
সাভারে আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক উদ্দীপনা ও আয়োজনের মধ্য দিয়ে, শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের মূল সংগঠনসহ অঙ্গ সংগঠনের লাখো নেতাকর্মী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টায় আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে, এ পদযাত্রা শুরু হয়। আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিটি ইউনিয়ন থেকে, সকল অঙ্গ সংগঠন পদযাত্রা বের করে বিভিন্ন সরক মহাসড়ক প্রদক্ষিণ করে জাতীয় স্মৃতিসৌধের বিপরীতে জয় রেস্তোরাঁয় সামনে একত্রিত হন।
পদযাত্রা শেষে প্রধান অতিথি মাননীয় দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপির উপস্থিতিতে, সংক্ষিপ্ত আলোচনা সমাবেশ করে আশুলিয়া আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে নেতা কর্মীরা বলেন, দেশনেত্রী
ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে
বাংলাদেশকে একটি উন্নয়ন ও শান্তি প্রিয় রাষ্ট্র হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে। ঠিক
এই সময়টাতে একটি কুচক্রী মহল অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন কুটকৌশল শুরু করছে।
নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকতে এই কুচক্রী মহলকে সফল হতে দেয়া হবে না। যখনই তারা কুটকৌশল শুরু করবে তখনই আওয়ামী লীগের কর্মীরা মাঠে নেমে আসবে। এবং সকল ষড়যন্ত্রের উচিত জবাব দেয়া হবে।
শোভাযাত্রা ও সমাবেশে আশুলিয়া থানা আওয়ামী লীগ, যুবলী, স্বেচ্ছাসেবক লীগের সকল নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।