আজঃ শনিবার ১৮ মে ২০২৪
শিরোনাম

প্রিমিয়ার লিগ মাতানোর অপেক্ষায় নতুন ৫ মুখ

প্রকাশিত:বৃহস্পতিবার ১০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ আগস্ট ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

শীর্ষে থাকার পরও মৌসুমের শেষ দিকে পা হড়কিয়ে গত বছর প্রিমিয়ার লিগ জিততে পারেনি আর্সেনাল। সামনের মৌসুমে আরও আটঘাট বেঁধে মাঠে নামছে মিকেল আরতেতার দল। চলতি দলবদলে এরই মধ্যে ২০ কোটি পাউন্ডের বেশি (প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা) খরচ করে ফেলেছে দলটি। যার মধ্যে জুরিয়েন টিম্বার ও জ্যাকবল কিয়িওররা আছেন, যাঁরা প্রথমবারের মত প্রিমিয়ার লিগে খেলবেন। শুধু আর্সেনাল নয়, ২০২৩২৪ মৌসুমের জন্য ভিন্ন লিগ থেকে খেলোয়াড় কিনে এনেছে অন্য দলগুলোও। প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ মাতানোর অপেক্ষায় থাকা এমনই পাঁচ খেলোয়াড়কে চিনে নেওয়া যাক।

সান্দ্রো তোনালি (নিউক্যাসল)

২৩ বছর বয়সী এই ইতালিয়ান খেলোয়াড়কে বলা হচ্ছে নতুন আন্দ্রেয়া পিরলো। ২০২২ সালে এসি মিলানের সিরি জয় আর সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই মিডফিল্ডারের। প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল সামনের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলবে। প্রিমিয়ার লিগে শিরোপা লড়াইয়ে নামার অপেক্ষায় থাকা নিউক্যাসল তোনালিকে কিনেছে ৭ কোটি ইউরোয়। ইতালিতে ছন্দে থাকা তোনালি প্রিমিয়ার লিগেও নিজের সামর্থ্য দেখাতে পারবেন বলে আশাবাদ শুনিয়েছেন নিউক্যাসল কোচ এডি হাউ।

আন্দ্রে ওনানা (ম্যানচেস্টার ইউনাইটেড)

এক দশকের বেশি সময় ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের গোল পোস্ট সামলেছেন দাভিড দে হেয়া। ৩২ বছর বয়সী এই স্প্যানিশ গোলরক্ষকের সঙ্গে চুক্তি নবায়ন করে ২৭ বছর বয়সী আন্দ্রে ওনানাকে দলে ভিড়িয়েছে ইউনাইটেড। ক্যামেরুনের এই গোলরক্ষক ছিলেন ইন্টার মিলানে। গত মৌসুমে সিরি তে ২৪ ম্যাচে গোলবার সামলে ৮টিতেই ক্লিনশিট (কোনো গোল খাননি) রাখেন ওনানা। এ ছাড়া ইন্টারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওঠার পথেও ছিল ভালো অবদান।

আরও পড়ুন>> বার্সাকে ট্রফি জেতালেন ১৬ বছরের ইয়ামাল

সব মিলিয়ে গত মৌসুমের পারফরম্যান্সই তাঁর প্রতি ইউনাইটেডকে আগ্রহী করে তুলেছে। এ জন্য প্রিমিয়ার লিগের ক্লাবটির খরচ হয়েছে ৫ কোটি ২৫ লাখ ইউরো। কেপা আরিসাবালাগা, আলিসন ও জিয়ানলুইজি বুফনের পর চতুর্থ দামি গোলরক্ষক হিসেবে ইউনাইটেডে যোগ দেওয়া ওনানাকে বড় চ্যালেঞ্জই মোকাবিলা করতে হবে।

রাসমুস হয়লুন্দ (ম্যানচেস্টার ইউনাইটেড)

ম্যানচেস্টার ইউনাইটেড চেষ্টা করেছিল হ্যারি কেইনকে ওল্ড ট্রাফোর্ডে নেওয়ার। তবে টটেনহাম তাঁকে প্রিমিয়ার লিগের ক্লাবে বিক্রি করতে রাজি  না হওয়ায় হাল ছাড়তে হয়েছে ইউনাইটেডকে। এরপরই আতালান্তায় খেলা ডেনিশ তরুণ রাসমুস হয়লুন্দের দিকে হাত বাড়ায় এরিক টেন হাগের দল। তবে ২০ বছর বয়সী এই স্ট্রাইকারকে দলে ভেরাতে বেগ পেতে হয়েছে ইউনাইটেডকে। এক মৌসুম আগে এই খেলোয়াড়ের দাম ১ কোটি ৭০ লাখ পাউন্ড থাকলেও, তিন দফায় প্রস্তাবের পর ৬ কোটি ৪০ লাখ পাউন্ডে কিনতে হয়েছে তাঁকে।

