আজঃ শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম

টেকনাফের পাহাড় থেকে ৩ বনকর্মীকে অপহরণ

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | অনলাইন সংস্করণ
মোহাম্মদ ফারুক, কক্সবাজার

Image

কক্সবাজারের টেকনাফ থেকে তিন বনকর্মীকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। শুক্রবার (০১ সেপ্টেম্বর) বিকালে হ্নীলা ইউনিয়নের নেচার পার্কের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মো. শাকের (২০), একই এলাকার বকছু মিয়ার ছেলে আবদুর রহমান (৪২) ও আবদু শুক্কুরের ছেলে আবদুর রহিম (৪৬)। তারা বেসরকারি সংস্থা নিসর্গের অধীনে বন পাহারাদার ছিলেন।

অপহরণের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, পাহাড়ি এলাকা থেকে আমাদের তিন কর্মীকে অপহরণ করা হয়েছে। ধারণা করছি, পাহাড়ি সন্ত্রাসীরা তাদের ধরে নিয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাদের উদ্ধারের চেষ্টা করছি আমরা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান বলেন, বিকাল থেকে তিনজন বন পাহারাদার নিখোঁজ আছেন। আমাদের ধারণা, তাদের অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। তাদের উদ্ধারে বিজিবি, পুলিশ ও র‌্যাবের একটি দল পাহাড়ে আছে। এ ঘটনায় রোহিঙ্গা সন্ত্রাসীরা জড়িত বলে সন্দেহ আমাদের।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, অপহৃত তিন বনকর্মীকে উদ্ধারে পাহাড়ে কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোহাম্মদ আলী বলেন, আমার এলাকার তিন বনকর্মীকে নেচার পার্ক এলাকা থেকে অপহরণ করা হয়েছে। এখন পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।


আরও খবর
সিলেটে ব্যবসায়ী-সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪




শেরপুরে মুখোমুখি সংঘর্ষ দুই মাইক্রোবাস: ১৭ জন আহত

প্রকাশিত:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
মো. নাজমুল হোসাইন, শেরপুর

Image

শেরপুর পৌর শহরের নবীনগর পাসপোর্ট অফিসের পাশে দু'টি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি না হলেও আহত কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সাড়ে ৫ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৪ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আরো ১০/১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ৪/৫ জন শিশুও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে শেরপুর শহরের নবীনগর পাসপোর্ট অফিসের পাশে বিকট শব্দে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আশপাশের লোকজন এসে আহতদের গাড়ি থেকে বের করে হাসপাতালে নিয়ে যান।

শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এখন পর্যন্ত কেউ মারা যায়নি। তবে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ ট্যাগ: শেরপুর

আরও খবর
সিলেটে ব্যবসায়ী-সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষ

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪




এক ওভারে ৩৯ রান, সামোয়া ব্যাটারের বিশ্বরেকর্ড

প্রকাশিত:মঙ্গলবার ২০ আগস্ট ২০24 | হালনাগাদ:মঙ্গলবার ২০ আগস্ট ২০24 | অনলাইন সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

Image

অবিশ্বাস্য এক ইতিহাস গড়লেন দারিয়ুস ভিসের। সামোয়ার এই ব্যাটার কী করেছেন শুনলে চোখ কপালে উঠে যাবে। যে কীর্তি নেই বিশ্বের সেরা সব ব্যাটারের, সেটিই করে দেখিয়েছেন তিনি। ১ ওভারে নিয়েছেন ৩৯ রান!

ভিসের এই কীর্তি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপ-আঞ্চলিক পূর্ব এশিয়া-প্যাসিফ বাছাইপর্ব ইভেন্টে। আজ সামোয়ার আপিয়ায় গার্ডেন ওভালের ২ নম্বর মাঠে ভানুয়াতু পেসার নালিন নিপিকোর করা ১৫তম ওভারে ৬ বলে ৬টি ছয় মারেন তিনি। সেই ওভারে তিনটি নো বল দেন নিপিকো। সেই সুযোগ কাজে লাগিয়ে ওভারটিতে ৩৯ রান নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন ভিসের।

ছেলেদের টি-টোয়েন্টিতে ১ ওভারে এর চেয়ে বেশি রান নিতে পারেননি কেউ। এর আগে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের ১ ওভারে ৬ ছয়ে ৩৬ রান নিয়েছিলেন ভারতের যুবরাজ সিং। সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে যা ইতিহাস হয়ে আছে। এ ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড এবং এ বছর নেপালের দীপেন্দ্র সিং এইরিও ৬ বলে ৩৬ রানের কীর্তি গড়েন। এ ছাড়া ৬ ছক্কা না মারলেও ১ ওভারে ৩৬ রান নেওয়ার কীর্তি আছে রোহিত শর্মা ও রিংকু সিংয়ের। এ বছরেই এই কীর্তি গড়েন এ দুই ভারতীয় ব্যাটার। একই কীর্তি আছে নিকোলাস পুরানেরও (২০২৪)।

