আজঃ শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

প্রলয় গ্যাংয়ের সদস্য ১৬ ছাত্র বহিষ্কার

প্রকাশিত:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

Image

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানকেন্দ্রিক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের একদল ছাত্র নিয়ে গঠিত প্রলয় গ্যাংয়ের ১৬ সদস্যকে ছয় মাস থেকে দুই বছর মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাতজনকে সতর্ক করা হয়েছে।

সোমবার উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালের সভাপতিত্বে শৃঙ্খলা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত মার্চে অপরাধ বিজ্ঞান বিভাগের এক ছাত্র ও ৮ নভেম্বর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রকে মারধরের দায়ে তাদের এ শাস্তি দেওয়া হয়েছে। শাস্তিপ্রাপ্তরা হলেন শান্তি ও সংর্ঘষ অধ্যয়ন বিভাগের তবারক মিয়া, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের সৈয়দ নাসিফ ইমতিয়াজ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের গোলাম ইসরাফ আরিফ সাহিল, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ (ওএসএল) বিভাগের ফয়সাল আহমেদ সাকিব, মার্কেটিং বিভাগের শফিউল ইসলাম শোভন। তারা সবাই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্র।

এ ছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ফারহান লাবিব, দর্শন বিভাগের সাদনিম খান অর্ণব, ফিন্যান্স বিভাগের মোশারফ হোসাইন, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের হেদায়েতুন নূর রিশান, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সাদমান তৌহিদ, নৃবিজ্ঞান বিভাগের নাইমুর দুর্জয়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদ ইব্রাহিম, রহমান জিয়া, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সাকিব ফেরদৌস, মুরসালীন ফাইয়াজ ও অপরাধ বিজ্ঞান বিভাগের জুবায়ের ইবনে হুমায়ূনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

ইসলামিক স্টাডিজ বিভাগের আবু রায়হান, আব্দুল্লাহ আল আরিফ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরিফ মনোয়ার মাহিন, লোকপ্রশাসন বিভাগের প্রত্যয় সাহা ও জয় বিশ্বাস, চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ফেরদৌস আলম ও ওএসএল বিভাগের মুরসালীন ফাইয়াজকে সতর্ক করা হয়েছে।

শৃঙ্খলা পরিষদের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে তারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন।


আরও খবর
মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩




জামিনে কারামুক্ত বিএনপি নেতা দুলু

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু জামিনে কারামুক্ত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে দশটায় মুক্ত হন বলে দুলু নিজেই জানিয়েছেন। বাসায় ফিরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হবেন বলে জানান তিনি।

ক্যান্সারে আক্রান্ত দুলু কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। মুক্ত হওয়ার আগ পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপি নেতা দুলু।

গত সোমবার বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

চেম্বার আদালতে দুলুর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে একটি নাশকতার মামলায় গত রবিবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও মো. খায়রুল আলমের বেঞ্চ দুলুকে জামিন দেন। পরে তার এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

পুলিশের ওপর হামলার অভিযোগে ঢাকার বাড্ডা থানায় করা মামলায় গত ১৮ অক্টোবর দুলুকে কারাগারে পাঠানো হয়। ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে দুলুকে তার গুলশানের বাসা থেকে আটক করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।


আরও খবর
রবিবার হরতাল-অবরোধ দিচ্ছে না বিএনপি

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩




নাটোর চিনিকলের আখ মাড়াই কার্যক্রম শুরু

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নাটোর প্রতিনিধি

Image

৫৪ কর্মদিবসের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোর চিনিকলের ২০২৩-২৪ মৌসুমের ৪০তম আখ মাড়াই কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। পাঁচ হাজার ৭০০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে নাটোর চিনিকলের কেইনে ক্রেরিয়ার ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের বিএসএফআইসি চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলমের সভাপতিত্বে নাটোর সদর থানার কর্মকর্তা ওসি নাছিম আহমেদ, নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়াসহ মিলের কর্মকর্তা ও কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

