
শক্তিশালী ৬
মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তানের বিভিন্ন অঞ্চল। পাকিস্তানের ন্যাশনাল সিসমিক
মনিটরিং সেন্টার (এনএসএমসি) আজ রোববার দেশটিতে ভূমিকম্প হানার কথা নিশ্চিত করেছে। খবর
জিও নিউজের।
তবে এতে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, খাইবার পাখতোনখোয়ার বিভিন্ন অংশে এবং কাশ্মিরে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় স্থানীয় আতঙ্কে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসে।
আরও পড়ুন: শান্তিপূর্ণ পরিবেশ মানুষের অর্থনৈতিক মুক্তির সহায়ক: প্রধানমন্ত্রী
পাঞ্জাবের লাহোর,
ঝেলাম এবং চাকওয়ালেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ পাকিস্তানে
আঘাত হানা ভূমিকম্পের মাত্রার পরিমাপ বলেছে ৫ দশমিক ২। তবে এনএসএমসি নিশ্চিত করেছে,
এর মাত্রা ছিল ৬।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১০ টা ৫০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত অঞ্চলের মধ্যে। এটির গভীরতা ছিল ২২৩ কিলোমিটার।
আরও পড়ুন: রোহিঙ্গা জনগোষ্ঠিতে ডেঙ্গু ব্যবস্থাপনা কঠিন: স্বাস্থ্য অধিদপ্তর
পাকিস্তান ছাড়াও
এর কম্পন চীন, আফগানিস্তান ও ভারতে অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো হতাহত
বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।