তেল ব্যবসার পাশাপাশি শখের বসে তোতাপুরী জাতের ছাগল পালন করতে শুরু করেন আশরাফ আলী। ছাগলের নাম দেওয়া হয়েছে হায়দার। গেল কুরবানী ঈদে একশত কেজি ওজনের এই তোতাপুরী জাতের হায়দারকে তিন লাখ টাকা ক্রয় করতে চেয়েছিলেন গবাদীপশু ব্যবসায়ীরা। কিন্তু আশরাফ আলী তাঁর শখের হায়দারকে হাত ছাড়া করেনি।
তবে আশরাফ আলীর ইচ্ছে তাঁর শখের হায়দারকে লালন-পালনে বড় করার পর জবাই করে পরিবার, এতিমখানা ও প্রতিবেশীদের মাঝে বিলিয়ে দেওয়ার। আশরাফ আলী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাদীর ইউনিয়নের বাসিন্দা।
হায়দারকে (ছাগল) দেখভালের জন্য একজন কর্মচারীও নিয়োগ করেছেন মালিক আশরাফ আলী। কর্মচারী সাব্বির জানায়, তোতাপুরী জাতের ছাগলকে ভালবেসে তাঁরা তাদের বিছানার পাশে রেখে ঘুমায়। বিছানায় কোন প্রসাব-পায়খানা করেন না বরং সকালে মালিকের সঙ্গে ঘুম থেকে উঠে বাইরে গিয়ে মলত্যাগ করেন। সারাদিনে সকলের সঙ্গে নানা খুনসুটিতে ব্যস্ত থাকে আশরাফ আলীর শখের হায়দার। কেউ হাত এগিয়ে দিলে হ্যান্ডশেকও করে। তবে হায়দারের প্রতিদিনের খাবারের তালিকায় থাকে ছোলাবুট, কলা, পেয়ারা, ধান-গমের ভুষি ও কাচাঁঘাস।
বিশাল আকৃতির তোতাপুরী জাতের এই ছাগলটিকে স্বচোখে দেখতে দূর-দুরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। যারাই আশরাফের দোকানে তেল ক্রয় করতে আসছেন তারাই হায়দারকে কাছে টেনে আদর করছেন। আর হায়দার কোন কারণে রাগ করলে কাউকে তোয়াক্কা না করে ছুটে যান মালিকের ছেলে আসিফ রায়হানের কাছে। শখের হায়দারকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করেন।
আসিফ রায়হান বলেন, কুরবানি ঈদে তার সামনে অন্য গবাদিপশুকে জবাই করতে দেখায় হায়দারও মনে করেছিল তাকেও এভাবে জবাই করা হবে। তাই দুই দিন আগ থেকেই খাওয়া নেয়া সব বন্ধ করে দেয়।
আর আশরাফ আলী জানায়, শখের বসে ছাগল পালন করে সে। এর আগে আরো দুটি ছাগল বড় করার পর জবাই করে আত্বীয় স্বজন, গরীব ও এতিমখানায় মাংস বিলিয়ে দেই আর কিছু অংশ নিজের জন্য রাখে। ২৬ হাজার টাকায় কেনা ছাগলের দাম ব্যবসায়ীরা ৩ লাখ টাকা বললেও সে বিক্রি করেনি। এর আগে আরো দুইটি ছাগল বড় করে জবাই করে মাংস স্থানীয়দের মাঝে বন্টন করেন বলে জানান তিনি।
তোতাপুরী জাতের ছাগল নিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ নাসিরুল ইসলাম বলেন, ছাগলটি সুস্থ্য রাখতে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর থেকে বিভিন্ন সময়ে পরামর্শ ও সহযোগীতা দেওয়া হচ্ছে। এ বছর প্রাণী প্রদশনী মেলায় এই ছাগল ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন বলে জানান এই কর্মকর্তা।