আজঃ রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

সাভারে লাখো নেতাকর্মীদের নিয়ে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

প্রকাশিত:শুক্রবার ২১ জুলাই ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২১ জুলাই ২০২৩ | অনলাইন সংস্করণ
সাভার প্রতিনিধি

Image

সাভারে আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক উদ্দীপনা ও আয়োজনের মধ্য দিয়ে, শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের মূল সংগঠনসহ অঙ্গ সংগঠনের লাখো নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টায় আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে, এ পদযাত্রা শুরু হয়। আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিটি ইউনিয়ন থেকে, সকল অঙ্গ সংগঠন পদযাত্রা বের করে বিভিন্ন সরক মহাসড়ক প্রদক্ষিণ করে জাতীয় স্মৃতিসৌধের বিপরীতে জয় রেস্তোরাঁয় সামনে একত্রিত হন।

পদযাত্রা শেষে প্রধান অতিথি মাননীয় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপির উপস্থিতিতে, সংক্ষিপ্ত আলোচনা সমাবেশ করে আশুলিয়া আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে নেতা কর্মীরা বলেন, দেশনেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি উন্নয়ন ও শান্তি প্রিয় রাষ্ট্র হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে। ঠিক এই সময়টাতে একটি কুচক্রী মহল অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন কুটকৌশল শুরু করছে।

নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকতে এই কুচক্রী মহলকে সফল হতে দেয়া হবে না। যখনই তারা কুটকৌশল শুরু করবে তখনই আওয়ামী লীগের কর্মীরা মাঠে নেমে আসবে। এবং সকল ষড়যন্ত্রের উচিত জবাব দেয়া হবে।

শোভাযাত্রা ও সমাবেশে আশুলিয়া থানা আওয়ামী লীগ, যুবলী, স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।


আরও খবর



এবার নতুন অস্ত্র বের করল লেবানন

প্রকাশিত:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নিয়মিত সংঘর্ষ হচ্ছে। এই সংঘাতের মধ্যে এবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন ধরনের অস্ত্র ব্যবহার করেছে লেবাননভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠীটি।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর গতকাল শনিবার দ্বিতীয়বারের মতো বক্তব্য দিয়েছেন হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহ। ভক্ত-সমর্থকদের উদ্দেশে দেওয়া এই বক্তব্যে এই নতুন অস্ত্রের বিষয়টি সামনে নিয়ে আসেন তিনি।

নাসরাল্লাহ বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধাদের অভিযান ও হামলার সংখ্যা বেশ বেড়েছে। ইসরায়েলি বিমান হামলার জবাবে প্রথমবারের মতো উত্তর ইসরায়েলের শহর কিরিয়াত শমোনায় আঘাত হেনেছে হিজবুল্লাহ। এ হামলায় চার ইসরায়েলি নিহত হয়েছে।

তিনি বলেন, এসব হামলায় সশস্ত্র ড্রোন ব্যবহার করা হয়েছে। এ ছাড়া প্রথমবারের মতো বুরকান ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে।

হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধ শুরুর পর থেকেই লেবাবনন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে প্রতিনিয়ত সংঘাতে জড়াচ্ছে হিজবুল্লাহ। এর ফলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

নিউজ ট্যাগ: গাজা উপত্যকা

আরও খবর



তিন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর

প্রকাশিত:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

পদত্যাগপত্র জমা দেওয়া তিন টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর করা হয়েছে। আজ বুধবার সকালে তাদের পদত্যাগপত্র কার্যকর করা হয়েছে বলে সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র নিশ্চিত করেছে।

ওই তিনজন হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তারা তিনজনই টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) কোটায় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার এক-দশমাংশ টেকনোক্র্যাট হিসেবে নিয়োগ দেওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে আজ সকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, পদত্যাগপত্র রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গ্রহণ করেছেন। পদত্যাগ আজকে থেকেই কার্যকর।

এর আগে গত ২০ নভেম্বর মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, টেকনোক্র্যাট তিন মন্ত্রী ও উপদেষ্টাদের পদত্যাগপত্র গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে। যতক্ষণ না পদত্যাগপত্র গৃহীত হচ্ছে ততক্ষণ তারা কাজ চালিয়ে যেতে পারবেন।

তিনজনের পদত্যাগের পর এখন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া মোট সদস্য ৪৪ জন। এর মধ্যে ২৩ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ করার কথা রয়েছে।


আরও খবর
আচরণবিধি লঙ্ঘনে শামীম ওসমানকে শোকজ

রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩




গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে : জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

