আজঃ মঙ্গলবার ৩০ মে ২০২৩
শিরোনাম

পুলিশের গাড়িতে লাথি, অভিনেত্রীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক

Image

পুলিশ কর্মকর্তা রাহুল হেগড়ের সঙ্গে ঝামেলায় জড়িয়ে বিপাকে দক্ষিণি অভিনেত্রী ডিম্পল হায়াতি। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩, ৩৪১ ও ২৭৯ ধারায় মামলা করেছে পুলিশ।

আরও পড়ুন<< বিয়ে করলেন সংগীতশিল্পী ইমরান

আইপিএস রাহুল হেগড়ে ও অভিনেত্রী ডিম্পল হায়াতি উভয়ই হায়দরাবাদের জুবিলি হিলসের বাসিন্দা। ডিম্পল তাঁর গাড়ি পার্কিং করতে গিয়ে আরেকটি গাড়িতে ধাক্কা মারেন। এই সময় তাঁর সঙ্গে ছিলেন বন্ধু ভিক্টর। ধাক্কা দেওয়া গাড়িটি ছিল উপপুলিশ কমিশনার রাহুল হেগড়ের। তিনি সেখানে উপস্থিত না থাকলেও ছিলেন তাঁর গাড়ির চালক। ঘটনার পর ডিম্পলের সঙ্গে চালকের বাগ্‌বিতণ্ডা হলে পুলিশের গাড়িটিতে লাথি মেরে বসেন অভিনেত্রী।

আরও পড়ুন<< কেন শোবিজজগৎ ছেড়েছেন চলচ্চিত্র অভিনেত্রী পপি

পুরো ঘটনা পার্কিং এলাকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনার পর জুবিলি হিলস থানায় মামলা করেন পুলিশ কর্মকর্তার চালক। মামলায় তিনি উল্লেখ করেন অভিনেত্রী ইচ্ছাকৃতভাবে পুলিশের গাড়িতে ধাক্কা মারেন।

আরও পড়ুন<< শাকিব খানের ক্যারিশমা দেখেই আসছি বিশ বছর ধরে: আসিফ

গত সোমবার এই মামলায় ডিম্পল হায়াতিকে থানায় ডাকা হয় এবং তদন্তের পর উভয়ের বিরুদ্ধে সিআরপিসির ৪১ ধারায় নোটিশ প্রদান করা হয়।এই অ্যাপার্টমেন্টের নতুন এসেছেন রাহুল হেগড়ে। তিনি জানান, পার্কিং এলাকায় গাড়ি রাখা নিয়ে এর আগেও অভিনেত্রীর সঙ্গে তাঁর ঝামেলা হয়েছে। তাঁর গাড়ি বের করতে অসুবিধা হয় এমন জায়গায় গাড়ি রাখতেন তাঁরা।

আরও পড়ুন<< পাকিস্তানি যে ধারাবাহিক নিয়ে বিতর্কের ঝড়

তাঁদের বারবার বলা সত্ত্বেও শুনতেন না অভিনেত্রী। ঘটনার দিনের কথা উল্লেখ করে বলেন ওই দিন পার্ক করা গাড়িকে ধাক্কা মেরে বসেন অভিনেত্রী। এ ঘটনায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন<< কোরিয়ান ভাষায় রিমেক হবে প্রথম ভারতীয় ছবি ‘দৃশ্যম’

রাহুল জানতেন না ডিম্পল হায়াতি তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। তাঁকে সর্বশেষ রামা বানম সিনেমায় দেখা গেছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিম্পলের বক্তব্য পাওয়া যায়নি।


আরও খবর