কেইনকে না পাওয়ার পর যার জন্য এত দরকষাকষি, সেই হয়লুন্দ অবশ্য ব্যাপক প্রতিশ্রুতিশীল। সিরি তে এক মৌসুম খেলে গোল করেছেন মাত্র ৯টি। তবে জাতীয় দলের হয়ে ৬ ম্যাচে ৬ গোল করে চমৎকার ভবিষ্যতের ইঙ্গিত রেখেছেন। গতি, শারীরিক গঠন আর স্ক্যান্ডেনেভিয়ান উৎস মিলিয়ে হয়লুন্দকে অনেকে ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হলান্ডের সঙ্গে তুলনা করে থাকেন। সেটা যদি সত্যি হয়, ম্যানচেস্টারে ইউনাইটেড ও সিটির দ্বৈরথের মধ্যে হলান্ডহয়লুন্দও নতুন দ্বৈরথ তৈরি করতে পারে।

ডমিনিক সোবোসলাই (লিভারপুল)

মাঝমাঠের দুর্বলতার কারণে গত মৌসুমে সেরা চারে থেকে লিগ শেষ করতে পারেনি লিভারপুল। আবার যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে অধিনায়ক জর্ডান হেন্ডারসন, ফ্যাবিনিও, নাবি কেইতা, জেমস মিলনাররা ক্লাব ছেড়ে গেছেন। যে কারণে এবারের দলবদলে মাঝমাঠেই বিশেষ মনোযোগ দিতে হয়েছে লিভারপুলকে। কাতার বিশ্বকাপে নজরকাড়া আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস মাকআলিস্টারকে নিয়ে আসা হয়েছে ব্রাইটন থেকে।

তবে ইয়ুর্গেন ক্লপের মাস্টার স্ট্রোক হতে পারে ডমিনিক সোবোসলাইকে চুক্তিবদ্ধকরণ। বুন্দেসলিগার ক্লাব লাইপজিগে ছিলেন হাঙ্গেরিয়ান এই মিডফিল্ডার। গত মৌসুমে জার্মান ক্লাবটির হয়ে ৪৬ ম্যাচে ১০ গোলে ও ১৩ অ্যাসিস্ট করেছেন তিনি। মাঝমাঠে খেলা বানানোর পাশাপাশি আক্রমণে উঠে ভূমিকা রাখার সামর্থ্যের কারণে সোবোসলাইকে সম্ভাবনাময়ীদের তালিকায় প্রথম দিকেই রাখা হচ্ছে। এখন প্রিমিয়ার লিগে তা দেখার অপেক্ষা লিভারপুল সমর্থকদের।

ইওস্কো গাভারদিওল (ম্যানচেস্টার সিটি)

সেন্টার ব্যাকের অভাব নেই ম্যানচেস্টার সিটিতে। জাসকো গাভারদিওল আসার আগে থেকেই আছেন পাঁচজন সেন্টার ব্যাক আছেন দলটিতে। পেপ গার্দিওলা অবশ্য তাঁর দলের সেন্টার ব্যাক খুব বেশি নয় বলে মনে করেন। গত মৌসুমের শেষ দিকে কয়েকটি ম্যাচে একসঙ্গে চারজন সেন্টার ব্যাক খেলিয়েছেন তিনি।

নতুন কেনা গাভারদিওলও সিটি কোচের রক্ষণ পরিকল্পনায় ভালোভাবেই আছেন, সেটি বোঝা যায় তাঁর জন্য খরচ করা মোটা অঙ্কে। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হয়ে আলো ছড়ানো এই ডিফেন্ডারকে আনা হয়েছে লাইপজিগ থেকে। যার জন্য সিটিকে খরচ করতে হয়েছে ৯ কোটি ইউরো, যা ফুটবল ইতিহাসে কোনো ডিফেন্ডারের দাম হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ।


আরও খবর



বোলারদের তোপে চরম ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে

প্রকাশিত:শুক্রবার ০৩ মে ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৩ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

পাওয়ার প্লে একদমই ভালো কাটলো না জিম্বাবুয়ের। বাংলাদেশের বোলারদের তোপে তিন বলের মধ্যে তিন উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়লো সফরকারীরা।

