
প্রকৃতির নিয়মেই শীত আসে। আর শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষদের হাড়কাঁপানো কষ্ট। দেশব্যাপী এমন অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ শুরু করেছে সাংস্কৃতিক সংগঠন স্বপ্নবিকাশ কলাকেন্দ্র।
গতকাল শনিবার রাজধানীর মতিঝিল পোষ্ট অফিস উচ্চ বিদ্যালয়ের মাঠে রাজধানীর ছিন্নমূল ও হতদরীদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের অধ্যক্ষ মৈত্রী সরকার ও সাধারণ সম্পাদক অমিত সরকার বলেন, “স্বপ্ন বিকাশ কলাকেন্দ্র” শুধু সাংস্কৃতিক সংগঠন নয়, বিভিন্ন মানবিক কর্মকাণ্ডেও স্বপ্ন বিকাশের উদ্যোগে কাজ করে যাচ্ছে। প্রতিবছরের ন্যায় এই বছরেও আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের উপদেষ্টা ও শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগীতায় আমরা এই মহতি উদ্যোগ নিয়েছি। আশাকরি আমাদের এইসব কার্যক্রম চলমান থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডালিম বড়ুয়া, নাট্য নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবপ্রসাদ দেবনাথ, সাংস্কৃতিক মন্ত্রীর ডেপুটি সচিব আলতাফ হোসেন, অর্থনীতিবিদ ও লেখক মাজেদুল হকসহ সংগঠনের অভিভাবক ও শিক্ষার্থীরা।