আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪২.২

প্রকাশিত:শনিবার ১৫ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৫ এপ্রিল ২০২৩ | অনলাইন সংস্করণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

Image

চুয়াডাঙ্গার উপর দিয়ে  বয়ে চলেছে অতি তীব্র তাপপ্রবাহ। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ৭  ডিগ্রি সেলসিয়াস যা সারা দেশের মধ্যেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল। আর আজ শনিবার ১৫ এপ্রিল বিকাল তিনটায় চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। যা গত ১০ বছরে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা অতিরিক্ত গরম আর তীব্র তাপপ্রবাহে জনজীবন দূর্বীশয় হয়ে পড়েছে। সকাল ৮ টার পর থেকে তীব্র রোদের তাপমাত্রা। বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপমাত্রা আরো বাড়ছে। এতে সবথেকে বেশি কষ্ট পাচ্ছে রোজাদার ও খেটে খাওয়া দিন মুজুরীরা। অতিরিক্ত রোদে তাপমাত্রার কারণে মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেড়াছে না। আর চুয়াডাঙ্গা প্রশাসন থেকে মাইকিং করে বলা হচ্ছে অতিরিক্ত তাপমাত্রায় বাইরে যেন কেউ না বেড়ায় সেজন্য সচেতন করা হচ্ছে। আর অতিরিক্ত গরম ও তাপপ্রবাহের কারণে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সব ধরনের রোগির সংখ্যা বাড়ছে। এই তীব্র তাপপ্রবাহে জনজীবন যেন স্থবির হয়ে পড়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ জামিনুর রহমান বলেন,  গত ৮ বছরে সারাদেশর মধ্যে শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। যা এই তাপমাত্রা আরো কয়েকদিন অব্যাহত থাকবে।  এখন চুয়াডাঙ্গার উপর দিয়ে অতি তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৪২.২ ডিগ্রি বা তার বেশি  হলে সেটাকে অতি তাপপ্রবাহ বলে।


আরও খবর



বিমানবন্দরে স্বর্ণ চুরির ঘটনায় আটজন গ্রেফতার, ৯৪ ভরি স্বর্ণ উদ্ধার

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের গুদাম থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় কাস্টমসের আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়া প্রায় ৯৪ ভরি সোনা উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদিউজ্জামান জিল্লু।

তিনি বলেন, কাস্টমসের চার সহকারী রাজস্ব কর্মকর্তা ও গুদামের নিরাপত্তার দায়িত্বে থাকা চার সিপাহিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৯৪ ভরি সোনা। গ্রেফতারদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন>> এডিসি হারুনকাণ্ড : তদন্ত কমিটি সময় পেল আরও ৫ দিন

গ্রেফতার সহকারী রাজস্ব কর্মকর্তারা হলেন মো. শহিদুল ইসলাম (৩৬), সাইদুল ইসলাম সাহেদ (৩৩), আকরাম শেখ (৩৬) ও মো. মাসুম রানা (৩৩)।

সিপাহীরা হলেন মো. মোজাম্মেল হক (৩৫), মো. নিয়ামত হাওলাদার (২৭), মো. রেজাউল করিম (৩৬) ও মো. আফজাল হোসেন (২৯)।

এর আগে ২২ আগস্ট একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা যায়, ঢাকা কাস্টম হাউজের বিমানবন্দর ট্রানজিট গুদামে প্রায় ১৫০ ভরি বা ৫৫ কেজি সোনা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ছয়টি ডিটেনশন মেমোর পণ্যের হিসাবে গড়মিল। 

আরও পড়ুন>> এডিসি সানজিদার বিষয়ে এই প্রথম মুখ খুললেন হারুন

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোনা চুরির এ ঘটনা ঢাকা শুল্ক বিভাগের নজরে আসে ২ সেপ্টেম্বর। তবে বিষয়টি জানাজানি হয় পরদিন ৩ সেপ্টেম্বর। বিমানবন্দরের কাস্টম হাউজের নিজস্ব গুদামে দিনভর ইনভেন্টরি শেষে ৫৫ কেজি সোনা চুরি বা বেহাত হওয়ার সত্যতা নিশ্চিত হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা হয় অজ্ঞাতদের আসামি করে। এসব সোনার দাম প্রায় ৫০ কোটি টাকা।


