আজঃ সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

সিলেটে গুলিতে আহত রাইয়ানকে বিদেশে নেওয়ার পরামর্শ

প্রকাশিত:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | হালনাগাদ:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | পত্রিকায় প্রকাশিত
এস এ শফি, সিলেট

Image

সিলেটের দক্ষিণ সুরমা থানার সামনে ৫ আগস্ট ছাত্র-জনতা মিলে বিজয় উল্লাস করছিল। সেখানে মাথায় গুলিবিদ্ধ হয় দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের ডালিপাড়া গ্রামের নানু মিয়ার ছোট ছেলে রাইয়ান আহমদ।

১৭ দিন পর ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে জ্ঞান ফিরেছে রাইয়ানের। তবে তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন।

চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে ইউকে বা সিঙ্গাপুরে নিয়ে যাওয়া প্রয়োজন।

আহত রাইয়ানের ভাই আইমান আহমদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে। সেখানে ১৪ দিন চিকিৎসা নিয়েও তার জ্ঞান ফিরেনি। সিলেটের চিকিৎসকরা তাকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে রেফার করেন। এখন সে ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শুক্রবার তার জ্ঞান ফিরেছে। এখন শুধু চোখ খুলে তাকাতে পারে। আমাদের সবাইকে চেনতে পারছে বুঝা যায়। মাঝে মাঝে বলে তার মাথায় খুব যন্ত্রণা করে।

৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় সিলেটের দক্ষিণ সুরমা থানার সামনে গুলিবিদ্ধ হওয়ার পর ১২ দিন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয় রাইয়ান। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৭ আগস্ট সকালে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়।

জানা যায়, আহত রাইয়ান আহমদ সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিউজ ট্যাগ: সিলেট

আরও খবর
সুন্দরগঞ্জে ত্রাণের ৩ টন চাল জব্দ

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪




গাজায় আরও ছয় ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

প্রকাশিত:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | হালনাগাদ:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

গাজায় হামাসের হাতে আটক ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর বিক্ষোভে ফেটে পড়েছে গোটা ইসরায়েল। সরকারবিরোধী আন্দোলনে রাস্তায় হাজারো মানুষের ঢল। যুদ্ধবিরতির দাবিতে সোমবার সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের প্রধান এবং বৃহত্তম শ্রমিক ইউনিয়ন।

রোববার রাতে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। অনেক বিক্ষোভকারী তেল আবিবে রাস্তা ব্লক করেছে এবং পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেছে। গাজার রাফাহ অঞ্চলে অভিযান পরিচালনার সময় রোববার একটি টানেল থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধার করে ইসরায়েলের সেনারা।

খবরটি জানাজানির পর থেকেই প্রতিবাদ-বিক্ষোভের আগুন জ্বলে উঠে গোটা ইসরায়েলজুড়ে। তেল আবিব  জেরুজালেমসহ দেশটির সবকটি গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। জিম্মিদের মৃত্যুর জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করছেন তারা। 

এদিকে সোমবার দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ইসরায়েলের প্রধান শ্রমিক ইউনিয়ন হিসটাদ্রুত। বিমানবন্দর, ব্যাংকিং  ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত এই ধর্মঘটের আওতায় থাকবে।

সরকারের ওপর চাপ বাড়াতে এদিন বিক্ষোভ কর্মসূচির ডেকেছে জিম্মিদের পরিবারও। এই অবস্থায় হামাসের কাছে বন্দি নাগরিকদের মুক্ত করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তীব্র বিক্ষোভের মুখে নেতানিয়াহু বলছেন, যুদ্ধ বিরতির চুক্তি চায় না হামাস। তবে হামাসের দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রীই এই চুক্তি আটকে রেখেছেন।

এদিকে গাজায় ২৪ ঘণ্টায় শরণার্থী শিবিরসহ বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। পশ্চিম তীরে ষষ্ঠ দিনের মতো ইসরায়েলি অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। হামলার মধ্যেই প্রথম দিন ৭২ হাজার ৬১১ জন শিশুকে পোলিও টিকা দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।


আরও খবর



রাষ্ট্রপতি কতজনের দণ্ড মওকুফ করেছেন, তালিকা চেয়ে লিগ্যাল নোটিশ

প্রকাশিত:রবিবার ২৫ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ২৫ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
আদালত প্রতিবেদক