পঞ্চম ওভারের শেষ বল আর ষষ্ঠ ওভারের প্রথম দুই বলে উইকেট হারিয়েছে দলটি। পাওয়ার প্লের ৬ ওভার শেষ করে ৪ উইকেটে ৩৮ রান নিয়ে।

সপ্তম ওভারে এসে আবার তাসকিন টানা দুই বলে করেছেন দুই শিকার। অষ্টম ওভারে সাইফউদ্দিন এসে একটি উইকেট শিকার করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৭ উইকেটে ৪২ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারে দুটি বাউন্ডারি হজম করেন শরিফুল ইসলাম।

দ্বিতীয় ওভারেই স্পিন আক্রমণে নিয়ে আসেন শান্ত। শেখ মেহেদী অধিনায়কের আস্থার প্রতিদান দিতে দেরি করেননি। নিজের দ্বিতীয় বলে দুর্দান্ত এক টার্নিং ডেলিভারিতে অভিজ্ঞ ক্রেইগ আরভিনকে (০) বোল্ড করেন এই অফস্পিনার। আরভিন ডিফেন্ড করেও উইকেট বাঁচাতে পারেননি।

পঞ্চম ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। প্রায় ১৯ মাস পর দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান। লেগসাইডের বল ফ্লিক করতে গিয়ে শর্ট ফাইন লেগে তাসকিন আহমেদের ক্যাচ হন অভিষিক্ত জয়লর্ড গাম্বি (১৪ বলে ১৭)।

শেখ মেহেদীর করা পরের ওভারে জোড়া উইকেট হারায় জিম্বাবুয়ে। প্রথম বলে রানআউট হন ব্রায়ান বেনেট (১৫ বলে ১৬)। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে মাহমুদউল্লাহর থ্রোতে উইকেট ভেঙে দেন উইকেটরক্ষক জাকের আলি।

পরের বলে অধিনায়ক সিকান্দার রাজা (০) প্যাডেল সুইপ খেলতে গিয়ে হন টার্নে পরাস্ত। বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে লিটন দাসের হাতে।


আরও খবর



নির্বাচনি সহিংসতায় যুবক নিহত: চেয়ারম্যানসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত:শুক্রবার ১৭ মে ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৭ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
গোপালগঞ্জ প্রতিনিধি

Image

গোপালগ‌ঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ওসিকুর ভূঁইয়া (২৭) নামের এক যুবক নিহতের ঘটনায় বিজয়ী চেয়ারম্যান মো. কামরুজ্জামান ভূঁইয়াসহ ৭৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গতকাল বৃহস্প‌তিবার রাতে নিহতের বোন পারুল বেগম বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।

আজ শুক্রবার গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, গত মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী সহিংসতায় বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকের গুলিতে পরাজিত প্রার্থী বি এম লিয়াকত আলীর সমর্থক মো. ওসিকুর ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় কামরুজ্জামান ভূঁইয়াসহ ২৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে নিহতের বোন একটি হত্যা মামলা করেন। তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

অন্যদিকে, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী রবিবার গোপালগঞ্জ ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেন বি এম লিয়াকত আলী।


আরও খবর



শ্রীলঙ্কায় রেসিং কারের ধাক্কায় নিহত ৭

প্রকাশিত:সোমবার ২২ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ২২ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

শ্রীলঙ্কায় কার রেসিং ইভেন্টে রেসিং কারের চাপায় দর্শকসারিতে থাকা ৭ জন নিহত এবং ২১ জন আহত হয়েছে। ইভেন্ট চলাকালীন একটি রেসিং কার নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক থেকে বেরিয়ে দর্শকদের মধ্যে ঢুকে পড়লে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। দেশটির ফক্স হিল অঞ্চলের সামরিক এলাকা দিয়াতলাওয়ায় রবিবার (২১ এপ্রিল) কার রেস ইভেন্টে এ ঘটনা ঘটে। খবর বিবিসি।

নিহতদের মধ্যে চারজন রেসার ছিলেন। তবে ঘটনার দিন তারা দর্শক হিসেবে ইভেন্টে অংশ নিয়েছিলেন। নিহতদের মধ্যে চার বছরের শিশু এজিনও ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, সেনাবাহিনীর মালিকানাধীন ট্র্যাকে দুর্ঘটনার বিষয়ে পরিপূর্ণ পুলিশ তদন্ত চলছে।

পুলিশের মুখপাত্র নিহাল তালডুয়া বলেন, গাড়িটি চলমান লেন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আরেকটি গাড়ি ট্র্যাকে উল্টে যাওয়ার পর পরই দুর্ঘটনার সূত্রপাত হয়।

