আজঃ রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রকাশিত:মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

সুনামগঞ্জের হালুয়ারগাঁও সড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের হালুয়ারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনজগন্নাথপুরের হাদিউর রহমান ও চট্টগ্রাম জেলার নাসির আলম। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে হালুয়ারগাঁও এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে হাদিউর রহমান ও নাসির আলম নামে দুজন মারা যান। এ ছাড়া আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে আহত দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।


আরও খবর



বিদায়ী ডোনাল্ডেকে নিয়ে মাহমুদউল্লাহর আবেগঘন স্ট্যাটাস

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

বিসিবির সঙ্গে ফাস্ট বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চুক্তির মেয়াদ ছিল চলমান ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার চুক্তির মেয়াদ আর বাড়াবেন না আগেই জানিয়ে দিয়েছিলেন। তাইতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে দলের খেলোয়াড়দের বিদায় বলে দিয়েছিলেন তিনি।

রোববার (১২ নভেম্বর) ভারত থেকে টিম বাংলাদেশ ফিরলেও দলের সঙ্গে ঢাকায় আসেননি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ফাস্ট বোলার। ফাস্ট বোলিং কোচ হিসেবে কার্যকাল শেষ হওয়ার পর নিজের শিষ্যদের কাছ থেকে বিদায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি।

যেখানে ডোনাল্ড লেখেন, আপনাদের ফাস্ট বোলিং কোচ হিসেবে আমাকে কাজ করার সুযোগ ও দায়িত্ব দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আমরা একটি শক্তিশালী বোলিং ইউনিট তৈরি করেছি। যেটি ভালো একটি অভিজ্ঞতা অর্জন করেছে। আমি টিম ও কোচিংয়ের সদস্যদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমি প্রচণ্ড আগ্রহ নিয়েই আপনাদের খোঁজখবর নিব। উষ্ণ বার্তা ও সমর্থনের জন্য বাংলাদেশ ক্রিকেটের সকল আবেগী ভক্তদের ধন্যবাদ জানাতে চাই।

ফাস্ট বোলার না হলেও ডোনাল্ডকে নিয়ে নিজের মনের কথা জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সোমবার (১৩ নভেম্বর) ডোনাল্ডের সঙ্গে একটি ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ লেখেন, একজন কিংবদন্তি এবং একজন ভদ্রলোক। সত্যি দারুণ একজন মানুষ। আপনার সঙ্গে কাজ করতে পারা সত্যি আনন্দের।

 

উল্লেখ্য, মাহমুদউল্লাহও ক্যারিয়ারের পড়ন্ত সময় পার করছেন। অনেক নাটকীয়তার পর এবারের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান তিনি। এরপরই দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করার পাশাপাশি একমাত্র বাংলাদেশি হিসেবে সেঞ্চুরিও পান এই অভিজ্ঞ ক্রিকেটার।


আরও খবর
ইউরো ২০২৪ এর ড্র অনুষ্ঠিত

রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩

হঠাৎ দুবাইয়ে সাকিব

শনিবার ০২ ডিসেম্বর 2০২3




১০ হাজার প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

দেশব্যাপী ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯৭ হাজার ৪৭১ কোটি ৩ লাখ টাকা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ৯ হাজার ৯৯৫টি অবকাঠামোর উদ্বোধন ও ৪৬টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় গণভবনের সঙ্গে ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়সহ সারা দেশে ১০১টি প্রান্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিল।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদফতর নির্মিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ২৫৯টি ভবন; প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনা; নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম বন্দর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং বাংলাদেশ স্থলবন্দরের ১৫টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন প্রভৃতি।

প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধনের সময় বলেন, আমরা জনগণের ভোটেই বারবার নির্বাচিত হয়ে এসেছি। দীর্ঘসময় সরকারে থাকার কারণেই আমরা যেভাবে উন্নয়ন পরিকল্পনা করেছিলাম সেভাবে করতে পেরেছি। বাংলাদেশকে দেখে এখন আর কেউ বলতে পারবে না এ দেশ দরিদ্র দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, হাত পেতে চলার দেশ। আমরা এখন একটা মর্যাদাশীল দেশে পরিণত হয়েছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। একটি উন্নত সমৃদ্ধ দেশে পৌঁছানোর জন্য পরিকল্পিত উন্নয়ন প্রকল্প নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

এ সময় গণভবনে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪টি জেলা প্রশাসকের কার্যালয়সহ দেশব্যাপী ১০১টি প্রান্তে সুবিধাভোগীরা যুক্ত ছিলেন।