নিপিকোর প্রথম তিন বলে ছয় হাঁকান ভিসের। পরের বল নো হয়। ফ্রি হিট থেকে আবারও ৬ মেরে দলের রান শতকের ঘরে নিয়ে যান তিনি। পঞ্চম বলটি ডট হয়। শেষ বলটিতে আবারও নো বল দিয়ে বসেন নিপিকো। সেই বল করতে গিয়ে আবারও নো বল হওয়ার পাশাপাশি ছয়ও। বৈধভাবে ষষ্ঠ বলটিতে আবার ছয় মারেন ভিসের। শেষ বলটিতে নিপিকো দিয়েছেন ১৪ রান!

ভিসের ম্যাচটিতে ৬২ বলে ৫ চার ও ১৪ ছয়ে করেছেন ১৩২ রান। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে সামোয়া পায় ১৭৪ রানের সংগ্রহ। যদিও শেষ ৮ বলে ৫ উইকেট হারায় তারা। ওপেনিংয়ে নেমে ১ ওভারে ৩৯ রান দেওয়াটা পুষিয়ে দিতে চেষ্টা করেছিলেন নিপিকো। তবে ফেরেন ২৫ বলে ৭৩ রান করে। লক্ষ্য তাড়ায় ভানুয়াতুও থামে ৯ উইকেটে ১৬৪ রানে। সামোয়া জিতেছে ১০ রানে।

নিউজ ট্যাগ: বিশ্বরেকর্ড

আরও খবর
ভারত সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪




মোড়ে মোড়ে বিক্ষোভ, ভোগান্তিতে নগরবাসী

প্রকাশিত:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

এক মাসেরও বেশি সময় পর আজ রবিবার (১৮ আগস্ট) সারা দেশের বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান পুরোদমে খুলেছে।

অন্যদিকে দুপুরে রাজধানীর নীলক্ষেত, সায়েন্সল্যাব, মহাখালীর ও শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীসহ পেশাজীবী লোকজন।

এতে এসব এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তি বেড়ে হয়েছে দ্বিগুণ। দীর্ঘক্ষণ গণপরিবহন আটকে থাকার কারণে অনেককেই হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে।

সরেজমিনে সকাল ১০টার পর ধানমন্ডি ২৭, আসাদগেট, খামার বাড়ি, ফার্মগেট ও বিজয় সরণি এলাকায় যানজটের চিত্র দেখা গেছে।

আজ দুপুরে সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড়ে চার দফা দাবি নিয়ে সড়কে নামে শিক্ষার্থীরা। তারা এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিলের দাবিতে সড়কে অবস্থান নেয়। এ সময় আশপাশে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ছাড়া দুপুর পৌনে ২টার দিকে স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন পদে তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীরা অনশন ও বিক্ষোভ শুরু করেন। এ সময় গুলশান থেকে মহাখালী যাওয়ার সড়কটি বন্ধ হয়ে যায়।

জানতে চাইলে কলাবাগানে যানজটে আটকে থাকা আজিমপুরগামী বিকাশ পরিহনের এক যাত্রী মহিবুল ইসলাম বলেন, আমাদের সাধারণ মানুষের শান্তি নেই। রাস্তায় লোকজন নামলে গাড়ি বন্ধ হয়ে যায়। অসুস্থ মানুষ হাঁটতেও পারছি না। উপায় না পেয়ে বসে আছি।

আরেক যাত্রী বিল্লাল মিয়া বলেন, এখন অফিস পুরোদমে চলছে। সকাল ঘর থেকে বের হয়ে জ্যামে আটকে যাচ্ছি। এর মধ্যে যদি রাস্তায় কোনও আন্দোলন-বিক্ষোভ থাকে, তাহলে তো আর কথাই নেই। রাস্তায় সময় কাটে। অসুবিধা নেই, আমরা অভ্যস্ত হয়ে গেছি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশার (ট্রাফিক, ধানমন্ডি জোন) নবকুমার বিশ্বাস বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পুরোদমে খুলে দেওয়ায় আজ সকাল থেকে সড়কে যানবাহনের চাপ রয়েছে। এ ছাড়া শাহবাগ, সায়েন্সল্যাব ও আরও কিছু পয়েন্টে বিক্ষোভকারীরা নামার কারণে সড়কে ভোগান্তি বেড়েছে। আশা করছি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। আমরা এ নিয়ে কাজ করছি।