কর্মকর্তারা হলুদ বাতি জ্বালিয়ে দর্শক সারির কাছাকাছি চলে আসা গাড়ির গতি কমানোর চেষ্টা করেন। তাদের প্রচেষ্টা সত্ত্বেও গাড়িগুলো দ্রুত গতিতে চলতে থাকলে একটি লাল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকের পাশে দর্শক সারিতে ঢুকে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার পর অনেকে চিৎকার করছেন এবং ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছেন।

গাড়ি চাপায় ঘটনাস্থলেই ৫ জন মারা যান। বাকি দুজনকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শ্রীলঙ্কা অটোমোবাইল স্পোর্টস অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত ইভেন্টটি ১৯৯৩ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। তবে দেশটির অর্থনৈতিক সংকট এবং কভিডকালীন বিধিনিষেধের কারণে গত পাঁচ বছরের মধ্যে এটিই ছিল প্রথম রেস।

ইভেন্ট শুরুর আগে আয়োজকরা দর্শকদের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত করে দিয়েছিলেন। অনুষ্ঠানে প্রায় ১ লাখ লোক উপস্থিত ছিলেন।


আরও খবর



মেয়েদের প্রথম ক্লাব বিশ্বকাপ ২০২৬ সালে

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

২০২৬ সালে মাঠে গড়াবে প্রথম নারী ক্লাব বিশ্বকাপ। কংগ্রেস সামনে রেখে ব্যাংককে ফিফা কাউন্সিল সভায় ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত নারী ফুটবলের আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুমোদন পেয়েছে।

১৬ দল অংশ নেবে নারী ক্লাব বিশ্বকাপে। চার বছর পর পর হবে এই বিশ্বআসর। মেয়েদের ক্লাব বিশ্বকাপের পরিকল্পনার কথা ২০২১ সালের মে মাসে জানিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ব্যাংককে ৭৪তম ফিফা কংগ্রেসে বুধবার টুর্নামেন্টটি শুরুর সময় জানানো হয়। বিস্তারিত কিছু অবশ্য জানানো হয়নি।

নতুন ক্যালেন্ডার আরও নারী ফুটবল বান্ধব করেছে ফিফা। আগামী বছর প্রথম নারী ফুটসাল বিশ্বকাপ হবে ফিলিপাইনে। অনূর্ধ্ব-১৭ কিশোরী ফুটবল ২০২৫ থেকে ২৯ সাল পর্যন্ত হবে মরোক্কোয়। একই সময়ে কাতারে হবে অনূর্ধ্ব-১৭ কিশোর বিশ্বকাপ।

২০২৫, ২৯ ও ৩৩ ফিফা আরব কাপের স্বাগতিকও কাতার। এদিকে, গত বছরের অক্টোবর থেকে ফিফার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা মাতিয়াস গ্রাফস্ত্রম পূর্ণ দায়িত্ব পেয়েছেন। ১৭ মে ব্যাংককে হবে ফিফার ৭৪তম কংগ্রেস।


আরও খবর



ডোমারে রেললাইনে কাটা পড়লো নেশাগ্রস্থ যুবক

প্রকাশিত:সোমবার ২২ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ২২ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ
Image

ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে বাড়ির পাশে রেললাইনে বসে মাদক সেবনরত অবস্থায় সাদ্দাম হোসেন(২৩) নামের এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে।

মরদেহের পাশে পড়ে রয়েছে নেশার সরঞ্জাম সলিউশন আঠাঁর কৌটা। সাদ্দাম ওই এলাকার তেলিপাড়ার মৃত আবু হানিফার ছেলে।

রবিবার (২১ এপ্রিল) রাত সাড়ে এগারোটার দিকে ডোমার রেল স্টেশনের তিন কিলোমিটার উত্তরে হাজিপাড়া রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, রাতে চিলাহাটি হতে খুলনাগামী সীমান্ত ট্রেনে কাটা পড়ে সাদ্দাম হোসেন ঘটনাস্থলে মারা যায়। সে সময় সে রেললাইনে বসে ক্যামিক্যাল আঠা(ডান্ডি) নেশা করেছিল। নেশার কারণে আগে থেকেই মানষিক ভারসাম্যহীন ছিলো সাদ্দাম।

সৈয়দপুর রেলওয়ে থানা ওসি নুরুল ইসলাম জানান, নিহত সাদ্দাম মানষিক ভারমাস্যহীন ছিল। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আরও খবর