আরও খবর



পটুয়াখালী যাত্রীবাহী বাস ও ট্রাক দুর্ঘটনায় ১০ সাংবাদিক আহত

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি

Image

পটুয়াখালীতে যাত্রীবাহী বাসে এর সাথে সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন সাংবাদিক সদস্য আহত হয়েছেন। সোমবার দুপুরে করমজাতলা এলাকার বল্লভপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহত সাংবাদিক সুশান্ত ঘোষ ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন খন্দকার জানান, কুয়াকাটায় ৯ ও ১০ সেপ্টেম্বর দুইদিন ব্যাপী বরিশাল সংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সধারণ সভা শেষ করে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় কুয়াকাটা থেকে দুটি পরিবহন বাস ইয়াসিন ও মা পরিবহন বাস বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের বহনকারী মা এন্টারপ্রাইজ বাসটি পটুয়াখালী জেলা শহরের বাঁধঘাটের অদূরে বল্লভপুর এলাকায় পৌঁছলে সেখানে বিপরীতগামী সিমেন্ট বোঝাই লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইড দিয়ে অতিক্রমকালে সংঘর্ষে মা পরিবহন বাসটি সড়কের পাশে গাছের সাথে সজোড়ে ধাক্কা লেগে সামনের অংশ মুচড়ে যায়। এতে দুই নারী সাংবাদিকসহ অন্তত ১০জন সাংবাদিক আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটিদলসহ পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের দ্রুত পটুয়াখালী মেডিকেল কলেজ হসপাতালে নিলে  গুরুতর আহত উম্মে আরিফা ও ডেইলি স্টারের প্রতিনিধি সুশান্ত ঘোষকে এ্যাম্বুলেন্সে বরিশালে প্রেরণ করা হয়। বাকি আহত চ্যানেল আই বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থ ও তার স্ত্রী লুনা, বাস চালক মোজাম্মেলকে পটুয়খালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

বাসের চালক ঘটনার সময় বাসটিকে অনেকটা নিরাপদে রাখার কারণে বাসে থাকা ৪০ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যরা জীবনে রক্ষা পেয়েছে বলে সাংবাদিক মুফতী সালাউদ্দিন জানান।


আরও খবর



যাত্রী অধিকার দিবস আজ

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

যাত্রী অধিকার দিবস আজ বুধবার (১৩ সেপ্টেম্বর)। দেশে পঞ্চমবারের মতো দিবসটি পালিত হচ্ছে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য হলো—‘সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার চাই।

যাত্রী হয়রানি, ভাড়া-নৈরাজ্য, পরিবহনে বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা, অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকী দিবস হিসেবে দেশে যাত্রী অধিকার দিবস পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতিসহ দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। দেশের বিভিন্ন জেলায় দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, এবারের যাত্রী অধিকার দিবসে সড়ক পরিবহন আইনে যাত্রী অধিকার প্রতিষ্ঠার দাবি জোরালোভাবে তুলে ধরা হবে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সড়ক পরিবহন আইনে যাত্রীদের অধিকার চাই শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

আরও পড়ুন>> 'আপনি অসুস্থ, হাজব্যান্ড জানে না, স্যার কীভাবে জানে?'

উল্লেখ্য, বাংলাদেশসহ পৃথিবীর দেশে দেশে পরিবহনে ভাড়া-নৈরাজ্য, বিশৃঙ্খলা, যাত্রী হয়রানি ও সড়কে দুর্ঘটনা বন্ধের মধ্য দিয়ে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবহন খাত গড়ে তোলার বিষয়টি কর্তৃপক্ষের সামনে আনার প্রতীকী দিবস হিসেবে ২০১৯ সাল থেকে যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত বিভিন্ন সামাজিক সংগঠন ১৩ সেপ্টেম্বরকে যাত্রী অধিকার দিবস পালন করে আসছে।

বর্তমানে বৈশ্বিক মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে দফায় দফায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিসহ নানা কারণে গণপরিবহনে ভাড়া-নৈরাজ্য ও পদে পদে যাত্রী হয়রানির বিষয়টি আরেক দফা উসকে দিয়েছে। এমন পরিস্থিতি থেকে মুক্তি দিতে যাত্রী অধিকার ও পরিবহনে নিরাপত্তার বিষয়টি সামনে আনতে চান সংশ্লিষ্টরা।


আরও খবর



সাভারে আজকের দর্পণের দেয়াল পত্রিকার উদ্বোধন ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
সাভার প্রতিনিধি