আরও খবর



চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবি

প্রকাশিত:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

আন্তজার্তিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সেমিনারে সংগঠনটি এ দাবি জানিয়েছে।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ ১২ বছর ধরে যৌক্তিক দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আমাদের মহাসমাবেশকে কেন্দ্র করে আমরা আজ এই সেমিনারের আয়োজন করেছি। সমাজের প্রত্যেকটা শ্রেণিপেশার মানুষেরা এই আন্দোলনের বিষয়ে অবগত রয়েছেন। চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তজার্তিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম ৩৫ বছর (শর্ত সাপেক্ষে উন্মুক্ত) করা একেবারেই যৌক্তিক। বর্তমানে চাকরিপ্রার্থীদের সাথে একটি বৈষম্য বিদ্যমান রয়েছে, এই বৈষম্য দূর করা আবশ্যক।

তারা আরও বলেন, ৩৫ বয়সসীমা আন্দোলনটি সময়ের সাথে একটি যৌক্তিক আন্দোলন। কিন্তু, বিগত সরকার এই আন্দোলনকে নিয়ে অনেক টালবাহানা করেছে। বিশ্বের প্রায় সব দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ থেকে শুরু করে ৫০ বছর পর্যন্ত রয়েছে। অনেক দেশে আবার যেকোনো বয়সে আবেদন করা যায়। কোনো বয়সসীমা সেখানে নেই। একেবারেই উন্মুক্ত করা হয়েছে।

শিক্ষার্থীরা আরও বলেন, বাংলাদেশের সকল পর্যায়ে চাকরিতে আবদনের বয়সসীমা আজ থেকে ৩৩ বছর আগে ১৯৯১ সালে ২৭ বছর থেকে ৩০ বছরে উন্নীত করা হয়। যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে ৭৩ বছরে এসে দাঁড়িয়েছে। এ কারণে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌক্তিক। গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণে ২০১১ সালে অবসরের বয়সসীমা বৃদ্ধি করে ৫৭ থেকে ৫৯ বছর করা হয়। কিন্তু, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি না করে সেটি ৩০ বছরেই সীমাবদ্ধ রাখা হয়, যার কারণে দেশে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে।

সেমিনারে এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, চাকরিতে আবেদন করতে কোনো বয়স থাকার দরকার নেই। চাকরি হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। রাষ্ট্রের যেখানে যেখানে বৈষম্য রয়েছে সেটি দূর করতে হবে। দেশকে বৈষম্যহীনভাবে গড়ে তুলতে হবে।

সেমিনারে শিক্ষার্থীরা সাতটি দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো

১. ১ম শ্রেণি ও ২য় শ্রেণির নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ বছর চাই।

২. ৩য় শ্রেণি ও ৪র্থ শ্রেণি নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৪০ বছর চাই।

৩. সকল প্রকার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত চাই।

৪. সকল প্রকার স্বাস্থ্য, চিকিৎসা নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত চাই।

৫. সকল প্রকার আইসিটি নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত চাই।

৬. সকল প্রকার আইন (জেডিসি) নিয়োগের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা উন্মুক্ত চাই।

৭. এছাড়া জরিপের মেধা ও যোগ্যতার ভিত্তিতে আবেদনের বয়সসীমা উন্মুক্ত চাই।


আরও খবর



ইউজিসিতে দুই সদস্য নিয়োগ

প্রকাশিত:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখার উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ এর সংশোধিত আইন, ১৯৯৮- এর ৪ (১) (বি) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগের মেয়াদ হবে ৪ বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবেন।

ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে আমি অবহিত হয়েছি।

এদিকে, গত রোববার (০৮ সেপ্টেম্বর) একই দিনে ইউজিসি সদস্যপদ থেকে তিনজন পদত্যাগ করেছেন। প্রথমে পদত্যাগ করেন অধ্যাপক মুহাম্মদ আলমগীর। পরে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। সর্বশেষ পদত্যাগ করেন অধ্যাপক ড. মো. জাকির হোসেন। এর আগে গত বুধবার (০৪ সেপ্টেম্বর) পদত্যাগ করেন অধ্যাপক হাসিনা খান।

রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে অধ্যাপক সাজ্জাদ লিখেছেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য পদ থেকে অব্যাহতি প্রার্থনা করছি।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অধ্যাপক মুহাম্মদ আলমগীর। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, ব্যক্তিগত কারণে ইউজিসি সদস্যের পদ ছাড়ার পর তিনি তার আগের কর্মস্থল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে পুনঃযোগদান করবেন।

অধ্যাপক জাকিরের কাছে পদত্যাগের কারণ জানতে চাইলে তিনি এ ব্যাপারে স্পষ্ট জবাব না দিয়ে বলেন, তার পদত্যাগপত্র অফিসের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


আরও খবর
ঢাবি নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মামুন আহমেদ

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