পটুয়াখালীতে জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন চৌধুরীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় পটুয়াখালী প্রেসক্লাবের ড. আত্হার উদ্দিন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপি।
এসময় সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন বলেন, গত ৩০ আগষ্ট বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী জেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের না জানিয়ে বিএনপির নামে একটি জনসমাবেশ করেন যা পুরোপুরি অসংগঠনিক কাজ। এছাড়া দীর্ঘ ১৬ বছর ধরে পটুয়াখালীতে বিএনপি যেসকল আন্দোলন সংগ্রাম করেছে তাতে আলতাফ হোসেন চৌধুরীর কোন অংশগ্রহণ ছিলো না। বরং এখন তিনি যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে দল ভারী করছে যা বিএনপি নেতাকর্মীদের জন্য খুবই হতাশ জনক বিষয়।
এদিকে একই দিন দুপুরে শেরে বাংলা সড়কের সুরাইয়া ভবনের তৃতীয় তলায় সংবাদ সম্মেলন করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন চৌধুরী।
এসময় সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন চৌধুরী বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে গত ৫ আগষ্ট আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে। এঘটনায় যারা নিহত, আহত, গুম হয়েছে তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। দেশ থেকে আওয়ামী লীগের বড় বড় নেতারা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা ও র এর এজেন্টরা এখনো ভয়ংকর রুপে কাজ করছে। তবে তার চেয়েও ভয়ংকর হচ্ছে বিএনপির মধ্যে থাকা কিছু মোনাফেক ও বর্ণচোররা।
তিনি আরো বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলো সারা বাংলাদেশে। ছাত্র জনতার আন্দোলন দমনের নামে আওয়ামী লীগ গনহত্যা, বিডিআর হত্যা, হেফাজত হত্যা এবং বিএনপির নেতাকর্মীদের হত্যা-গুমের দায়ে এই ফ্যাসিষ্ট শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।