
শেরপুর জেলা শহরের
পৌরসভার মধ্যশেরী শিংপাড়া মহল্লায় স্ত্রী রোকসানা(৩৮) ও শিশু পুত্র রাফিকে শ্বাসরোধ
করে হত্যার ঘটনায় ঘাতক স্বামী মাশেককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার
দিকে সদর থানা পুলিশ মাশেককে গ্রেফতার করে।
জানা গেছে, অটো
চালক মাশেক মাদক সেবনে জড়িত। সে প্রায় সময় স্ত্রী রোকসানা বেগমকে মাদক সেবনের টাকার
জন্য মারধোর করতো। এনিয়ে স্ত্রী রোকসানা স্বামী মাশেকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন
মামলা দায়ের করে। পরবর্তীতে উভয় পরিবার বিষয়টি
মিমাংসা করে স্বামী-স্ত্রীকে এক করে দেয় এবং রোকসানা মামলা প্রত্যাহার করে নেয়।
শনিবার রাতের
কোন এক সময় মাদকসেবি মাশেক স্ত্রী রোকসানা ও ৪র্থ শ্রেণিতে পড়ুয়া ছেলে রাফিকে হাত পা
বেঁধে শ্বাসরোধে হত্যা করে এবং ভাড়া বাসার সেপটিক ট্যাংকে লাশ ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে অতিরিক্ত
পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
মোহাম্মদ হান্নান মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল ঘটনাস্থল গিয়ে
লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মর্গে প্রেরণ করে।