আরও খবর
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আহত ২

শনিবার ০২ ডিসেম্বর 2০২3




রাজধানীতে বাসের ধাক্কায় লেগুনার তিন যাত্রী নিহত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনার তিন যাত্রীর প্রাণ গেছে। তাদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ ছাড়া আহত হয়েছেন তিনজন।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডেমরা পাইটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম-ঠিকানা তাৎক্ষণিক জানা যায়নি। তবে আহতরা হলেনশামীম (৩৭) ও মইনুদ্দিন (৩৬) এবং আরেকজনের পরিচয় জানা যায়নি।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, আজ সকালে ডেমরায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আর আহত তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আহত মইনুদ্দিন গণমাধ্যমকে জানান, তিনি গাজীপুরের টঙ্গীতে থাকেন। উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। লেগুনায় ১৪ থেকে ১৫ জন যাত্রী ছিলেন। যারা পেছনে বসেছিলেন, তাদেরই বেশি ক্ষতি হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ডেমরার সড়কে দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। এর মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।


আরও খবর



শেখ হাসিনার মতো দেশপ্রেমিক প্রধানমন্ত্রী পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
মশিউর রাহাত (পিরোজপুর)

Image

শেখ হাসিনা বার বার জন্মায় না। একবারই শেখ হাসিনা আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলসহ সারাদেশের ব্যাপক যোগাযোগের নেটওয়ার্ক গড়ে তুলছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় যোগাযোগের এ মেলবন্ধন সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার মতো দেশপ্রেমিক প্রধানমন্ত্রী পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন।

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে কালিগঙ্গা নদীর উপর (কলাখালী-চাঁদকাঠী) ৬শ ১৪ মিটার দৈর্ঘ্য সেতু নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফলে পিরোজপুরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সেতু নির্মাণসহ পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জাতীয় গ্রীড সাব-স্টেশন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, হাউজিং এষ্টেট, মডেল মসজিদ, মুক্তিযোদ্ধা যাদুঘর ও বধ্যভূমি স্মৃতিস্তম্ভ, শেখ কামাল আইটি ইনিস্টিটিউট, গৃহহীনদের শতভাগ আবাসন, জেলা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ ও অক্সিজেন প্লান্ট, ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসসহ বড় বড় প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এজন্য চাই এই সরকারের ধারাবাহিকতা। তাই এ উন্নয়নের গতি অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।

মন্ত্রী আরও বলেন, আগামী জানুয়ারিতে নির্বাচন। চোখ-কান বন্ধ রেখে আমার এলাকার উন্নয়ন যিনি করে দিয়েছেন তাকে প্রধানমন্ত্রী করার জন্য আমাদের নৌকায় ভোট দিতে হবে। এর কোন বিকল্প নাই। অন্তত আরেকটাবার দরকার শেখ হাসিনার সরকার। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি আমাদের আশা আকাঙ্খার শেষ আশ্রয়স্থল। ইনশাআল্লাহ তিনি আমাকেই নৌকা দিয়ে আপনাদের কাছে পাঠাবেন। নৌকায় ভোট দিলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। 

কলাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁন ডাকুয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুজ্জামান শিমুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজ্জাক খান বাদশা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রুহিয়া বেগম হাসি, মৎস্যজীবী লীগের আহবায়ক শিকদার চান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য কামরুজ্জামান খান শামীম, সাবেক ভিপি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়জীদ হোসেন প্রমূখ।


আরও খবর



দিল্লিতে নয়, ঢাকায় আছেন পিটার হাস

প্রকাশিত:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের ভারতের নয়া দিল্লিতে যাওয়ার তথ্য স‌ঠিক নয়, তিনি ঢাকাতেই আছেন।

শুক্রবার (১০ নভেম্বর) মার্কিন দূতাবা‌সের মুখপাত্র স্টিফেন ইবে‌লি বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

স্টিফেন ইবেলি বলেন, পিটার হাসের ভারত যাওয়া নিয়ে গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে তা স‌ঠিক নয়। রাষ্ট্রদূতের ভারতে টু প্লাস টু বৈঠকে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

নয়া দিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারতের মন্ত্রী পর্যায়ের টু প্লাস টু বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সঙ্গে রাষ্ট্রদূত পিটার হাস যোগ দেবেন জানিয়ে কিছু ভারতীয় গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাংলাদেশের কিছু গণমাধ্যমেও পিটার হাসের নয়া দিল্লি যাওয়ার খবর প্রকাশ হয়।

জানা গেছে, শুক্রবার গুলশান সোসাইটি লেক পার্কে ঢাকা ফ্লো কর্তৃক আয়োজিত ফেস্টিভ্যাল অব ইয়োগা অ্যান্ড ওয়েলনেস অনুষ্ঠান যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত। ওই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম অতিথি ছিলেন। এ ছাড়াও বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নেন।


আরও খবর
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ, আহত ২

শনিবার ০২ ডিসেম্বর 2০২3