
বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনান এর আহবানে সারা দিয়ে পিরোজপুরে এক অসহায় কৃষকের জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে পিরোজপুর জেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ শনিবার পিরোজপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মোমেন মোর্শেদ শুভ্র নেতৃত্বে ওই কৃষকের জমিতে থাকা পাঁকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয় জেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
জানাগেছে, শ্রমিক সংকটের কারণে পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠি এলাকার ১ নং ওয়ার্ড এর বাসিন্দা শহীদ মৃধা তার জমিতে থাকা পাঁকা ধান নিয়ে বিপাকে পরে। বিষয়টি জানেতে পেরে পিরোজপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মোমেন মোর্শেদ শুভ্র তার নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ মৃধা এক বিঘ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়।
কৃষক শহীদ মৃধা জানান, মাঠজুড়ে সোনালী ফসল মনে আনন্দের জেয়ার বয়ে নিয়ে এসেছিল কিন্তু
ধানকাটা শ্রমিক সংকটের কারণে সে আনন্দ যেতে বসেছিল এমন সময়ে পিরোজপুর জেলা ছাত্রলীগের
যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মোমেন মোর্শেদ শুভ্র তার
নেতাকর্মীদের সাথে নিয়ে আমার ধান কেটে ঘরে তুলে দিয়েছে। আমার সকল সমস্যা সমাধান হয়েছে
মো: মোমেন মোর্শেদ শুভ্র’র এর কারণে, আল্লাহ তাকে আরও অনেক বড় করুন সেই
দোয়া রইল।
মো: মোমেন মোর্শেদ শুভ্র জানান, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক ও প্রধানমন্ত্রী শেখ
হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ
ইনান এর আহবানে সারা দিয়ে আমরা কৃষক শহীদ মৃধার ১ বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে
তুলে দিয়েছি। পিরোজপুর জেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ সব-সময় সমস্যা এবং অভাবগ্রস্থ
মানুষের পাশে দাড়ানোর সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। পিরোজপুর জেলায় কৃষকের ধান কেটে ঘরে
তুলে দেওয়ার কর্মসূচি অব্যহত থাকবে।