আজঃ রবিবার ০২ এপ্রিল 2০২3
শিরোনাম

শেরপুরে ডেঙ্গু জ্বরে বছরের প্রথম মৃত্যু

প্রকাশিত:শনিবার ১৯ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১৯ নভেম্বর ২০২২ | ৫৬৫জন দেখেছেন
দর্পণ নিউজ ডেস্ক


Image

শেরপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর প্রথম কোনো রোগী মারা গেছেন। মজিবর রহমান নামের ওই রোগী শুক্রবার দিনগত রাতে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও হেরুয়া বালুরঘাট গ্রামের বাসিন্দা। চলতি বছর শেরপুরে এটাই প্রথম কোনো ডেঙ্গুরোগীর মৃত্যু।

হাসপাতাল সূত্রে জানা যায়, মজিবর রহমান গত ১৬ নভেম্বর জ্বরে নিয়ে ২৫০ শয্যার শেরপুর জেলা হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষায় ডেঙ্গু পজেটিভ শনাক্ত হলে তাকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. খায়রুল কবীর সুমন বলেন, নিহত মজিবর রহমান আগে থেকেই ডায়াবেটিস ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। জেলা হাসপাতালে শুক্রবার রাত পর্যন্ত নতুন দুজনসহ ১৩ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন বলেও জানান তিনি।

নিউজ ট্যাগ: ডেঙ্গু জ্বর

আরও খবর