Image

সাভারে দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও  কেক কাটার আয়োজন করা হয়। এ সময় বিপুলসংখ্যক এলাকা বাসীর উপস্থিতিতে, আজকের দর্পণ পত্রিকার উম্মুক্ত দেয়াল পত্রিকার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় সাভার উপজেলার দক্ষিণ গাজীরচটে, অবস্থিত আজকের দর্পণ এর উপজেলা অফিসে, পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এর আগে অফিস সংলগ্ন আয়নাল মার্কেট মোড় এলাকায়,  এলাকাবাসী ও 'সামাজিক উদ্যোগ' নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে, আজকের দর্পণ উন্মুক্ত দেয়াল পত্রিকার শুভ উদ্বোধন করা হয়।

আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের সাভার উপজেলা প্রতিনিধি, জহিরুল ইসলাম খান লিটন এর সঞ্চালনায়, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার, মোজাফফর হোসেন জয় এর সভাপতিত্বে, আনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী, মুহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন দৈনিক আজকের দর্পণ পত্রিকার সাভার উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান খাইরুল।

প্রধান অতিথি মোহাম্মদ সাইফুল ইসলাম, সমাজে আজকের দর্পণ পত্রিকার অবদান ও গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন। আজকের দর্পণ পত্রিকার সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করে বলেন, দৈনিক আজকের দর্পণ পত্রিকা অল্প সময়ে সুপরিচিতি লাভ করে, সমাজের গঠনমূলক সংবাদ পরিবেশন করে আসছে।

এসময় দৈনিক আজকের দর্পণ সামনে আরো এগিয়ে যাবেন সেই প্রত্যাশাও করেন তিনি

এ সময় উনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এনামুল হক মুন্সী, প্যানেল চেয়ারম্যান, ঢাকা জেলা পরিষদ, হাজী মো: ওমর-ফারুক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, ঢাকা জেলা আওয়ামী লীগ, মোঃ ইউনুস আলী খাঁন, সাংগঠনিক সম্পাদক, আশুলিয়া থানা আওয়ামী লীগ, হাজী আবুল হাসনাত, সভাপতি, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক পার্টি, মোঃ আয়নাল হক মাদবর, সভাপতি, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ, ধামসোনা, শ্রমিক নেতা সরোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন বকুল ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি ধামসোনা ইউনিয়ন যুবলী, মোঃ আরিফুর রহমান সিকদার উদ্যোক্তা সদস্য "সামাজিক উদ্যোগ" ও কেন্দ্রীয় কমিটি প্রচার সম্পাদক, খেতাবপ্রাপ্ত যুদ্ধাহত সন্তান পরিষদ।

এছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার অপু ওহাব, আশুলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি, মেহেদী হাসান মিঠু, দীপ্ত টেলিভিশনের সাভার উপজেলা প্রতিনিধি এম এ হালিম, বিজয় টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধ সোহেল আহমেদ, আনন্দ টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি আব্দুস সাত্তার হোসেন, নিউজ বাংলা ও দৈনিক বাংলার সাভার উপজেলা প্রতিনিধি ইমতিয়াজুল ইসলাম, ঢাকা ভিশন এর সম্পাদক ও প্রকাশক ইফতেখার জাহাঙ্গীর আলম, দৈনিক ভোরের দর্পণ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মশিউর রহমান, ঢাকা পোস্ট এর সাভার উপজেলা প্রতিনিধ মহিদুল ইসলাম মাহি, বাংলা নিউজ ২৪ এর সাভার উপজেলা প্রতিনিধি সাগর ফরাজী, বিডি ২৪ লাইভ এর সাভার প্রতিনিধি শাকিল শেখ, আশুলিয়া প্রেসক্লাবের সদস্য মামুন মোল্লা হস সাভার আশুলিয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সংবাদ কর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত এলাকার সাধারণ মানুষ, বিশেষ অতিথি ও সংবাদ কর্মীরা দৈনিক আজকের দর্পণ পত্রিকার সর্বাঙ্গিক মঙ্গল কামনা করেন এবং কেক কেটে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।


আরও খবর



আজকের রাশিফল : বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | অনলাইন সংস্করণ
জীবন ধারা ডেস্ক