Image

১৯৯১ সালের জানুয়ারি মাস থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে কতজনের কারাদণ্ড মওকুফ, দণ্ড স্থগিত বা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ ও প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে।

আজ রবিবার এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. ওমর ফারুক।

নোটিশে বলা হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, দীর্ঘ কয়েক বছর যাবত রাষ্ট্রপতি তার ক্ষমতাবলে বহু ক্রিমিনাল, হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ক্ষমা বা তাদের দণ্ড মওকুফের আদেশ দিয়ে আসছেন। রাষ্ট্রপতির মার্জনায় বহু ফাঁসির আসামি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে বেরিয়ে সমাজে আবার মাফিয়া ডন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আতঙ্ক ছড়াচ্ছে।

নোটিশে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি কীভাবে, কোন প্রক্রিয়ায়, কাদের সুপারিশ বা তদবিরে দাগী, ঘৃণিত, কুখ্যাত সাজাপ্রাপ্তদের ক্ষমা করে বা দণ্ড মওকুফ করে দায় মুক্তি দিচ্ছেন তা একজন নাগরিক হিসেবে আমার বা আমাদের জানার অধিকার আছে। রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতার অপব্যবহার বা কোন রাজনৈতিক উদ্দেশ্যে বা রাজনৈতিক কোনোরূপ বল প্রয়োগ আছে কি না তাও ক্ষতিয়ে দেখা দরকার।

নোটিশে বলা হয়, রাষ্ট্রপতির দণ্ড মওকুফের ক্ষমতার উৎস বা কোন আইন দ্বারা তিনি কীভাবে কোনো প্রক্রিয়ায় তা করে থাকেন বা দণ্ড মত্তকুফের মানদণ্ড কী? তা মানুষের জানা দরকার। তাই এখানে ১৯৯১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত যতজনকে রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করে বা দণ্ড স্থগিত করে কারাগার থেকে মুক্তি দিয়েছেন তাদের নামের তালিকা ও কী প্রক্রিয়ায় তাদের ক্ষমা করা হয়েছে তার বিশদ বর্ণনা নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে আমাকে প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। নির্দিষ্ট সময়ের মধ্যে দণ্ড মওকুফ হওয়াদের তালিকা না পেলে উচ্চ আদালতে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।


আরও খবর



শেরপুরের শ্রীবরদীতে প্রতিমা ভাংচুর

প্রকাশিত:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | হালনাগাদ:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | অনলাইন সংস্করণ
মো. নাজমুল হোসাইন, শেরপুর

Image

শেরপুরের শ্রীবরদীর ভায়াডাঙ্গা বাজারের শারদীয় দুর্গা মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ উঠেছে।

গত শনিবার সন্ধ্যার পর থেকে ১ সেপ্টেম্বর রোববার সকাল ১১ টার মধ্যে দুর্বৃত্তরা অনধিকারভাবে মন্দিরে প্রবেশ করে দুর্গাপূজা উপলক্ষে নব নির্মিত প্রতিমাগুলো ভাংচুর ও অবমাননা করেছে।

এব্যাপারে ওই মন্দিরের সভাপতি শ্রী সাজু বাসকর বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভায়াডাঙা বাজারের বারোয়ারী শারদীয় দূর্গা মন্দিরের লোকজন জানান, আসছে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। শনিবার সন্ধ্যায় প্রতিমা কারিগড়রা মন্দিরের কাজ করে চলে যায়। রোববার সকাল ১১ টার দিকে প্রতিমা দেথতে যান মন্দিরের পরিচর্যাকারী কয়েকজন। তারা দেখেন

প্রতিমা গুলো ভাঙচুর ও অবমাননা অবস্থায় রয়েছে। এছাড়াও কেরোসিন ও পেট্রোল ছিটানো।

এঘটনায় ওই মন্দিরের সভাপতি সাজু বাসকর বলেন, রাতের আধারে কে বা কারা এসব ভাংচুর করেছে তা আমরা জানিনা। ওই মন্দিরের সাধারণ সম্পাদক

দিরগুন রবিদাস ও পূজা আয়োজক কমিটির সদস্য সুমন রবি দাস জানান, মন্দির সংলগ্ন ভূমি অফিসের লোকজনের সাথে প্রথমে দুর্গা পূজার প্রতিমা তৈরি নিয়ে কথা কাটাকাটি হয়েছে। পরে কিছু বলেনি। তবে প্রতি বছর ভূমি অফিস ও স্থানীয় বাসিন্দারা দুর্গা পূজায় আর্থিকসহ নানাভাবে সহযোগিতা করে আসছেন।

