আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: এমপি রতন

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
শহীদুল ইসলাম, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

Image

সুনামগঞ্জ- ১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, সুনামগঞ্জ-১ আসনে মাত্র সাড়ে ১১ কিলোমিটার সড়ক থেকে প্রায় ৮০০ কিলোমিটার সড়ক পাকা হয়েছে। ধর্মপাশা এবং জামালগঞ্জের মধ্যে সেতুবন্ধনের জন্য ইতিমধ্যে সাড়ে ৫০০ কোটি টাকার টেন্ডার করতে পেরেছি। সাড়ে ১৪ কিলোমিটার উড়াল সড়কের নির্মাণের মাধ্যমে ধর্মপাশা-সুনামগঞ্জের সংযোগ দিতে পারবো ইনশাআল্লাহ।

শনিবার দুপুর ২টায় সুনামগেঞ্জর ধর্মপাশা উপজেলার বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সরকারের ১৫ বছরের উন্নয়ন প্রচারণায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাওরের ফসলরক্ষায় বেড়িবাঁধ নির্মাণ, কজওয়ে নির্মাণসহ বিভিন্ন প্রকল্প চালু আছে। পদ্মা সেতু সাড়ে ছয় কিলোমিটার, আর আমাদের হাওরে সাড়ে চৌদ্দ কিলোমিটার উড়াল সড়ক হচ্ছে। আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন হচ্ছে। আমরা ধর্মপাশা থেকে রেললাইনে সুনামগঞ্জ যাওয়ার স্বপ্ন দেখছি। আশা করি আগামীতে জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন পুরণ করবেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসাতে হবে। আসুন সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলি।শেখ হাসিনা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে তিন বার মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি আপনাদের হাতে নৌকা তুলে দিয়েছি। আপনারা নৌকাকে সমর্থন দিয়েছেন। পাগলের মতো ভালবেসে নৌকার বিজয় নিশ্চিত করেছেন। আমাদের মৎস্য গবেষণা ইন্সটিটিউটসহ অন্যান্য কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে একাত্বতা পোষণ করেছেন।

সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের পরিচালনায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, সাংগঠনিক সম্পাদক জীতেন্দ্র তালুকদার পিন্টু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।

নিউজ ট্যাগ: সুনামগঞ্জ

আরও খবর



মাদারীপুরে বর্ণিল আয়োজনে দৈনিক আজকের দর্পণের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | হালনাগাদ:শনিবার ২৩ সেপ্টেম্বর 20২৩ | অনলাইন সংস্করণ
মীর ইমরান, মাদারীপুর

Image

মাদারীপুর পালিত হলো দৈনিক আজকের দর্পণের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে দৈনিক আজকের দর্পণ পত্রিকা ১০ম বছরে পদার্পন করলো। এ উপলক্ষে শুক্রবার বিকেলে মাদারীপুর প্রাণ কেন্দ্রের পানিছত্র চৌরাস্তা মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশন প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে দৈনিক আজকের দর্পণ এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেন, দৈনিক আজকের দর্পণের মাদারীপুর জেলা প্রতিনিধি মীর মফিজুর ইসলাম ইমরান (মীর ইমরান)।

২২শে সেপ্টেম্বর শুক্রবার বৃষ্টি ভেজা সারা দিনের শেষে পরন্ত বিকেলে ৫টা ৪০ মিনিটের সময় আলোচনা সভা শুরু হয়। আলোচনার সভার ও দৈনিক আজকের দর্পণ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মূল থিম ছিল "স্বাস্থ্য সচেতনতায় সাংবাদিকদের ভূমিকা" জুম্মা নামাজের পর থেকেই বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীগণ ও সংগঠনের ফুলের শুভেচ্ছা জানান দৈনিক আজকের দর্পণ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি মীর মফিজুর ইসলাম ইমরান (মীর ইমরান) কে। পরে উপস্থিত অতিথিদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সাত পাউন্ডের একটি কেক কেটে দৈনিক আজকের দর্পণের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

দৈনিক আজকের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি ছিলেন এ্যাডঃ মোঃ ওবায়দুল রহমান খান (কালু), চেয়ারম্যান মাদারীপুর সদর উপজেলা পরিষদ। বিশেষ অতিথি ছিলেন মো: সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদারীপুর উপজেলা ভূমি অফিস। মোঃ মীর মামুন উর রশীদ- সদস্য মাদারীপুর জেলা পরিষদ ও প্যানেল চেয়ারম্যান মাদারীপুর জেলা পরিষদ। মোঃ শফিক স্বপন- সাংবাদিক ও সাংগঠনিক ব্যক্তিত্ব।

