মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, উন্নয়ন ও অসাম্প্রদায়িকতা চাইলে শেখ হাসিনার সাথে থাকতে হবে। পদ্মা সেঁতু, মেট্রো রেল, এলিভেটেট এক্সপ্রেসওয়ে শেখ হাসিনা দিয়েছেন। পূর্ণিমা, সীমা সাহা’র উপর অত্যাচারের কথা কি আপনারা ভুলে গেছেন?
শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে আমাদের খবর হয়ে যাবে, জামাত-বিএনপি ঘাপটি মেরে আছে, সময়মত তারা বিষধর শাপের মত ফঁনা তুলবে, আমরা আইনের শাসন প্রতিষ্ঠিত করেছি, যুদ্ধপরাধীদের বিচার করে ফাঁসিতে ঝুলিয়েছি, আমরা তাদের করেছি বিচার আর বিএনপি আসলে তাদের এমপি-মন্ত্রী বানাবে।
আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার দীর্ঘা ইউনিয়নের দীর্ঘা বাজার চত্বরে উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
সমাবেশ সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি তিমির হালদার তুহীন এবং সভাপতিত্বে করেন সাবেক চেয়ারম্যান মাষ্টার শাহ্ আলম আকন।
প্রাণিসম্পদ মন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে, এ জনপদের মানুষ উন্নয়নের পক্ষে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে না খেয়ে থাকতে হয় না। করোনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার ঘরে-ঘরে করোনা সহায়তা পৌছে দিয়েছেন। শান্তিতে ঘুমাতে হলে নৌকায় ভোট দিতে হবে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে আমরা সবাই ভাল থাকব।
শ ম রেজাউল করিম বলেন, আমি হাইব্রিড আওয়ামী লীগ নিয়ে চলি না, প্রকৃত আওয়ামী লীগ নিয়ে চলি, আমি নিয়োগে টাকা নেই না, আপনাদের দুঃসময়ের সাথী। এখানে নতুন করে আসি নাই, নির্বাচনীয় ওয়াদা আমি রক্ষা করেছি।
উন্নয়ন সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের আহবায়ক এস এম নজরুল ইসমলাম বাবুল, উপজেলা যুবলীগের সভাপতি এম খোকন কাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান, শাহরিয়ার ফেরদৌস রুনা, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, জেলা আওয়ামী লীগের সদস্য গোপাল চন্দ্র বসু, সাবেক চেয়ারম্যান মাষ্টার মোঃ ওয়ালীউল্লাহ্, মাষ্টার মনিরুজ্জামান আতিয়ার, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আল-আমীন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী তাপস। সভামঞ্চে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ্যাড.চন্ডীচরণ পাল, সরকারি কৌশুলী প্রেমানন্দ হালদার প্রমূখ।