আজঃ শনিবার ০৩ জুন ২০২৩
শিরোনাম

সিরাজগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ মার্চ ২০২৩ | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি

Image

স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময় এই স্লোগান কে সামনে নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার  (০৯ মার্চ) সকাল ১০ টায় শহরের ভিক্টেরিয়া হাই স্কুল মাঠে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সিরাজগঞ্জের আয়োজনে এবং মানব মুক্তি সংস্থা বাস্থবায়িত ও কইকার দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের সহযোগিতায় এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় ভূমিকম্পে করণীয়, অগ্নিকাণ্ড প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বহির্গমন বিষয়ে নানা কৌশল প্রদর্শন করা হয়। এ ছাড়াও ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় কমিউিনিটি ও ব্যক্তিগত পর্যায়ে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার বিষয়ে সম্যক ধারণা দেওয়া হয়। মহড়াটি পরিচালনা করেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা, নিশ্চিন্ত কুমার পোদ্দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার সারা বাংলাদেশ ব্যাপি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হচ্ছে তাই সচেতনা বৃদ্ধি করে জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ নুরুল হক।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক মোঃ ফরহাদ হোসনে, মানব মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাবিব উল্লাহ বাহারসহ বিভিন্নি এনজিও প্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আকরুজ্জামান।


আরও খবর