এদিকে খবর পেয়ে পুলিশের পাশাপাশি শ্রীবরদী অবস্থানরত সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী নুরুজ্জামান বাদল। তিনি এ ঘটনার নিন্দা জানান।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, মন্দিরটি শিকলে তালাবদ্ধ ছিলো। কে বা কারা শিকল কেটে ভিতরে প্রবেশ করে প্রতিমার ভাঙচুর করে। এ ঘটনায় পূজা উদযাপন কমিটির সভাপতি সাজু বাসকর বাদী হয়ে থানায় মামলা করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন,

তাদের নিজেদের মধ্যে পারিবারিকভাবে বিরোধ আছে। হয়তো এরই জের ধরে ঘটনাটি ঘটেছে। তবে উভয় পক্ষের সাথে কথা বললে প্রকৃত ঘটনা উদঘাটন হবে।


আরও খবর
সুন্দরগঞ্জে ত্রাণের ৩ টন চাল জব্দ

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪




পশ্চিমবঙ্গে রেল অবরোধ, বিজেপি-তৃণমূল সমর্থকদের সংঘর্ষ

প্রকাশিত:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক

Image

কলকাতায় আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করছে বিজেপির। ১২ ঘণ্টার অবরোধ কর্মসূচিতে সকাল থেকেই রাজ্যে কার্যত রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সঙ্গে সংঘাত ও গুলির ঘটনাও ঘটেছে।

বুধবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রেল অবরোধ করেন বিজেপি কর্মীরা। যার ফলে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। লক্ষ্মীকান্তপুর সেকশনে অনেক জায়গায় রেলের ওভারহেড তারে কলাপাতা ফেলে দেয়া হয়। ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। শিয়ালদহ থেকে নামখানা, লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপে ট্রেন চলাচল অনেকক্ষণ বন্ধ ছিল।

হুগলি স্টেশনে বিজেপি সমর্থকরা রেললাইনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এর ফলে বেশ কিছুক্ষণ রেল চলাচল বন্ধ থাকে। সকাল ছয়টা থেকে বনগাঁয় বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার নেতৃত্বে রেল অবরোধ শুরু হয়। মুর্শিদাবাদের বেশ কয়েকটি স্টেশনেও রেললাইন অবরোধ করেছে বিজেপি। কৃষ্ণনগরেও বিজেপি কর্মীরা রেল অবরোধ করে। সোনারপুরে রেল অবরোধকে কেন্দ্র করে বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে হাতাহাতি হয়। কর্মীরা লাইনে শুয়ে পড়ে। পুলিশ তাদের জোর করে তুলতে চায়।

দুর্গাপুরের বেনাচিতিতে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সদস্যদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বিজেপি বিধায়ক সেখানে পথে নেমে বিক্ষভে অংশ নেন।

এ সময় তৃণমূল কংগ্রেস অবরোধ বিরোধী মিছিল শুরু করে। দুই দলের মিছিল মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়য়। এতে বিধায়কসহ একাধিক বিজেপি কর্মী আহত হন।


আরও খবর



ঢাকা ছাড়ার আগে-পরে শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি: জয়

প্রকাশিত:সোমবার ১২ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ১২ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
দর্পণ নিউজ ডেস্ক

Image

শেখ হাসিনা ঢাকা ছাড়ার আগে ও ঢাকার ছাড়ার পর এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি বলে জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়।

রোববার (১১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেন তিনি।

রোববার রাত ১১টা ৫৫ মিনিটে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া ওই পোস্টে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে তার (শেখ হাসিনা) সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি।

এর আগে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসে প্রকাশিত এক সংবাদে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তিনি বলেন, বঙ্গোপসাগরে উপস্থিতি জোরদার করার জন্য যুক্তরাষ্ট্র সেন্টমার্টিন দ্বীপ চেয়েছিল।

এ ছাড়াও ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, পরাজয় মেনে নিয়ে তিনি দ্রুতই দেশে ফিরে আসবেন।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা।


আরও খবর
ঢাকায় এসেছেন কোকোর স্ত্রী শর্মিলা রহমান

শুক্রবার ০৬ সেপ্টেম্বর ২০২৪