আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

প্রাথমিক শিক্ষক নিয়োগ-২০২৩ সার্কুলার

প্রকাশিত:বুধবার ২১ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ২১ জুন ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই চাকরির বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামের বিভাগের পুরুষ ও মহিলা প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে এটি তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি। এর আগে গত মার্চ ও এপ্রিল মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষক হিসেবে সরকারি চাকরির সুযোগ পেতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। ২৪ জুন সকাল ১০.৩০টা থেকে ৮ জুলাই ২০২৩ রাত ১১.৫৯টা আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।      

আরও পড়ুন<< টেক্সটাইল বিশ্ববিদ্যালয় : ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রার্থীর বয়স: ৮ জুলাই ২০২৩ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩২ বছর। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 

যেসব জেলার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন-

ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের ১৩টি জেলা (ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি) ।

চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম বিভাগের ৮টি জেলা (চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী, কক্সবাজার) ।

প্রাথমিক শিক্ষক নিয়োগ - আবেদন করতে যেসব নিয়ম মানতে হবে

১. http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এসএমএসের মাধ্যমে অফেরতযোগ্য ২০০ টাকা আবেদন ফিসহ মোট ২২০ টাকা পরিশোধ করতে হবে।

২. আবেদন ফি পরিশোধের পর আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদনে আর কোনো তথ্য সংশোধন, সংযোজন, পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে আবেদন ফরম পূরণের সুযোগ থাকবে

না।

আরও পড়ুন<< দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় হবে : শিক্ষামন্ত্রী

৩. লিখিত পরীক্ষার সময় আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিংক প্রদান করা হবে। যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

৪. অনলাইন আবেদনপত্রে দেওয়ার প্রার্থীর মোবাইল ফোন নম্বরে পরীক্ষাসংক্রান্ত যাবতীয় যোগাযোগ (এসএমএস) করা হবে। তাই নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে।

৫. বিবাহিত মহিলা প্রার্থীরা আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন। তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা/থানার কোটায় বিবেচিত হবে।


আরও খবর



বামনায় জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত হলেন স্বপন মিয়া

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
Image

বামনা(বরগুনা) প্রতিনিধি: 

১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বামনার স্বপন মিয়া।

জানাযায় স্বপন মিয়া বরগুনার বামনা উপজেলার ৩নং রামনা ইউনিয়নের ঘোপখালী গ্রামের আব্দুস সালামের পুত্র।

স্বপন মিয়া বামনা উপজেলার ঘোপখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারী, বামনা সরকারী সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে এসএসসি এবং বামনা সরকারী ডিগ্রি কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাশ করেন।

পরে স্বপন মিয়া বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগে ভর্তি হয়ে কৃত্তিত্বের সাথে লেখাপড়া চালিয়ে ল, পাশ করেন এবং ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) হিসেবে সুপারিশপ্রাপ্ত হন।

গত ২৩সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

বামনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসাইন জানান আমার পাশের গ্রামের ছেলে স্বপন মিয়া ও আমাদের গর্ব। স্বপনের এ অর্জনে আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় ও গর্বিত। ওর হাতে ন্যায়বিচার নিশ্চিত হোক সেই দোয়া রইলো।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলে মোট ১০৪ জনের রোল নম্বর উল্লেখ করে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে, মেধা তালিকায় থাকা ৯৯তম থেকে ১০৪তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও চারজন মিলিয়ে মোট ১০৪ জনকে মনোনীত করা হয়েছে।


আরও খবর
পেঁয়াজের দাম কেজিতে বাড়লো ১৩ টাকা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




কৃষক বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করলেন ছেলে

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
হবিগঞ্জ প্রতিনিধি

Image

হবিগঞ্জে হেলিকপ্টারে করে কৃষকের ছেলে ইতালি প্রবাসী বর এসে বিয়ে করে নিয়ে গেলেন মুদি দোকানির মেয়েকে। আজ বুধবার দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার আব্দুল আলী কমিউনিটি সেন্টারে ব্যতিক্রম এই বিয়ে অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বরাগীকান্দি গ্রামের কৃষক হাছান আলীর ছেলে নাসির মিয়া ইতালিপ্রবাসী। কিছুদিন আগে তিনি দেশে এলে তার বিয়ে ঠিক করা হয় হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামের মুদি দোকানি কুদরত আলীর কলেজপড়ুয়া মেয়ে মাশিয়াত জাহান প্রমির সাথে।

নাসির মিয়ার বাবা হাছান আলীর ইচ্ছা ছিল ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন। বাবার ইচ্ছা পূরণে নাসির মিয়া হেলিকপ্টার ভাড়া করেন। আজ বুধবার দুপুরে তার গ্রামের পাশের আদমপুর বাজার থেকে রওনা হয় হেলিকপ্টার। অল্প সময় পর কনের বাড়িসংলগ্ন বহুলা মুজিবুল হাই শাহী ঈদগাহ ময়দানে অবতরণ করে ওই হেলিকপ্টার। পরে সেখান থেকে গাড়িতে করে কমিউনিটি সেন্টারে গিয়ে বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বিকেলে কনেকে নিয়ে বাড়িতে ফেরেন নাসির মিয়া। বর ও কনেকে দেখতে বহুলা মুজিবুল হাই শাহী ঈদগাহে শত শত মানুষের ভিড় জমে।

নাসির মিয়া জানান, তার বাবার ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টার ভাড়া করে বিয়ে করেছেন। বাবার ইচ্ছা পূরণ করতে পেরে ভালো লাগছে। কনে মাশিয়াত জাহান প্রমিও আনন্দিত হেলিকপ্টার করে শ্বশুরবাড়ি যেতে পেরে।

