আজঃ বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

পলাশে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাথে জনপ্রতিনিধিদের আলোচনা সভা

প্রকাশিত:বুধবার ২৪ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৪ মে ২০২৩ | অনলাইন সংস্করণ
নাসিম আজাদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি

Image

প্রস্তাবিত লোকাল গভার্মেন্স এন্ড রেসিলিয়েন্স প্রজেক্ট (এলজিআরপি) এর আওতাধীন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাথে নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে (২৪ মে) বুধবার সকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের সিনিয়র আরবান স্পেশালিস্ট রুমানা হক, সিনিয়র আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ভাসুধা থাভাকার, প্রোগ্রাম এসোসিয়েট জিনিয়া সুলতানা, কনসালটেন্ট সানতানো লাহেরী, ফরমার সিনিয়র এনভায়রনমেনটাল এন্ড সোসাল সেফগার্ডস স্পেশালিস্ট এলজিএসপি-৩ আব্দুল গণি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা ।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার এবং উপজেলার চারটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথেও আলোচনা সভা করেন।

নিউজ ট্যাগ: নরসিংদী পলাশ

আরও খবর



স্বেচ্ছায় বিসিবি থেকে পদত্যাগ করলেন নাঈমুর রহমান

প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

বিসিবি থেকে পদত্যাগ করেছেন নাঈমুর রহমান দুর্জয়। বিসিবির পরিচালকের পদে ছিলেন তিনি।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে লেগেছে পরিবর্তনের হাওয়া। বিসিবিতেও তার পরিবর্তন নয়। এরই মধ্যে বিসিবি থেকে পদত্যাগ করেছেন সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের বাইরে থেকেই পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দুইজন পরিচালক জালাল ইউনুস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববিও পদ ছাড়েন। রবার পদত্যাগের তালিকায় যুক্ত হলেন দুর্জয়ও। বিসিবির মধ্যে নাঈমুর রহমানই প্রথম যিনি স্বেচ্ছায় পদত্যাগ করলেন। 

দীর্ঘদিন বিসিবিতে পরিচালক হিসেবে কাজ করেছেন নাইমুর রহমান দুর্জয়। মাঝে সংসদ সদস্যও ছিলেন আওয়ামী লীগ সরকারের অধীনে। সর্বশেষ জাতীয় নির্বাচনে অবশ্য দল থেকে মনোনয়ন পাননি দুর্জয়।


আরও খবর
ভারত সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪




ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানোর বিষয়ে মুখ খুললেন নায়িকা মিতু

প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

অভিনেত্রী জাহারা মিতু নাকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে আসতেন। নায়িকা জাহারা মিতুর স্পর্শ ছাড়া ঘুমাতেন না ওবায়দুল কাদের এমন শিরোনামে একটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হওয়ায় বিষয়টি নিয়ে মুখ খুললেন জাহারা মিতু।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ফেসবুক ভেরিফায়েড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন মিতু। তিনি লিখেছেন, ডিজিটাল যুগে সবকিছুর রেকর্ড থাকে। আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে, আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে। কললিস্টেরও রেকর্ড থাকে। এসব বুঝে-শুনে নিউজ করতে হয়।

দেশের সর্বোচ্চ একজন মন্ত্রীকে, মন্ত্রীপাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো মেয়াদোত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায়। এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি। সত্যিই দেখিনি।

এত হেসেছি আমি নিজে, মানুষ আর কতটুকু হাসবে। কোনো সোর্স নেই, আমার বক্তব্য নেই, কোনো প্রমাণ নেই। আর আমার নাম ডিরেক্ট লিখে দিলেন?

এছাড়াও জাহারা মিতু লিখেছেন, একজন রাজনৈতিক ব্যক্তির নামে ভিউ বলে, ভিউবাণিজ্যে এতটা নিচে নামলেন? একবার ভাবলেন না, মেয়েটা আসলেই কোনোদিন ওই ভাইয়ের সঙ্গে একা দেখা করেছে কিনা? খবর নিয়ে দেখেন ভাইয়েরা।

এটুক একটু বের করেন প্লিজ। নিজেদের সাংবাদিক দাবি করেন? সত্যিই দাবি করেন? আজ থেকে আর কইরেন না। আমি চুপচাপ আমার মতো থাকি, থাকতে দেন। কবিতো নীরবই ছিল, মুখটা খুলাইলেন ক্যান?

সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে ডেবিউ হয় জাহারা মিতুর। উপস্থাপনা থেকে টিভি নাটকও করেছেন। কয়েকটি সিনেমায় অভিনয় করলেও আলোচনায় উঠে আসেন শাকিব খানের সঙ্গে আগুন ও কলকাতার নায়ক দেবের সঙ্গে কমান্ডোতে স্ক্রিন শেয়ার করে।


আরও খবর
কমলা হ্যারিসকে সমর্থন জানালেন টেলর সুইফট

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪




পটুয়াখালীতে বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০১ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি

Image

পটুয়াখালীতে জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন চৌধুরীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালী প্রেসক্লাবের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপি।

এসময় সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বলেন, গত ৩০ আগষ্ট বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী জেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের না জানিয়ে বিএনপির নামে একটি জনসমাবেশ করেন যা পুরোপুরি অসংগঠনিক কাজ। এছাড়া দীর্ঘ ১৬ বছর ধরে পটুয়াখালীতে বিএনপি যেসকল আন্দোলন সংগ্রাম করেছে তাতে আলতাফ হোসেন চৌধুরীর কোন অংশগ্রহণ ছিলো না। বরং এখন তিনি যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে দল ভারী করছে যা বিএনপি নেতাকর্মীদের জন্য খুবই হতাশ জনক বিষয়।

এদিকে একই দিন দুপুরে শেরে বাংলা সড়কের সুরাইয়া ভবনের তৃতীয় তলায় সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন চৌধুরী।

এসময় সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন চৌধুরী বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে গত ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে। এঘটনায় যারা নিহত, আহত, গুম হয়েছে তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। দেশ থেকে আওয়ামী লীগের বড় বড় নেতারা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা ও র এর এজেন্টরা এখনো ভয়ংকর রুপে কাজ করছে। তবে তার চেয়েও ভয়ংকর হচ্ছে বিএনপির মধ্যে থাকা কিছু মোনাফেক ও বর্ণচোররা।

তিনি আরো বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলো সারা বাংলাদেশে। ছাত্র জনতার আন্দোলন দমনের নামে আওয়ামী লীগ গনহত্যা, বিডিআর হত্যা, হেফাজত হত্যা এবং বিএনপির নেতাকর্মীদের হত্যা-গুমের দায়ে এই ফ্যাসিষ্ট শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

নিউজ ট্যাগ: পটুয়াখালী

আরও খবর



সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন আটক

প্রকাশিত:শনিবার ১৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৭ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
রেদওয়ানুল হক মিলন, ঠাকুরগাঁও

Image

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে সাদা পোশাকে একদল পুলিশ সদস্য আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সাবেক মন্ত্রীর স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, বাড়ি থেকে সাদা পোশাকে পুলিশের ১০ থেকে ১৫ জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

তিনি আরও বলেন, তাদের সবার কাছে অস্ত্র ছিল। পরে তারা বলেন ওঠেন, চলেন। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি কিন্তু তারা কিছু বলেনি।

এ বিষয়ে রুহিয়া থানার ওসি মো. গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, রাত সাড়ে ১০টার দিকে রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে। সেখানে যাওয়ার পর আমি জানতে পারি যে, ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা এসে রমেশচন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়ে যান।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা গা ঢাকা দেন।


আরও খবর



নেটিজেনদের হৃদয়ে ঝড় তুলছেন মন্দিরা

প্রকাশিত:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

গিয়াস উদ্দিন সেলিমের কাজলরেখা সিনেমার মাধ্যমে অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী রূপালী পর্দায় অভিষেক হয়েছে। প্রথম সিনেমাতেই নিজের লুক, অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়ে খুব সচেতন মন্দিরা। নিজেকে স্টাইলিশ ও নজড়কাড়া লুকে দর্শকদের সামনে প্রকাশ করতে ভালোবাসেন তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়িকা। সেখান থেকেই রীতিমতো সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন তিনি।

প্রতিনিয়ত নতুন নতুন লুকে ভক্তদের সামনে ধরা দিচ্ছেন মন্দিরা। তার সাহসী অবতার নেটিজেনদের হৃদয়েও যেন ঝড় তুলছে।

কখনো শাড়ি, কখনো  স্লিভলেস গাউন ও ছিমছাম সাজে মুগ্ধতা ছড়াচ্ছেন মন্দিরা। যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের সময়টা দারুণ উপভোগ করছেন এই অভিনেত্রী।

অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি আছে মন্দিরার। কত্থক নাচের জন্য তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।

২০১২ সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা সেরা নাচিয়েতে অংশ নিয়ে হয়েছিলেন রানার্স আপ। এরপর নাচের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে কাজ করে নির্মাতার কাজল রেখার পর যুক্ত হয়েছেন নীল চক্র-তে।

কাজের ফাঁকেই সামাজিক মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী নিজের বিভিন্ন মুহূর্তের ছবি, অভিজ্ঞতার গল্প ভক্তদের মাঝে শেয়ার করছেন।


আরও খবর
কমলা হ্যারিসকে সমর্থন জানালেন টেলর সুইফট

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