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব
আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ,
আফিফ হোসেন ধ্রুব/শামিম হোসেন পাটোয়ারি, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান/হাসান মাহমুদ
ও শরিফুল ইসলাম।