দৈনিক আজকের দর্পণ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাদারীপুর জেলা তথ্য অফিসের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এ স্লোগানকে সামনে রেখে একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করানো হয়। পাশাপাশি "স্থাস্থ্য বিষয়ে শিখনীয়" মাদারীপুর জেলা প‌রিবার প‌রিকল্পনার উদ্যোগে ভ্রাম্যমান চলচ্চিত্র প্রদর্শন করানো হয়।

দৈনিক আজকের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আরো উপস্থিত ছিলেন গাজী টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ সিদ্দিকুর রহমান, একুশে টিভি মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম পলাশ, দৈনিক বর্তমান কথা এর মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ মহসিন তালুকদার, দৈনিক প্রথম বেলার মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন, বাংলা টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ তানভীর হোসেন, মোহনা টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান, দৈনিক আজকের পত্রিকা মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ এমদাদুল হক মিলন, দৈনিক প্রতিদিনের কাগজ এর মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন (জসিম), দৈনিক লাখো কণ্ঠে এর মাদারীপুর জেলা প্রতিনিধি মোঃ রাকিবুল হাসান, মানবজমিনের রাজৈর প্রতিনিধি মোঃ আহসানুল হক লিমন, প্রথম আলো এর জেলা প্রতিনিধি অজয় কুন্ডু , আরো উপস্থিত ছিলেন আদর্শ কল্যাণ ফোরাম মাদারীপুর এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ এচকান্দার মাতুব্বর,দৈনিক আজকের দর্পণ এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সঞ্চালনা করেন এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম নয়ন, দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুশীল সমাজ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ আরো অন্যন্যারা।

এসময় বিভিন্ন ক্যাটাগরির বিশেষ অবদান রাখায় ১৮ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সম্মাননা প্রদান করে দৈনিক আজকের দর্পণের পক্ষ থেকে মাদারীপুর জেলা প্রতিনিধি মীর মফিজুর ইসলাম ইমরান (মীর ইমরান)। এরা হলেন দেশের প্রথম স্মার্ট উপজেলা হিসাবে ঘোষিত মাদারীপুর -১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি, জেলা প্রশাসক, মাদারীপুর, মোহাম্মদ মারুফুর রশিদ খান, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার, মাদারীপুর, মোঃ মাসুদ আলম বিপিএম (বার) পিপিএম, উপ-সচিব, উপ-পরিচালক স্থানীয় সরকার.মো: নজরুল ইসলাম, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ ওবায়দুল রহমান খান (কালু), মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দিন, মাদারীপুর পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, শিবচর উপজেলা প্রকৌশলী, কে এম রেজাউল করিম। দত্ত চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মোঃ ফারুক হাসান মল্লিক ,বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখায়, মাদারীপুর জেলা সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিক স্বপন, সাংবাদিকতা বিশেষ অবদানের জন্য খবরপত্র এর জেলা প্রতিনিধি দেবাশীষ অধিকারী,কাদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আজাদুল ইসলাম মাসুম,শিবচরের , রোকেয়া মেমোরিয়াল হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার এর প্রতিষ্ঠাতা মোঃ বুলবুল আহমেদ, শিবচর উপজেলা কতুবপুর বাজারে শুকতারা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর প্রতিষ্ঠাতা মোঃ নজরুল ইসলাম, পদ্মা সেতুর দক্ষিণ পাশে নাওডোবা মোড়ে ফুট এক্সপ্রেস প্রতিষ্ঠাতা মোঃ তরিকুল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, অতিরিক্ত প্রকল্প পরিচালক, মোঃ ইলিয়াস হাওলাদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আজকের দর্পণ এর মাদারীপুরের প্রতিনিধি মীর মফিজুর ইসলাম ইমরান (মীর ইমরান) তিনি বলেন আগামীতে দৈনিক আজকের দর্পণ মাদারীপুর বাসীর হাতে হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে , সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