নাটোর চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৫৪ কার্যদিবসে ৭৮ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে পাঁচ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছিল ৬ দশমিক ৫০ ভাগ। নাটোর চিনিকলের আটটি সাবজোন এলাকায় মোট ৯৭ হাজার মেট্রিক টন আখ উৎপাদন হয়েছে। প্রতি একর জমিতে আখে ফলন হয়েছে ২০ মেট্রিক টন। নাটোর চিনিকলের আটটি সাবজোনের ৪৮ কেন্দ্রের অধীনে আখের পরিষ্কার-পরিচ্ছন্ন ও মানসম্মত আখ চিনিকলে সরবারহ জন্য প্রচার-প্রচারণা চালানো হয়।

গত ২০২২-২৩ মৌসুমে ৫৪ দিনের কর্মদিবস নিয়ে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮০ হাজার মেট্রিক টন। কিন্তু ৩৭ দিনের মাথায় মাত্র ৫০ হাজার ৭৩৮মে.টন আখ মাড়াই করে নাটোর চিনিকল।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া বলেন, আজ নাটোর চিনিকলের ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। চলতি মৌসুমে নাটোর চিনিকলের আটটি সাবজোনের থেকে  হাজার ৭৮ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৫৭০০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। সরকার ২০২১-২২ মৌসুমে প্রতিমণ আখ ১৪০ টাকা, ২০২২-২৩ মৌসুমে ৪০ টাকা বাড়িয়ে ১৮০ টাকা এবং ২০২৩-২৪ মাড়াই মৌসুমে ২২০ টাকা নির্ধারণ করে। ফলে চাষিরা আখ চাষে আগ্রহী হচ্ছেন। দিনে দিনে নাটোর চিনিকল এলাকায় আখ চাষ বাড়ছে বলে তিনি জানান।

নিউজ ট্যাগ: চিনিকল নাটোর

আরও খবর
পিরোজপুর মুক্ত দিবস আজ

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

পিরোজপুর মুক্ত দিবস আজ

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩




বিশ্বকাপে শেষ ম্যাচে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

প্রকাশিত:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

বিশ্বকাপ শেষ নয়, তবে বিশ্বকাপে বাংলাদেশের শেষ মাচ আজ। আর শেষ ম্যাচটার আগে টাইগারদের অবস্থা সেই প্রথম ম্যাচের মতো কঠিন পরীক্ষার ম্যাচ।

গত মাসের ৭ তারিখ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ মিশন। চোখে তখন রঙিন স্বপ্ন, সেই সঙ্গে দুঃশ্চিন্তাও। স্বপ্ন সেমিফাইনাল খেলার। দুঃশ্চিন্তার কারণ পা হড়কে গেলে শেষ চারে খেলার স্বপ্নে বড় ধাক্কার উপস্থিতি।

প্রথম ম্যাচে বাংলাদেশের পা হড়কায়নি, তবে সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণ হয়নি। একের পর এক হারে সেই স্বপ্ন উবে গেছে কবেই। তবে আজ আর এক স্বপ্ন পূরণের হাতছানি বাংলাদেশের সামনে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে পাকিস্তানে। সেখানে খেলতে হলে শীর্ষ আটে থাকতে হবে। বাংলাদেশের সামনে এখন শীর্ষ চারে নয়, শীর্ষ আটে থাকার চ্যালেঞ্জ। ৮ খেলায় ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ অষ্টম স্থানে আছে ঠিকই, তবে নবম স্থানে চলে আসার শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

চ্যালেঞ্জটা একটু কঠিনই বটে। কেননা প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া। সর্বাধিকবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলটির শুরুটা যাচ্ছেতাই হলেও সময়মতো ঘুরে দাঁড়িয়েছে তারা। শুধু তাই নয়, আগেভাগে সেমিফাইনালও নিশ্চিত করেছে দলটি। ফলে আজকের ম্যাচ তাদের জন্য শুধু নিয়ম রক্ষার, অন্যদিকে বাংলাদেশের জন্য বাঁচা-মরার।