Image

আজ নতুন কী ঘটতে চলেছে? আজ কি আপনার জন্য ভাল কিছু অপেক্ষা করে আছে? কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা? নাকি খারাপ কিছুর অপেক্ষা করে আছে আপনার ভাগ্যে। বিখ্যাত জ্যোতিষীর দ্বারা বিশ্লেষণের পর আজকের দিন নিয়ে ভবিষ্যত গণনা জানুন আপনার আজকের রাশিফলে।

মেষ : আপনাকে নেশার দ্রব্যের প্রতি দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। আপনার বেপরোয়া জীবনযাপন বাড়ির গুরুজনদের দুশ্চিন্তার কারণ হয়ে উঠবে। এর ফলে পরিবারে মনোমালিন্য তৈরি হতে পারে।

বৃষ : আপনার ব্যবহার এবং সকলের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবের প্রশংসা করবে সকলে। ভবিষ্যতের জন্য সঞ্চয় কীভাবে শুরু করবেন সে ব্যাপারে কোনও অভিজ্ঞ মানুষের সাথে পরামর্শ করুন।

মিথুন : বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের সাথে আপনার যোগাযোগ বাড়বে। এর ফলে আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কাজের জন্য পরিবার থেকে দূরে থাকতে হতে পারে।

কর্কট : আজকের দিনটি আপনার আনন্দে কাটবে। নিজের সন্তানের পড়াশোনা নিয়ে অনেকটা সময় ব্যস্ত থাকবেন। স্ত্রীয়ের সাথে প্রেমের সম্পর্ক নতুন মোড় নেবে। আবেগপ্রবণ হয়ে কোনও কাজ করবেন না।

সিংহ : আজকের দিনটি ভালোমন্দ মিশিয়ে কাটবে। অকারণ দুশ্চিন্তা কাটিয়ে উঠতে পারলে আপনি মানসিক শান্তি পাবেন। প্রেমে আঘাত পেতে পারেন আজ। তবে তাতে হতোদ্যম হওয়া উচিত নয়।

কন্যা : আপনার অসুস্থতা নিয়ে কারোর সাথে আলোচনা করবেন না। এর ফলে মানসিক চাপ বেড়ে আপনার আরও অসুস্থতার কারণ হতে পারে। স্ত্রীয়ের সাথে ভালো বোঝাপড়া পরিবারে শান্তি নিয়ে আসবে।

তুলা : আজকের দিনটি নিজের পছন্দের কাজ করে অতিবাহিত করুন। কোনও ধর্মীয় স্থানে ভ্রমণ আপনার মানসিক শান্তি নিয়ে আসবে। দানধ্যান করতে পারেন। পরিবারের মানুষদের সাথে সময় কাটিয়ে মন হালকা হবে।

বৃশ্চিক : আজ কিছুটা বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। বড় কোনও বিনিয়োগের আগে সব দিক ভালো করে বিবেচনা করুন। সৃজনশীল কাজের সাথে যুক্ত মানুষেরা নিজেদের কাজের জন্য প্রশংসিত হবেন।

ধনু : নিজের উপর আত্মবিশ্বাস রেখে সমস্ত কাজে এগিয়ে যান। আপনার প্রত্যয় এবং বিচক্ষণতা আপনাকে সাফল্য এনে দেবে। ভালোবাসার মানুষের কাছে মনের কথা বলতে পারবেন না আজ। পুরানো বন্ধুর সাথে দেখা হতে পারে।

মকর : আজ অকারণ খরচ অনেক বেড়ে যাবে। ফলে আপনার সঞ্চয় তলানিতে এসে ঠেকবে। তবে দুশ্চিন্তার কোনও কারণ নেই। নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন। প্রেমিকার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন।

কুম্ভ : খেলাধুলোর প্রতি আপনার আগ্রহ বাড়বে। এর ফলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। কোনও দূর সম্পর্কের আত্মীয়ের থেকে ভালো খবর পেতে পারেন। ভালোবাসার মানুষের কাছে মনের কথা খুলে বলুন।

মীন : আজ আপনার আধ্যত্মিক চেতনা বৃদ্ধি পাবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। দীর্ঘস্থায়ী বিনিয়োগ গুলি থেকে লাভ পেতে পারেন। সৃষ্টিশীল মানুষেরা নতুন কাজের সুযোগ পাবেন। একান্তে সময় কাটান।

 


আরও খবর
খালি পেটে যে চার খাবার খেলে অ্যাসিডিটি হয়

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩

আজকের রাশিফল: বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