
টাঙ্গাইলের গোপালপুরের বজ্রপাতে দুই কৃষকের
প্রাণহানি হয়েছেন। বুধবার (২১ জুন) দুপুরে উপজেলার উত্তর পাথালিয়া ও বাইশকাইল গ্রামে
এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নগদাশিমলা ইউনিয়নের
বাইশকাইল গ্রামের মৃত জহুর আলীর ছেলে ফজলুল হক (৫০) এবং নগদা শিমলা ইউনিয়নের উত্তর
পাথালিয়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আবুল কাশেম (৪০)।
আরও পড়ুন: পলাশে পানিতে ডুবে শিশু আরিয়ানের মৃত্যু
স্থানীয়রা জানান, দুপুরে বাইশকাইল এলাকায়
বৃদ্ধ ফজলুল হক আকাশে মেঘ ও বজ্রপাত শুরু হলে বাড়ির পাশের ফসলি জমিতে চড়ানো গরু আনতে
যান। এ সময় বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
একই সময় উত্তর পাথালিয়া এলাকার আবুল কাশেম বাড়ির পাশের ফসলি জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন।
এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিন মারা যান। পরে একজন মাঠে গরু আনতে গিয়ে কাশেমকে মাটিতে
পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে
গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বৃষ্টির অভাবে আমন রোপণে বিপাকে কৃষক
গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো. মোশারফ হোসেন জানান, দুপুরে উপজেলার বিভিন্ন অংশে ব্যাপক বজ্রপাত হয়েছে।
এতে পৃথক দুইটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের স্বজনরা মরদেহ বাড়িতে
নিয়ে গেছেন।