বরের বাবা হাছান আলী জানান, তার অনেক দিনের স্বপ্ন ছিল ছেলে হেলিকপ্টার চরে বিয়ে করবেন। স্বপ্ন পূরণ হওয়ায় তার ভীষণ আনন্দ লাগছে।

কনের বাবা কুদরত আলী জানান, তার গ্রামে এর আগে হেলিকপ্টারে কোনো বিয়ে হয়নি। এই বিয়েতে গ্রামবাসীও আনন্দিত হয়েছে।


আরও খবর
পেঁয়াজের দাম কেজিতে বাড়লো ১৩ টাকা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তানজিদ-শেখ মাহেদী

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩১ আগস্ট ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

নতুন করে ওয়ানডের নেতৃত্বভার পেয়েছেন সাকিব। ওপেনিংয়ে নতুন জুটি। তামিম-লিটন-এবাদত ছিটকে যাওয়ার চ্যালেঞ্জ উৎরানোর লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

শুরুতে ব্যাটিং করার বিষয়ে সাকিব বলেছেন, উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আশা করছি ভালো সংগ্রহ দাঁড় করাতে পারবো। আমরা তিনজন পেসার ও তিনজন স্পিনার নিয়ে খেলছি।

শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনার তানজিদ তামিমের অভিষেক হয়েছে। অতিরিক্ত একজন স্পিনার দলে নেওয়ায় ডানহাতি অফি স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী একাদশে ঢুকেছেন। এছাড়া পেস আক্রমণে তাসকিনের সঙ্গে আছেন শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার অধিনায়ক দাশুন শানাকা বলেছেন, টস জিতলে আমিও ব্যাটিং নিতাম। তবে বৃষ্টির সম্ভাবনা আছে শুরুতে বোলিং পাওয়ায় খারাপ হয়নি। ফ্লাডলাইটের নিচে ব্যাটিং করায় সুবিধা পাবো আশা করছি।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারত্নে, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা, দুনিথ ওয়াল্লালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা।


আরও খবর



রাজবাড়ীতে আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
শাকিল মোল্লা, রাজবাড়ী

Image

রাজবাড়ীতে অসহায় পথ শিশুদের নিয়ে আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর তিনটায় মানবাধিকার সামাজিক সংগঠন পায়াক্ট বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আজকের দর্পণ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাকিল মোল্লার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টেলিভিশনের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ টিভি  রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম শামীম, দৈনিক সময়ের কাগজ এর গোয়ালন্দ প্রতিনিধি ও পায়াক্ট বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার মোঃ মজিবুর রহমান জুয়েল, দৈনিক কালবেলা ও মাই টিভির জেলা প্রতিনিধি শেখ মমিন সহ প্রমুখ।

২০ জন অনাথ ও পথশিশু নিয়ে কেক কেটে আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। কেক কাটা শেষে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।


আরও খবর
পেঁয়াজের দাম কেজিতে বাড়লো ১৩ টাকা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




ঢাকা থেকে সেন্টমার্টিন দ্বীপ যাওয়ার উপায়

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ভ্রমণ ডেস্ক

Image

সেন্টমার্টিন দ্বীপ দেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফের একটি ইউনিয়ন হওয়ায় সেখানে যেতে হলে ঢাকা থেকে প্রথমে টেকনাফে পৌঁছাতে হবে। আর এজন্য ঢাকার কলাবাগান, ফকিরাপুল, সায়েদাবাদ থেকে এসি ও নন-এসি বিভিন্ন বাস যাত্রা করে টেকনাফের উদ্দেশ্যে। তবে বাসের ধরন এবং মানের উপর নির্ভর করে এসব বাসের টিকিটের মূল্য। 

আরও পড়ুন>> যে ৩ খাবারে তারুণ্য ধরে রাখুন

সড়ক পথে টেকনাফ জেটি পর্যন্ত যেতে সময় লাগে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা। এই দীর্ঘ সময়ের পথটা এড়াতে চাইলে সুযোগ আছে প্লেনে যাওয়ার। ঢাকা থেকে আকাশপথে এক ঘণ্টার মধ্যে কক্সবাজার পৌঁছানো যায়। সেক্ষেত্রে প্লেনের ক্যাটাগরি অনুযায়ী ভাড়া গুণতে হবে। তারপর টেকনাফগামী যে কোনো বাসে বা মাইক্রোবাসে করে সর্বোচ্চ আড়াই ঘণ্টার মধ্যে পৌঁছানো যাবে টেকনাফের একদম জেটি পর্যন্ত।

তবে যে পথেই যাওয়া হোক না কেন, এখানে অবশ্যই মনে রাখতে হবে যে, সেন্টমার্টিনের জাহাজ টেকনাফ জেটি থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে যায়। তাই টিকিটের আনুষ্ঠানিকতার জন্য এক ঘণ্টা আগেই উপস্থিত হতে হবে জেটিতে। 

আরও পড়ুন>> নিজেকে বদলাবেন যেভাবে

জাহাজগুলোর প্রতিষ্ঠান ও তাদের নিজস্ব শ্রেণীর ওপর নির্ভর করে ভাড়া। আড়াই ঘণ্টার সমুদ্রযাত্রার পর জাহাজগুলোর সেন্টমার্টিন দ্বীপে পৌঁছাতে পৌঁছাতে দুপুর ১২টায় বেজে যায়। এই জাহাজগুলো আবার ফিরতি পথ অর্থাৎ টেকনাফের দিকে যাত্রা শুরু করে বিকেল ৩টার দিকে।


আরও খবর
শরৎকালের ভ্রমণে ধুলাবালি থেকে রক্ষা পেতে

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