আরও খবর



ভান্ডারিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
Image

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সোমবার সন্ধ্যায় নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের নদমূলা গ্রাম থেকে মাসুম হাওলাদার (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। সে নদমূলা গ্রামের ৬ নং ওয়ার্ডের মোঃ শাহজাহান হাওলাদার এর ছেলে ।

নিহতের পারিবারিক সূত্রে জানাগেছে, মাসুম হাওলাদার সোমবার দুপুরে তাদের বসত ঘর সংলগ্ন বাগানের জাম্বুরা গাছের সঙ্গে লাইনের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সোমবার বিকেলে তার স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে লাশ উদ্ধার করে। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ থানায় নিয়ে যায়। তবে অত্মহত্যার কারণ জানা যায়নি।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আসিকুজ্জামান জানান, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে লাশ ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।


আরও খবর



ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১৩

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে আগুন লেগে ১১৩ জন নিহত এবং ১৫০ জনেরও বেশি আহত হয়েছেন। স্থানীয় ও জরুরি পরিষেবা সংস্থার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নিনেভের ডেপুটি গভর্নর হাসান আল-আল্লাক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এ পর্যন্ত ১১৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় সময় আনুমানিক মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

নিনেভের প্রাদেশিক গভর্নর নাজিম আল-জুবরি বুধবার ভোরে সতর্ক করে বলেন, অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের চূড়ান্ত পরিসংখ্যান পাওয়া যায়নি। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে। 

আরও পড়ুন>> দরজায় কড়া নাড়ছে কোভিডের থেকে ভয়ংকর মহামারী ‘ডিজিজ এক্স’

এর আগে ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ জানায়, অগ্নিকাণ্ডে ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিনেভ প্রদেশের হামদানিয়া জেলায় একটি হলে বিয়ের অনুষ্ঠান চলাকালে আগুন ছড়িয়ে পড়ে।

ইরাকের সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদনের তথ্যমতে, উদযাপনে ব্যবহৃত আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বুধবার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তথ্য ইঙ্গিত করে, বিয়ের অনুষ্ঠানে আতশবাজি ব্যবহার করা হয়েছিল, যা থেকে হলটিতে আগুনের সূত্রপাত ঘটে।

বাগদাদ থেকে আল জাজিরার সাংবাদিক মাহমুদ আবদেলওয়াহেদ জানান, ইরাকে বিয়ের অনুষ্ঠানে আতশবাজি ব্যবহার করা সাধারণ ঘটনা। আগুনের লাগার সময় প্রায় এক হাজার মানুষ অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। 

আরও পড়ুন>> যেভাবে হত্যা করা হয়েছিল হরদীপ সিংকে

আবদেলওয়াহেদ বলেন, হলটি নির্মাণে ব্যবহৃত দাহ্য পদার্থের কারণেও অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী আগুনের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দেশটির স্বরাষ্ট্র ও স্বাস্থ্য কর্মকর্তাদের জরুরি সহায়তা দিতে বলেছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।


আরও খবর



মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। বুধবার দিবাগত (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৪ টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৪টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>> মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

তিনি বলেন, রাত ৩টা ৪৩ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান। তাৎক্ষণিক তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও দুটি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়।

সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানিয়েছেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়তে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

এদিকে আগুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।


আরও খবর
তিন দিনের ছুটিতে ঢাকার রাস্তা ফাঁকা

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




মেয়র জায়েদা খাতুনের অভিষেক আজ

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম নারী মেয়র হিসেবে জায়েদা খাতুন আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দায়িত্বভার গ্রহণ করবেন। এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

প্রথম নারী মেয়র হিসেবে আজ সকাল ১০টার দিকে শহরের বঙ্গতাজ মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন জায়েদা খাতুন। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। এ ছাড়া নগর ভবনে তাকে বরণে প্রস্তুত সিটির কর্মকর্তা-কর্মচারীরা।

২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলম। তিন বছর পর ২০২১ সালে মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত হন। পরে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান নগরীর ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ।

এর আগে ২০১৩ সালে প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত অধ্যাপক মান্নান বরখাস্ত হলে ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন তিনি। রোববার দুপুরে এক অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শফিউল আজমের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় সচিব আব্দুল হান্নান, কাউন্সিলরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তার প্রাপ্ত ভোট ছিল দুই লাখ ৩৮ হাজার ৯৩৪টি।


আরও খবর