গাজার পরিস্থিতিকে মানবিক সংকট এবং এই অঞ্চলটি দ্রুত শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার দিবাগত রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

২০১৭ সাল থেকে জাতিসংঘকে নেতৃত্ব দেওয়া গুতেরেস সংবাদ সম্মেলনে বলেছেন, প্রতিদিন শত শত মেয়ে এবং ছেলে শিশু নিহত বা আহত হচ্ছে বলে জানা গেছে। গাজার এই সংঘাত বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এবং অনেক নিরপরাধ মানুষকে হাত্যার শিকার হতে হচ্ছে

আরও পড়ুন>> গাজায় শিশু মৃত্যু ৪ হাজার ছাড়ালো

এদিকে, গত ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলাকে ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে জাতিসংঘ প্রধান নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, হামাসের যোদ্ধারা বেসামরিক মানুষদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে। সেই সঙ্গে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে তারা।

তিনি আরো বলেন, বেসামরিক নাগরিকদের ওপর অত্যাচার, হত্যা, আহত এবং অপহরণকে কোনো কিছুই ন্যায্যতা দিতে পারে না। বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।


আরও খবর



আদালত অবমাননা

মেয়র জাহাঙ্গীরের বরখাস্তের আদেশ স্থগিত

প্রকাশিত:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

আপিল বিভাগের এক বিচারপতি সম্পর্কে আপত্তিকর মন্তব্যকরে আদালত অবমাননার অপরাধে একমাস কারাভোগকারী দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে বরখাস্তের আদেশ কেন অবৈধ হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

জাহাঙ্গীর আলমের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। এ ছাড়া আদালত রুল শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন নির্ধারণ করে দিয়েছেন।

উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক। দুর্নীতির মামলায় গত ২ আগস্ট খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। ওই রায়ের পর দিনাজপুর বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীরা প্রতিবাদসভা করেন। ওই সমাবেশে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন>> সুপ্রিম কোর্টে প্রবেশে লাগবে এনআইডি বা পাসপোর্ট

তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে ছড়িয়ে পড়ে। পরে সুপ্রিমকোর্টের চার আইনজীবী হারুন অর রশীদ, মাহফুজুর রহমান রোমান, মো. মনিরুজ্জামান রানা ও শফিক রায়হান শাওন মেয়রের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন আদালতে।

এ বিষয়ে রিট মামলা হলে মেয়রকে তলব করা হয়। আপিল বিভাগে বিচারাধীন বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- তার কারণ দর্শানোর আদেশ দেন সর্বোচ্চ আদালত। সে অনুযায়ী ২৪ আগস্ট আপিল বিভাগে উপস্থিত হয়ে ক্ষমা প্রার্থনা করেন জাহাঙ্গীর। পরে তাকে ১ মাসের কারাদণ্ড দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ। পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করা হয় মেয়রকে।

এরপর মেয়র দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠান। কারাবন্দি থাকা অবস্থায় গত ৩০ অক্টোবর তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।


আরও খবর
তফসিল স্থগিত চাওয়া রিটের শুনানি আজ

রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩

হাইকোর্টে জিতলেন ড. ইউনূস

বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩




সাইবার হামলার কবলে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা

প্রকাশিত:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

সাইবার হামলার শিকার হয়েছে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা। তবে হ্যাকাররা যেসব তথ্য হাতিয়ে নিয়েছে তাতে রকেট ও স্যাটেলাইট পরিচালনার মতো গুরুত্বপূর্ণ কিছু ছিল না। বুধবার জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির (জাক্সা) মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

মহাকাশ গবেষণা সংস্থাটি জানিয়েছে, নেটওয়ার্ক সরঞ্জামের দুর্বলতাকে কাজে লাগিয়ে অননুমোদিত অ্যাকসেসের ঘটনা ঘটে। সাইবার হামলার এই ঘটনা কখন ঘটেছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশে রাজি হননি জাক্সার মুখপাত্র। 

আরও পড়ুন>> খরার পর ভয়ংকর বন্যার কবলে কেনিয়া, মৃত ১২০

তিনি বলেন, তারা একটি সংস্থার কাছ থেকে তথ্য পাওয়ার পর তদন্ত চালিয়ে সাইবার হামলার ঘটনাটি জানতে পারেন। তবে সংস্থাটির পরিচয় প্রকাশে রাজি হননি তিনি।

সাইবার হামলার ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন জাক্সার ওই মুখপাত্র। সূত্র: রয়টার্স


আরও খবর