এমন ম্যাচে বাংলাদেশকে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে নামতে হবে। ইনজুরির কারণে আজকের ম্যাচে খেলছেন না দেশসেরা এ অলরাউন্ডার। তার পরিবর্তে দেখা যেতে পারে বা হাতি স্পিনার নাসুম আহমেদকে।

বাংলাদেশ দলে আরো একটা পরিবর্তন দেখা যেতে পারে। ওপেনার তানজীন হাসানকে আজ নাও দেখা যেতে পারে। ব্যর্থতার কারণে তাকে বাদ দিয়েই সাজানো হতে পারে একাদশ। আট ম্যাচে মাত্র একবারই তিনি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। ফলে সাকিবের পরিবর্তে দেশ থেকে উড়ে যাওয়া এনামুল হক খেলতে পারেন।

সেমিফাইনাল নিশ্চিত বলে আজকের ম্যাচ নিয়ে কোনো হেলাফেলা করতে রাজি নয় অস্ট্রেলিয়া। বরংইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন স্টিভ স্মিথ। একই সঙ্গে দেখা যেতে পারে গ্লেন ম্যাক্সওয়েলকে। আগের ম্যাচে ব্যাটিংয়ের সময় ইনজুরিতে পড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত স্মিথ ও ম্যাক্সওয়েল যদি খেলেন তাহলে এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামার সুযোগ পাবে।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মুখোমুখি লড়াইয়ে টাইগারদের অবস্থা বেশ নাজুক। ২০ লড়াইয়ে মাত্র একবার বাংলাদেশ জয় পেয়েছে। বিশ্বকাপে তিনবার মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই সাফল্যের হাসি হেসেছে অজিরা। আজ এই হাসির পরিবর্তন না হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা বাংলাদেশের জন্য স্বপ্ন হয়ে উঠতে পারে।


আরও খবর
বৃষ্টির কারণে পরিত্যক্ত দ্বিতীয় দিনের খেলা

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩




প্রথম ছবি তার ভাগ্য বদলে দিয়েছে

প্রকাশিত:শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

রকস্টার ছবিতে নিজের ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন সঞ্জনা সাংঘি। তবে নায়িকা হিসেবে পর্দায় প্রথমবার তার আবির্ভাব হয়েছিল দিল বেচারায়। এ মুহূর্তে কড়ক সিং ছবির কারণে আলোচনায় এই নায়িকা।

ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি নিয়ে কথা বলেছেন সঞ্জনা। এর পাশাপাশি নিজের অভিষেক সিনেমার কথাও স্মরণ করলেন এ অভিনেত্রী।

গোয়ায় আয়োজিত ৫৪তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কড়ক সিং ছবির অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই ছবিতে আছেন পংকজ ত্রিপাঠি, সঞ্জনা সাংঘি, জয়া আহসানসহ আরও অনেকে।

চলচ্চিত্র উৎসবে ছবিটি সম্পর্কে সঞ্জনা বলেছেন, ‘“কড়ক সিং ছবির লেখক রীতেশ শাহ আমাকে যখন প্রথম এই ছবির গল্প শোনান, তখনই আমি বুঝেছিলাম, আমি বিশেষ কিছু একটা করতে চলেছি। এই ছবির গল্প সুন্দরভাবে লেখা হয়েছে। আর টনি দা (অনিরুদ্ধ রায়চৌধুরী) গল্পটি দারুণভাবে পর্দায় জীবন্ত করেছেন।

সাক্ষীর মতো জটিল এক চরিত্রকে পর্দায় জীবন্ত করে তোলার ভার আমাকে দেওয়া হয়েছিল। আর তা-ও আবার পংকজ ত্রিপাঠির মতো অভিনেতার বিপরীতে, যিনি আমাকে সব সময় অনুপ্রাণিত করেন। এই ছবিতে তিনি আমার বাবার চরিত্রে অভিনয় করছেন। আমি মনে করি তিনি অভিনয়ের গুরু, যেন অভিনয়ে পিএইচডি করা একজন!

কিছুদিন আগে মুক্তি পেয়েছে ধক ধক ছবিটি। এ ছবিতে সঞ্জনার অভিনয় প্রশংসিত হয়েছে। তবে আজও তাঁর হৃদয়ের অনেকটা জুড়ে আছে রকস্টার। ইমতিয়াজ আলী পরিচালিত এ ছবিতে রণবীর কাপুর ও নার্গিস ফখরি আছেন। সঞ্জনা এ ছবিতে নার্গিসের বোন ম্যান্ডির চরিত্রে অভিনয় করেছেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর।

তাঁর সবচেয়ে প্রিয় চরিত্রের প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, এভাবে বলা মুশকিল। একজন স্টার হওয়া আর অভিনেতা হওয়ার মধ্যে অনেক তফাত আছে। আমি যে অভিনয় করতে পারি, রকস্টার আমাকে এ আস্থা জুগিয়েছিল। ক্যামেরার সামনে আমি ভয় পাই না। এই ছবি আমার ভাগ্য অনেকটা বদলে দিয়েছে। এ ছবির কারণে আমি অন্য ছবিতে ডাক পেয়েছি। এদিকে দিল বেচারা ছবির মাধ্যমে আমি রাতারাতি সবার ঘরে পৌঁছে গিয়েছিলাম।

সঞ্জনার স্বপ্নের চরিত্র হলো জব উই মেট-এর গীত চরিত্রটি। ইমতিয়াজ আলী পরিচালিত এই ছবিতে গীতের ভূমিকায় দেখা গিয়েছিল কারিনা কাপুর খানকে। সঞ্জনা পর্দায় এ ধরনের চরিত্রে অভনিয় করতে চান।


আরও খবর



কুমিল্লায় হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ, একজনের যাবজ্জীবন

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
রবিউল বাশার খান, কুমিল্লা

Image

কুমিল্লা বরুড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শহীদ উল্ল্যাহ নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে হত্যার দায়ে চারজনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় ১১ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- মো. ইউসুফ, বনি আমিন, সোলায়মান ও আবদুল হক। অন্যদিকে রজ্জবি বিবি নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে জানা যায়, ১৯৯৮ সালে ২১ মে দুপুরে শহিদুল্লাহ তাঁর জমিতে ধানের চারা রোপণ করতে যান। তখন শহিদুল্লার সঙ্গে আসামিদের বাকবিতণ্ডা হয়। পরে রাতের বেলা শহিদুল্লাহকে তাঁর দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করেন আসামিরা। ওই সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান শহিদুল্লাহ।

এপিপি নুরুল ইসলাম জানান, ওই ঘটনায় ২২ মে নিহতের ভাই আমানুল্লাহ বাদী হয়ে মামলা করলে পুলিশ ১৫ জনের নামে চার্জশিট প্রদান করে। ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ ২৬ বছর পর আজ সোমবার মামলার রায় দিয়েছেন আদালত। বিচারক চারজনের ফাঁসি এবং একজনকে যাবজ্জীবনের নির্দেশ দিয়েছেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সঙ্গে ছিলেন নিহত শহিদুল্লাহর ছেলে অ্যাডভোকেট আবু নাসের। জানতে চাইলে তিনি বলেন, আমার বাবাকে যখন মেরে ফেলা হয়, তখন আমি পঞ্চম শ্রেণির ছাত্র। আমার মা আমাকে ছোট বেলা থেকে একটাই শিক্ষা দিয়েছে যেন আমি বড় হয়ে আইনজীবী হই এবং আমার বাবা হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারি। আমি অনেক চড়াই উতরাই পাড় করে একজন আইনজীবী হতে পেরেছি। আমার বাবার হত্যাকারীদের বিচার করতে আমি ২৬ বছর লড়াই করেছি। আমি আদালতের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহর প্রতি শুকরিয়া। আমি এই রায়ে খুশি।


আরও খবর
পিরোজপুর মুক্ত দিবস আজ

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

পিরোজপুর মুক্ত দিবস আজ

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