
রংপুর রেল স্টেশনে গলায় ব্লেড চালিয়ে অজ্ঞাত এক নারী আত্মহত্যা করেছে।
সোমবার সন্ধ্যায় ৭ টার দিকে রেল স্টেশনের ভেতরে এই ঘটনা ঘটে।
জিআরপি ও স্টেশন সুপার সূত্রে জানা গেছে, দুপুরে ওই নারী দিনাজপুর থেকে
ট্রেনে করে রংপুরে আসেন। এর পরে কোনো এক সময়ে স্টেশনের পাশের দোকান থেকে নতুন ব্লেড
কিনেন। সন্ধ্যা ৭ টার দিকে তিনি নিজের গলায় ব্লেড চালান। কিছুক্ষণ পরে লোকজন রক্ত দেখে
আত্মহত্যার বিষয়টি বুঝতে পারে।
স্টেশন সুপার শংকর গাঙ্গলি বলেন, ওই মহিলার কাছে থাকা মোবাইল ফোনের সূত্র
ধরে জানা গেছে, ওই মহিলা রবিবার দিনাজপুর রেল
স্টেশনের আত্মহত্যার চেষ্টা করেন। পরে সেখান থেকে এক ব্যক্তি তাকে উদ্ধার করে ২০০ টাকা
দিয়ে বাড়ি যেতে বলেন। কিন্তু ওই মহিলা বাড়ি না গিয়ে রংপুর রেলস্টেশনের এসে আত্মহত্যা
করেন। মহিলার হাতে শাখা এবং কপালে সিঁদুর ছিল। তার আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরিচয়
উদঘাটনের চেষ্টা চলছে বলে স্টেশন সুপার জানান।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে।